| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিশাদ
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
১.বৃষ্টির কাছেই চাইতে পারো জল,
আমার মতন সেও জানে
হৃদয় ভাঙার ছল।
২.আমি চিৎকার করে বলেছি
হয়ত তাও শুনেছ ভূল,
বৃষ্টি নয় ভালবাসি মেঘ
মিথ্যে নয় একচুল।
৩.সেদিন নাহয় বৃষ্টি ছিলো
মেঘবালিকার দৃষ্টি ছিলো-
ঝরায়েছিলো জল,
আজ সেখানে বৃষ্টি নেই
তোমার সেথায় দৃষ্টি নেই-
মোর চক্ষু ছলছল।
©somewhere in net ltd.