নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন আমি

অচেনা এই দুনিয়ায় অচেনা এক মানুষ আমি....

একজন আমি › বিস্তারিত পোস্টঃ

ভয়ে ভয়ে জান্তে চাইঃ কাউশিক সাহেব কি এখনো মডু আছেন??

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:০৩

মহামান্য মডুবর, ব্লগ দিবসের প্রাণপুরুষের এক বিতর্কিত সাম্প্রদায়িক পোস্টে প্রায় ১১ মাস আগে ইবলিস নামক শয়তানের প্ররোচনায় কমেন্ট করিয়া কেশবিহীন (আবালের আর ভাল কথ্যরূপ পাইলাম না বলিয়া দুঃখিত) সুলেমানি কমেন্ট ব্যান খাইয়াছি কোনরূপ নুটিশ ছাড়াই। অদ্যবধি আমার কমেন্ট ব্যান তোলা হয়নাই। ব্লগমাতার কাছে অনেকে আবেদন করিয়া অনেক কিছু পায় (অতীতে দেখিয়াছি)...এই ভরসায় ব্লগ মাতাকেও মেইল করিয়াছি কিন্তু ব্লগমাতা বিমাতা সূলভ আচরন করিয়া আমার কোন আবেদনই আমলে নেন নাই।

ইতোমধ্যে আরেকখান নিক খুলিয়াছি কিন্তু প্রথম প্রেমের ন্যায় প্রথম নিককে কোনমতেই ভুলিয়া থাকিতে পারিনা। তাই প্রয়াত লুলান শাহ এর মত করিয়া ব্লগমাতার কাছে অনুরোধ- আমার কমেন্ট ব্যান উঠায়া নেন নাইলে আমার ব্লগটাই ব্যান করিয়া দ্যান।

আশা করি এই পোস্টের কারনে কেউ মনঃক্ষুন্ন হইবেন না।



বিঃদ্রঃ ব্লগমাতার দিলে রহম না হওয়া পর্যন্ত এখন থেকে রিপোস্ট দিতেই থাকমু।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.