নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

দেয়ালে হেলান দেয়া সন্ধ্যায়

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২



দেয়ালে হেলান দেয়া সন্ধ্যায়

সন্ধ্যায় অভিজাত বাড়ির দেয়ালে হেলান দিয়ে

পলেস্তার ছুঁয়ে আছে দেহ

ফার্ণের ডাল উড়ে যাচ্ছে

কুঁড়িহরিৎ প্রশাখা বুঁজিয়ে

পালক ঝরা স্টেশনে

যেখানে জ্যোৎস্নার মত স্ট্রিটল্যাম্প দুগ্ধ সাদা

ইস্তিরির জামায় আলু থালু

হয়ে যাচ্ছে।

সন্ধ্যায় সবাই সজাগ আকাশের মুক্তিতে

সন্ধ্যায় সমুদ্রের গেটে দারোয়ান,

সন্ধ্যায় প্রতিবেশীর বাড়ি থেকে আসা ডাল ভাজার ঘ্রাণ আলগোছে নেমে গেছে

আড়াই তলার বারান্দা গলিয়ে..

পুরনো ধোঁয়াগুলো এক সাথে জমিয়ে

খসখসে কাগজের চোঙায় নিকোটিন ভরে

ধূমপায়ী মরা আগুন গিলে

ম্লান চোখে চেয়ে রয় একটানা



-

ড্রাফট ১.০

নেটে পাওয়া ছবিটার নাম হিরোশিমার ছায়া

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫

শিকদার ওয়ালিউজ্জামান বলেছেন: চমৎকার ইম্প্রেশান!!!

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

ইমরাজ কবির মুন বলেছেন:
খুবই চমৎকার ||

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

মামুন রশিদ বলেছেন: সুন্দর +

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০

এহসান সাবির বলেছেন: দারুন...!!

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

রাজসোহান বলেছেন: সেই গানটির কথা মনে আছে হাসনাইন ভাই? সেই ছোট্ট নদী ফিরেও ডাকে না! :)

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১

কুহক' বলেছেন: +++

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর একটা কবিতা পড়া হলো !

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৬

শূন্য পথিক বলেছেন: ভালো লাগা

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কিছু কবিতা এমন হয়, পড়ি বুঝিনা। কিছু কবিতা এমন হয় পড়ছি আর এদিক ওদিক তাকাচ্ছি, ডিকসনারীটা কোথায়? অথবা আরো কত রকম অনুভূতি যে ভর করে। কবিতা পড়ার ক্ষেত্রে নিজের মনের অবস্থাও বোধহয় একটা ব্যাপার। ধরেন, আপনার মন ভালো নেই। কবিতা পড়ছেন। ভালো কবিতাও মনে হবে ওনি এই সব কি লিখেছেন? পরে আবার যখন পড়বেন তখন মনে হবে ঐদিন এমন লাগলো কেন? এই লাইনটা কি মিস করে গিয়েছিলাম? তাই কবিতা পড়া আর বোঝা এতো সহজ নয়। অন্ততঃ আমার কাছে।

এই কবিতাটা পড়তে পড়তে কেমন জানি একটা চিত্রকল্প বা দৃশ্য ফুটে উঠে। বিশেষ করে এই তিনটি লাইন-

যেখানে জ্যোৎস্নার মত স্ট্রিটল্যাম্প দুগ্ধ সাদা
ইস্তিরির জামায় আলু থালু
হয়ে যাচ্ছে।


শুধু পড়লেই হয়না, কেন জানি পড়া থামিয়ে একটু কল্পনা করতে হয়। কল্পনায় পেয়ে গেলে যেমন আনন্দ লাগে অথবা না পেলে অস্থির লাগে। ফলে পাঠককে এগুতে হয় এই দুয়েন্দুর এক অদ্ভুত ভাবালুতার মধ্য দিয়ে।

কবিতা পড়তে পড়তে মনের কোথায় জানি মনে হয় আরে এই যে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা সে তো আমিই। ডাল ভাজা অথবা নিকোটিনের ঘ্রাণ ধাক্কা দেয় নাকের রন্ধ্রে রন্ধ্রে। স্টেশন মানেই শব্দ। কিন্তু কিসের শব্দ? পালক ঝরার শব্দ। এই শব্দ শুনতে হলে কেবল পড়লেই হয়না, একটু মনে দিয়ে যেন শোনার চেষ্টাও করতে হয়।

মনে হলো এ যেন এ কালের জীবনান্দের এ কালের চিত্ররূপকল্প!

