![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে, বৃষ্টির নাম জল হয়ে যায় জল উড়ে উড়ে আকাশের গায়ে ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায। ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে, চেনা অচেনা হিসেব মেলায় ভালবাসা তাই ভিজে একাকার, ভেজা মন থাকে রোদের আশায়. ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
কিছু দিন আগেই একটা ছোট পোস্ট দিয়েছিলাম কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো সে নিয়ে। আজই একটা অ্যাকাউন্ট খুলে এলাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। ই-সেভার্স অ্যাকাউন্টটা আমার মনে ধরেছিলো খুব, সেটাই করালাম। আগের পোস্টটা লেখার সময় তেমন কিছু জানতাম না। কিন্তু এরপরে বিস্তর ঘাঁটাঘাঁটি করেছি এই নিয়ে।
অফিসিয়াল ওয়েবসাইটেই অনেক কিছু দেওয়া আছে। তবু সশরীরে ধানমন্ডি শাখায় গিয়ে একদিন ঢুঁ মেরে আসলাম। আমার তো ধারণা ছিলো এখানে অ্যাকাউন্ট খুলতে প্রচুর টাকা লাগবে। কিন্তু তেমন কোন বিভ্রাটে পড়তে হয়নি। অ্যাকাউন্টের ব্যাপারে খোঁজখবর নিতে পেরেছি নির্বিঘ্নেই।
বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম নিয়ে আমার মনে অনেক সন্দেহ কাজ করে। তাই নতুন অ্যাকাউন্ট খোলার সময় একটু দোটানায় ছিলাম। তারপরও দেখে ভালো লেগেছে যে এখানে আন্তর্জাতিক মানটা বজায় রাখার একটা চেষ্টা আছে। কাস্টমার ম্যানেজমেন্টও ভালো।
সব কথার শেষ কথা, কষ্টের টাকার একটা গতি হলো শেষমেশ। অ্যাকাউন্টে মাসে গড়ে পঞ্চাশ হাজার থাকলেই যথেষ্ট। ডেবিট কার্ডও পাচ্ছি। আর যেখানেই যাই, মোবাইলটা তো সাথেই থাকে। সেটা হলেই হলো, আমাকে আর ব্যাংকে দৌড়াতে হবে না! এই বা কম কি?
আমার আগের ব্লগে যারা যারা আমাকে এই ব্যাংক একাউন্ট ওপেন করার ব্যাপারে পরামর্শ দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।
২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৭
একা বৃষ্টিতে ভিজি বলেছেন: আপনি এতো খুশি কেন?
২| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১:০৪
ঠোটকাটা মানুষ বলেছেন: স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে টাকা রাখার চেয়ে মাটির ব্যাংকে রাখা ভাল । আপনি যদি তাদের নিয়ম কানুন মানতে না পারেন, তাহলে আপনার একাউন্ট বর্ধ করে দিবে - আপনাকে জিজ্ঞাসা ও করবে না । আমার প্রায় ১৫ বছরের পুরানো একাউন্ট বন্ধ করে দিল । এজন্য বললাম, মাটির ব্যাংক অনেক ভাল । Standard Chartered bank- অযথা বিভিন্ন চার্জ কাটবে । হিযেন চার্জেস অনেক । পরে টের পাবেন ।
২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:০৪
একা বৃষ্টিতে ভিজি বলেছেন: স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে একাউন্টে খুলেই ফেললাম। অনলাইন ব্যাংকিং এর সুবিধা পেতে চাই। দেখি কী হয় এরপর। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ
৩| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১:৩৩
সোহানী বলেছেন: @ আমি বহু বছর ধরে স্টান্ডার্ড চার্টার্ড এ একাউন্ট মেইন্টেইন করছি। একটা নির্দিস্ট সময় পর্যন্ত একাউন্ট ইউজ না করলে বন্ধ করে দেয়। আর চার্জ সব ব্যাংকে ই কাটে একটু কম বা বেশী। হিডেন চার্জ বলে তেমন কিছুতো দেখলাম না.... তবে যার যার নিজস্ব পছন্দ।
২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:০৬
একা বৃষ্টিতে ভিজি বলেছেন: স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে একাউন্টে খুলেই ফেললাম। অনলাইন ব্যাংকিং এর সুবিধা পেতে চাই। দেখি কী হয় এরপর। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ
৪| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১:৫০
ইরফান মাহ্মুদ বলেছেন: হ্যাপি ব্যাংকিং.।.।.।.।.।.।
২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৫১
একা বৃষ্টিতে ভিজি বলেছেন: ধন্যবাদ
৫| ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৩২
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আমারও এই এ্যাকাউন্ট ছিলো, তখন ২০ হাজার টাকা রাখা লাগতো। ইউজ না করায় বন্ধ করে দিয়েছে এ্যাকাউন্ট। আমিও খুশি হয়েছি বন্ধ করায়, এরকম এ্যাকাউন্ট দরকার নাই।
২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৫২
একা বৃষ্টিতে ভিজি বলেছেন: স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে একাউন্টে খুলেই ফেললাম। দেখা যাক কী হয়। আমাই আশাবাদী
৬| ০৩ রা জুন, ২০১৪ রাত ২:১৬
নাহিদ তামিম বলেছেন: অনলাইনের জন্য এখন বেস্ট দি সিটি ব্যাংক লি:, এখান থেকে আপনি বাংলাদেশের যেকোন ব্যাংক এ ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৪
সুমন কর বলেছেন: