নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চোখে তো সকলই শোভন/সকলই নবীন,সকলই বিমল/ সুনীল আকাশ,শ্যামল কানন/বিশদ জোছনা,কুসুম কোমল/সকলই আমার মত
• আমার মনে হয়, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বড় রোগ হল, মানুষের এমন এক অনুভূতি যে, তাকে কেউ ভালবাসে না। আমি জানি যে, আমি ভালবাসা দিতে পারি, হয়ত এক মিনিটের জন্য, বা আধা ঘণ্টার জন্য, এক দিনের জন্য অথবা এক মাসের জন্য। তারপরেও আমি ভালবাসা দিতে পারি। আমি খুবই আনন্দিত এটা ভেবে যে, আমি ভালবাসা দিতে পারি ও দিতে চাই।
• জীবনে যদি তুমি কখনো এমন কাউকে পাও যাকে তুমি ভালবাসো, তবে সে ভালবাসাকে তুমি শক্ত করে ধরে রেখো।
• এখন পৃথিবীর একটি বড় সমস্যা হল অসহিষ্ণুতা। সবাই একে অপরের প্রতি ভীষণ ধৈর্যহীন।
• তোমার হৃদয় যা বলবে, শুধু সেটাই করবে।
• আলিংগনের মাধ্যমে বিশাল ভালো কিছু করা যায় —বিশেষত শিশুদের বেলায়।
• আমি আমার ছেলেদের জন্যই বেঁচে আছি। ওরা না থাকলে আমি কোথায় হারিয়ে যেতাম!
• আমি মানুষকে স্পর্শ করি। আমি মনে করি প্রত্যেকেরই এটা করার দরকার আছে। হাত দিয়ে বন্ধুর মুখটা ছুঁয়ে দেবার মানে হল, তার সাথে যোগাযোগ সৃষ্টি করা।
• আমি কোন দামী উপহার চাই না। দামী কিছু কিনতেও চাই না। আমার সব কিছুই আছে। আমি চাই, আমি শুধু চাই, কেউ একজন আমার পাশে থাকুক, যে আমাকে নিরাপদ ও নিশ্চিন্তে থাকার অনুভূতি দেবে।
• পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে আর কিছু নেই।
• একটা ছোট্ট ছেলে, যার বাবা কখনোই তার মাকে ভালবাসে নি, তার কী পড়তে ভালো লাগা উচিত?
• সমাজের সবচেয়ে অসহায় মানুষগুলোকে সাহায্যের চেষ্টা করার মত আনন্দদায়ক আমার কাছে আর কিছু নয়। মানুষের বিপদে সাহায্য করা আমার জীবনের একটি দারুন প্রয়োজনীয় অংশ-- যাকে এক ধরনের নিয়তিই বলা যায়। বিপদগ্রস্থ যে কেউ সাহায্যের জন্য আমাকে ডাকতে পারে। তাদের কাছে আমি ছুটে আসব, যেখানেই থাকি না কেন।
• কোন ধরা বাঁধা নিয়ম কানুন আমাকে চালায় না। আমি হৃদয়ের নির্দেশণা মেনে চলি, মস্তিষ্কের নয়।
• আমি আমার সন্তানদের জন্য আমরণ যুদ্ধ করে যাবো, যেন তারা মানবিক গুণাবলী অর্জন করে জনগণের প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারে।
• আমি চাই, আমার ছেলেরা যেন মানুষের আবেগ, নিরাপত্তাহীনতা, বেদনা, তাদের আশা, তাদের স্বপ্নগুলো যেন উপলব্ধি করতে পারে।
• এ বিয়েতে আমাদের তিনজনই ছিলাম, তাই এখানে একটু ভীড়ও ছিল।
• আমি মানুষের হৃদয়ের রানী হয়েই থাকতে চাই।
আরেকজন বিখ্যাত নারীর উদ্ধৃতি শেয়ার করলাম। সবাই মনে হয় এরই মধ্যে বুঝে ফেলেছে, তিনি কে! দেখি কে আগে বলতে পারেন!
©somewhere in net ltd.