| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিশাদ
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
সকল লাজ ভুলে
আমার শরীর ছেড়ে দিলেম
তোমার শরীরে,
নিরাপদ আশ্রয় ভেবে চুমে দিলেম
পাহাড়, পর্বত, নদী,
ঠিক কিছুমুহুর্ত পরেই বাতাসে ভেসে এলো সাইরেন
আবহাওয়া অফিস থেকে জানানো
রিক্টার স্কেলে সাতমাত্রার ভূমিকম্পের
সম্ভাবনার সতর্কতা
আমার শরীরে বইয়ে দিয়ে গেল শীতল স্রোত।
ভিত খুব মজবুত নয় বলে
দুর্যোগের ভয়ে সরে গেলাম
আমার শেষ আশ্রয়স্থল হতে,
পরবর্তী রৌদ্রজ্জ্বল স্বাভাবিকতার প্রত্যাশায়।
©somewhere in net ltd.