নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় শিক্ষক হলেও নেশায় লেখক ও পর্যটক। \'\'ভালো আদর মন্দ আদর\'\'(২০১৩) তাঁর প্রকাশিত প্রথম বই

এইযেদুনিয়া

আমার চোখে তো সকলই শোভন/সকলই নবীন,সকলই বিমল/ সুনীল আকাশ,শ্যামল কানন/বিশদ জোছনা,কুসুম কোমল/সকলই আমার মত

এইযেদুনিয়া › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাত নারী--১

১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

• যেসব মেয়েরা তাদের জিরো ফিগার নেই বলে দুঃখ করে আর মোটা বলে হীনম্মন্যতায় ভোগে, সেসব মেয়েদের বলছি, এই নোংরা সমাজে তুমিই সবচেয়ে সুন্দরী।

• হলিউডে একটি মেয়ের পবিত্রতার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তার চুলগুলো কেমন। এখানে তুমি দেখতে কেমন সেটাই বিবেচ্য, তুমি নিজে কেমন তা নয়। এই হলিউড এমন এক জায়গা যেখানে তোমার একটি চুমুর মূল্য হাজার ডলার আর তোমার হৃদয়ের মূল্য ৫০ সেন্ট। আমি এটা খুব ভালো করেই জানি। কারণ, আমাকে প্রায়ই প্রথম প্রস্তাবটি প্রত্যাখ্যান করতে হয়েছে শুধু নিজের ৫০ সেন্টটুকু জমিয়ে রাখার জন্য।

• নাহ, কুকুর নয়, মানুষই আমাকে আহত করেছে বেশি।

• একজন বুদ্ধিমতী মেয়ে তোমাকে চুমু খাবে কিন্তু ভালবাসবে না। তোমার কথা মন দিয়ে শুনবে কিন্তু বিশ্বাস করবে না। আর তুমি তাকে ফেলে চলে যাবার আগেই সে তোমাকে ছেড়ে চলে যাবে।

• আমি সৎ কিন্তু ফেরেশতা নই। আমি পাপ করি, কিন্তু তাই বলে শয়তান নই। এই এত বড় পৃথিবীতে আমি একটা ছোট্ট মেয়ে যে, এমন একজনকে খুঁজে বেড়াচ্ছে যাকে সে ভালবাসতে পারে।

• তোমার যদি দুটি রূপ থাকে, তবে অন্তত একটিকে সুন্দর রেখো

• যেসিব নারী পুরুষদের মত সম অধিকার চায়, ওদের লক্ষ্য বেশি উঁচু নয়।

• ঘুমই আমার প্রিয়, তাতে যদি আমি কোন স্বপ্ন দেখতে পারি।

• পুরুষেরা তখনই কোন কিছুকে শ্রদ্ধা করা শুরু করে, যখন তারা সেটাতে বিরক্তি ও একঘেঁয়ে বোধ করতে থাকে।

• হাইহিল কে আবিষ্কার করেছেন জানি না। প্রত্যেক নারীই আজ তাঁর কাছে ভীষণভাবে ঋণী।

• তোমার পোশাক ততখানিই টাইট হতে হবে, যেন বোঝা যায় যে, তুমি একজন নারী। আবার তোমার পোশাক ততখানি ঢিলেও হতে হবে, যেন বোঝা যায় যে, তুমি একজন সম্মানিত নারী।

• আমি বিশ্বাস করি পৃথিবীতে যা কিছু ঘটে তার পেছনে অবশ্যই কারণ আছে। তোমার চেনা মানুষ যদি বদলে যেতে থাকে তবে তার মানে এই যে, তুমি যেন তাকে মুক্তি দিতে শেখো। আবার সময়গুলো যদি খুব খারাপ যেতে থাকে তবে তার মানে এই, তুমি যেন আগের সুন্দর সময়গুলোর প্রশংসা করতে পারো।



আমি যখন ছোট ছিলাম কেউ আমাকে সুন্দর বলে প্রশংসা করে নি।সব ছোট্ট মেয়েদেরকেই সুন্দর বলে প্রশংসা করা উচিত, যদি তারা সেটা নাও হয়।



তুমি যখন অল্পবয়সী ছিলে, তখন প্রতি সোমবারে আত্নহত্যা করবে বলে সিদ্ধান্ত নিতে আর বুধবারেই সব ভুলে হাসাহাসি শুরু করে দিতে।



সবারই আত্নহত্যা করার সুযোগ থাকা দরকার। আমি একে কোন পাপ বা অপরাধ মনে করি না। এটা একজন ব্যক্তির অধিকার। যদিও আত্নহত্যা করে তুমি কিছুই পাবে না।





----------বিখ্যাত একজন নারীর কিছু উদ্ধৃতি এগুলো। বলতে হবে, এগুলো কার কথা?



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: যে নারী-ই হোক, ভালো বলেছেন।

২| ১৭ ই জুন, ২০১৩ রাত ৮:৪৮

কাজী রহমতুল্লাহ বলেছেন: মেরিলিন মনরো ?

৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:১৪

তুষার আহাসান বলেছেন: দারুন সংগ্রহ!
কে বলেছেন জানার অপেক্ষায় রইলাম।

৪| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৬

এইযেদুনিয়া বলেছেন: Kaji rahmatullah, ki kore bujhlen?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.