নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চোখে তো সকলই শোভন/সকলই নবীন,সকলই বিমল/ সুনীল আকাশ,শ্যামল কানন/বিশদ জোছনা,কুসুম কোমল/সকলই আমার মত
দুষ্ট লোকের কথা নাম্বার ১ : পূজার সময় এত্ত খরচ করে দেব দেবীর মূর্তিগুলো বানানো হয়! এসব তৈরি করতে, নকশা করতে, পোশাক, গয়নায়, মঞ্চে কেমন খরচ পড়ে ভেবে দেখেছেন? এত বিলাশিতা না করে, তার চেয়ে ঐ টাকাগুলো গরিব মানুষগুলোকে দিলে কত ভালো হত!
দুষ্ট লোকের কথা নাম্বার ২: কুরবানীর ঈদে লোক দেখানো প্রতিযোগিতা না করে ঐ টাকা গরিব মানুষদেরকে দিয়ে দিলে কত ভাল হত!
দুষ্ট লোকের কথা নাম্বার ৩: ক্রিসমাসের সময় সান্তা ক্লজের উপহার আর ক্রিসমাস ট্রি সাজাতে কেমন অপচয় হয় কোনদিন ভেবে দেখেছেন? অথচ কত লোক না খেয়ে থাকে!
দুষ্ট লোকের কথা নাম্বার ৪: ফানুস! এত পয়সা খরচ করে এভাবে ফানুস উড়ানোর কী মানে হয়? তার চেয়ে ঐ টাকা গরিব মানুষগুলো পেলে তাদের উপকার হত।
দুষ্ট লোকের কথা নাম্বার ৫: কী কী সব দিবস ইদানিং বের হয়েছে না? ঐ যে ভ্যালেনটাইনস ডে, ফ্রেন্ডস ডে…আরো কী কী সব। এসব দিবসের কোন মানে আছে? এই যে উপহারের পেছনে এত পয়সা একেকজন খরচ করছে, এদেরকে বলুন দেখি গরিব মানুষের জন্য তার মধ্য থেকে কিছু দান করতে! দেখবেন, দেবে না।
দুষ্ট লোকের কথা নাম্বার ৬: মোবাইল, ইন্টারনেটের পেছনে এত অপচয় না করে……ব্লা ব্লা ব্লা
দুষ্ট লোকের কথা নাম্বার ৭: আচ্ছা, সারা বছর গরিব মানুষের জন্য দরদী এই দুষ্ট লোকগুলো থাকে কোথায়? এরা থাকতে দেশের মানুষ আবার এত গরিব হয় কীভাবে?
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩১
এইযেদুনিয়া বলেছেন: হাম্বা মোবারক।
২| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৬
অস্পিসাস প্রেইস বলেছেন: দুষ্ট লোকেরা বেশী বোঝে
ওদের বাদ দিন, আসুন উৎসব করি
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩২
এইযেদুনিয়া বলেছেন: ধর্ম যার যার, উৎসব সবার।
ধন্যবাদ
৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৩
বোধহীন স্বপ্ন বলেছেন: দুষ্ট লোকের কথায় কি আসে যায়??
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫
এইযেদুনিয়া বলেছেন: হুম... তবে আঁতলামী দেখতে ভাল লাগে না। আনন্দ করবো, পাশাপাশি গরিবদের কথাও মনে রাখবো... এই রকম হলেই ভাল হয়।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ঈদ মোবারক।
ঈদ আনন্দ দীর্ঘ হোক।।