আচ্ছা কবিতা কেমন লাগলো এর জন্য এরচেয়ে বেশি কিছু বলার কি দরকার আছে?

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

সমুদ্র কন্যা বলেছেন: সন্ধ্যায়, মায়াবী সন্ধ্যায়...

অনেক সুন্দর!

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

টুম্পা মনি বলেছেন: চমৎকার লিখেছেন।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

শাহিন বলেছেন: ধন্যবাদ সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য । আর শুভেচ্ছা রইলো "মোঃ সাইফুল ইসলাম সজিব" এর জন্য তিনি সুন্দর একটি মন্তব্য করেছেন ।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: পড়ছি আর ভাবছি, ভাবছি আর দেখছি মানসপটের দৃশ্যগুলো!

কবিতা উপভোগ্য হয়েছে।
দারুণ!

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

রাতুল_শাহ বলেছেন: সুন্দর ++

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ লাগলো।
চতুর্থ ভাললাগা।
+++++

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০০

মুনসী১৬১২ বলেছেন: মোঃ সাইফুল ইসলাম সজীব ভাইয়ের কমেন্ট যথার্থ এই কবিতার জন্য

১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

সন্ধ্যায় দেয়ালে হেলান দিয়ে
পলেস্তারা ছুঁয়ে আছে দেহ
ফার্নের ডাল উড়ে যাচ্ছে
কুঁড়িহরিৎ প্রশাখা বুঁজিয়ে
পালক ঝরা স্টেশনে
যেখানে জ্যোৎস্নার মত স্ট্রিটলাইট দুগ্ধসাদা
ইস্তিরির জামায় আলুথালু
হয়ে যাচ্ছে।
সন্ধ্যায় একে একে খুলে যায় আকাশের চোখ
সন্ধ্যায় সমুদ্রের গেটে দারোয়ান,
সন্ধ্যায় প্রতিবেশীর ঘর থেকে আলগোছে নেমে গেছে ঘ্রাণ
আড়াই তলার বারান্দা গলিয়ে..
পুরোনো ধোঁয়াগুলো এক সাথে জমিয়ে
খসখসে কাগজের চোঙায় নিকোটিন ভরে
ধূমপায়ী মরা আগুন গিলে
ম্লান চোখে চেয়ে রয় একটানা

-
ড্রাফট ২.০

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: দেয়ালে হেলান দেয়া সন্ধ্যায়

সন্ধ্যায় প্রাচীন বাড়ির দেয়ালে হেলান দিয়ে
ঝুরঝুর পলেস্তার ছুঁয়ে আছে দেহ
উড়ে যায় ফার্ণের ডাল
কুঁড়িহরিৎ প্রশাখার মায়া ছেড়ে
যেন এক পালক ঝরা স্টেশন
যেখানে জ্যোৎস্নার মত ল্যাম্পপোস্টের দুগ্ধ সাদা
ইস্তিরির জামায় আলু থালু হয়ে যায়।
সন্ধ্যায় চোখ মেলে ঘুমন্ত প্রদীপ
সন্ধ্যায় ঘরে ফেরে পরিশ্রান্ত পথিক
কেবল সমুদ্রের গেটে দারোয়ান,
প্রতিবেশীর বাড়ি থেকে নেমে আসে ঘ্রাণ
আড়াই তলার বারান্দা গলিয়ে..
পুরনো ধোঁয়াগুলো এক সাথে জমিয়ে
খসখসে কাগজের চোঙায় নিকোটিন ভরে নিয়ে
ধূমপায়ী মরা আগুন গিলে
ম্লান চোখে চেয়ে রয় একটানা

-
ড্রাফট ৩.০

এই দুঃসাহস দেখালাম সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর কল্যাণে।

২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
ঘোর লাগা সন্ধ্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.