নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একাকী প্রথিক

একাকী প্রথিক › বিস্তারিত পোস্টঃ

একটি খোলা চিঠি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৪

একজন মুসলমান হিসেবে আমার ধর্ম, আমার রাসূল আমার কাছে সবার উর্ধে। যারা এর অবমাননা করে আমি অবশ্যই তাদের শাস্তি চাই। এরা স্বঘোশিত ইসলাম বিরোধী। কিন্তু যারা শুধুমাত্র নিজের দূনিয়াবি শার্থ হাসিল করার জন্য ইসলাম এর নামে, ইসলাম এর রুপ ধরে, ইসলাম এর ভেতরে থেকে আমার ধর্ম, আমার রাসূল কে নিয়ে ব্যবসা করে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। নাস্তিক দের থেকে কম করে হলেও ১০০০ গুন বেশি শাস্তি হওয়া উচিত। কারন নাস্তিকরাতো শত্রুর বেশেই আশবে, কিন্তু এই আস্তিক বেশধারী নাস্তিকরা বন্ধুর বেশে এশে পেছন থেকে হামলে পড়বে। আর এইসব মসলিম বেশধারী শয়তানের বাচ্চারা রাতের গভীর অন্ধকারে ল্যামপোস্টের হলুদ আধো আধো আলোর নিচে দাড়িয়ে থাকা মুখ গুলোর চাইতেও নিচ। আমি আমার থুতু ও তাদের মুখে ফেলতে চাইনা। কারন হাদিস এ আছে মুসলমানের থুতু নাপাক জায়গায় ফেলা ও গুনাহ। তাছাড়া আজ যে ইসলাম বিরোধী জানিনা হয়তো কাল সেই লকটিই আমার চাইতে ও ভাল একজন মুসলমান হবে।



আমি খুব ভাল করেই জানি শাহাবাগ এর আন্দলন এর শাথে এর কোন সম্পর্ক নেই। কিন্তু যারা এটা বুঝেনা তাদের জন্যেই আমার এই লিখা। আর জারা বুঝেও না বোঝার ভান করে থাকে তাদের জন্য শুধুই ধিক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৬

কালোপাথর বলেছেন: আমি আপনার সাথে একমত। যারা ধর্মকে ব্যবহার করে ধর্মপ্রান মুসলমানদের বিবেকের সাথে খেলা করে তাদের ১০০০ গুন বেশি শাস্তি হওয়া উচিত।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮

ফারহুম বলেছেন: হুজুর (সঃ) এর সময় থেকে শুরু করে আজ পর্যন্ত সর্বকালেই মুনাফিকরা বর্তমান ছিল এবং আছে।
মূলত ইসলামকে নিজ স্বার্থে ব্যাবহারের জন্য এরা নিজেদের মুসলমান হিসেবে নিজেদের পরিচয় দিত, কিন্তু অন্তর থেকে কখনোই ইসলামের হুকুম আহকামের উপর শ্রদ্ধাশীল ছিল না, এবং এরা কখনোই মুসলমানদের বন্ধু ছিল না।

বর্তমানের জামাতি ইসলাম, ইসলামি ছাত্র শিবির এর ব্যাতিক্রম কিছু না, বরং তারা এইসকল মুনাফিকদেরই আধুনিক ভার্সন।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

একাকী প্রথিক বলেছেন: ব্যাক্তিগত তারনা থেকেই লিখাটির ভুল শোধরানর তাগিদ অনুভব করছি। আমার মনে হচ্ছে "ল্যামপোস্টের হলুদ আধো আধো আলোর নিচে দাড়িয়ে থাকা মুখগুলো" লিখাটি লিখে আমি ঐ মুখগুলোর প্রতি অবিচার করেছি। বিভিন্ন প্রতিবেদন থেকে আমি যতটুকু জানি, যতটুকু বুঝেছি ঐ অন্ধকারকে আপন করে নেয়া মানুষগুলু অনেকটা বাধ্য হয়েই ঐ পথে পা বারায়। তাই তাদেরকে নিচ বল্লে অবিচার করা হবে। লিখাটি হবে "ল্যামপোস্টের হলুদ আধো আধো আলোর নিচে দাড়িয়ে থাকা মুখগুলোর দিকে যেই হায়নাগুলো লুলুপ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে, ওরা তাদের চাইতে ও নিচ........যারা আমার পবিত্র ধর্মকে নিয়ে ব্যবসা করে।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

একাকী প্রথিক বলেছেন: কালোপাথর এবং ফারহুম ভাই কে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.