নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় শিক্ষক হলেও নেশায় লেখক ও পর্যটক। \'\'ভালো আদর মন্দ আদর\'\'(২০১৩) তাঁর প্রকাশিত প্রথম বই

এইযেদুনিয়া

আমার চোখে তো সকলই শোভন/সকলই নবীন,সকলই বিমল/ সুনীল আকাশ,শ্যামল কানন/বিশদ জোছনা,কুসুম কোমল/সকলই আমার মত

এইযেদুনিয়া › বিস্তারিত পোস্টঃ

ভয়ংকর রাসপুটিন!!!

২৮ শে জুন, ২০২৩ দুপুর ১২:৫৩



ভয়ংকর ও প্রায় নিষিদ্ধ হিসেবে নামটা অনেক বার শোনা।বনি এমের সেই বিখ্যাত গানের মর্মার্থ-ও এবার সহজে উদ্ধার করা গেলো। বাপ্রে বাপ! এমন মানুষও হয়? পটাশিয়াম সায়ানাইডেও মরে না! হৃদপিণ্ড বরাবর গুলি করলেও মরে না! ময়না তদন্তে মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে, বরফ শীতল জলে ডুবে যাবার কারণে, কিন্তু হৃদপিণ্ডে গুলিও তাকে কাবু করতে পারে নি! আমার তো মনে হয়, রাসপুটিন রীতিমতো মিথে পরিনত হয়েছে। নাহলে এসব কাণ্ডের বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?

নারীরা যে তার আহবানে সহজে সাড়া দিতো, এর কারণ হিসেবে বলা যায়, লোকটা আসলেই দেখতে শুনতে খারাপ নয়। অন্তত আমার চোখে তো নয়ই। তবে চোখগুলো লক্ষ্য করুন! অস্বাভাবিকতা আছে না? এই চোখের দিকে তাকালেই তো মাথায় চক্কর দেয়া শুরু হয়ে যাবে যে কারো! হিপনোটাইজড কি আর এমনি এমনি হয়?

থ্যালাসেমিয়ায় আক্রান্ত জারপুত্রের রক্তপাত কিভাবে বন্ধ করতেন, এটাও একটা রহস্য। রাসপুটিন বললো, সুস্থ হয়ে যাবে,আর জারপুত্র এলেক্সি সুস্থ হয়ে গেলো! এমন ঘটনা একবার নয় একাধিকবার ঘটেছে। নাকি রাসপুটিনকে ঘিরে এগুলোও মিথে পরিনত হয়েছে? ব্যাপারটা অমীমাংসিত।

আমার কাছে রাসপুটিনকে ভয়ংকর সাইকোপ্যাথ মনে হয়েছে। তবে রাশিয়া, রাশিয়ার রাজনীতি, জারের পতন ও নিজের মৃত্যু সম্পর্কে তার ভবিষ্যৎ বাণী অক্ষরে অক্ষরে মিলে যাওয়া চিন্তার মধ্যে ফেলে দেয়। সত্যি খুব ইন্টারেস্টিং একটা চরিত্র। রাসপুটিনকে নিয়ে কি সিনেমা আছে কোন?

রাসপুটিন শব্দের অর্থ যদি লম্পট হয় তাহলে পুটিন অর্থ কী?

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২৩ দুপুর ১:২১

শূন্য সারমর্ম বলেছেন:


তিনি ছিলেন জারের বন্ধু এবং ভবিষ্যৎ বেশি দেখে প্রেডিক্ট করতে গিয়েই গুপ্তহত্যার শিকার হয়েছে।

জারের আশেপাশে থেকে পলিটিকাল ইনফ্লুয়েন্স থাকলে 'মিথ সহজেই গড়ে উঠতে পারে বলে মনে হয়।

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১১:৪৩

এইযেদুনিয়া বলেছেন: সে সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

২| ২৮ শে জুন, ২০২৩ দুপুর ২:৩২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: নারীরা সাড়া দেবার ক্ষেত্রে আমার মনে হয় তার আচরণ দায়ী । স্বাভাবিকভাবে নারীরা শক্তিমান কারও কাছে নিজেকে সঁপে দিতে কুন্ঠাবোধ করে না ।

সে যাক , আমার কাছে রাসপুটিনের চেহারাটা দেখলেই ভয় হয় । ওর চোখদুটি ভয়ানক তীক্ষ্ণতায় ভরা !!

০৬ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:০৪

এইযেদুনিয়া বলেছেন: এ ব্যাপারে আপনার সাথে আমি সম্পূর্ণ সহমত। তাছাড়া হিপনোটাইজ করার ক্ষমতাও নাকি ছিল তার। এ রকম তীক্ষ্ণ চোখ, ছবিতেই কেমন, আর বাস্তবে না জানি আরো কেমন। ভয়েই হয়তো মেয়েরা রাজি হয়ে যেতো।

৩| ২৮ শে জুন, ২০২৩ বিকাল ৩:১৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: চেহারা দেখে তো তাকে মনে হচ্ছে কবর থেকে উঠে আসা ভূত।

মেয়েরা ভূত ভয় পায় আকৃষ্ট হত কেনো কে জানে! বাপরে!

এত কিছু জানতাম না রাসপুটিনকে নিয়ে তবে ছোটবেলায় নাম শুনে মনে হত পুডিং এর কথা সাথে রাস জিনিসটা আমার পছন্দই হত না। :(

০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

এইযেদুনিয়া বলেছেন: হাহাহা

৪| ২৮ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৫

নূর আলম হিরণ বলেছেন: ডলি সায়ন্তনীর একটা গানে এমন লাইন আছে, “দৃষ্টিতে যেন সে রাসপুতিন, খুন হয়ে যাই আমি প্রতিদিন” তাহলে এই সেই রাস পুতিন যাকে নিয়ে ডলি সায়ন্তনী গান গেয়েছিল!

২৯ শে জুন, ২০২৩ রাত ১১:১২

এইযেদুনিয়া বলেছেন: এই তো আপনি ঠিক চিনে ফেলেছেন!

৫| ২৮ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: মানুষের ভিতরটা তো দেখা যায় না।
কে ভয়ঙ্কর আর কে সহজ সরল সেটা বুঝা যায় না।

৬| ২৮ শে জুন, ২০২৩ বিকাল ৫:২৪

আমি সাজিদ বলেছেন: উনার পৌরষত্ব নিয়ে অনেক সুনাম/ দুর্নাম শুনেছি।

০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

এইযেদুনিয়া বলেছেন: সুনাম কী শুনলেন?

৭| ২৮ শে জুন, ২০২৩ রাত ১১:০৯

হাসান জামাল গোলাপ বলেছেন: অনেক কিছুই মিথ।
রাসপুটিন মিথ

০৬ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪৭

এইযেদুনিয়া বলেছেন: মিথ তো বটেই।

৮| ২৮ শে জুন, ২০২৩ রাত ১১:১০

কামাল১৮ বলেছেন: সত্য মিথ্যা মিলিয়ে অনেক কথা প্রচার আছে তার সম্পর্কে।আধুনিক মানুষ তাকে নিয়ে ভাবে না।

২৯ শে জুন, ২০২৩ রাত ১১:১২

এইযেদুনিয়া বলেছেন: আরে ভাই, সত্যটা জানতে হলেও ভাবতে হয়।

৯| ২৮ শে জুন, ২০২৩ রাত ১১:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: তার ব্যাপারে আমি কম-বেশী পড়েছি, আসলেই কিছুটা ভয়ংকর কিছুটা মিথ। ধন্যবাদ।

০৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

এইযেদুনিয়া বলেছেন: ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য। এটা আমার প্রথম জানার বিস্ময়ের বহিপ্রকাশ।

১০| ২৯ শে জুন, ২০২৩ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: ঈদের শুভেচ্ছা জানবেন।

১১| ২৯ শে জুন, ২০২৩ রাত ১১:২৮

আমি সাজিদ বলেছেন: মন্তব্যের জবাব দেওয়াটা ভদ্রতা।

০৩ রা জুলাই, ২০২৩ রাত ১০:৫২

এইযেদুনিয়া বলেছেন: মানুষ তো ব্যস্তও থাকতে পারে, এত জাজমেন্টাল হওয়া কি ঠিক?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.