| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিশাদ
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
ছলছল চোখে তোমায় দেখা হয়নি কখনো,
আমি ভাবি তোমার হয়ত ওই একটাই ঋতু।
ঠোটের তিলের পাশ বেয়ে
ঝরনার জল,
ব্যপারটাই অন্যরকম।
সামান্য সময়ে তোমাকে ভাবাটাই আমার জন্য একটি বিস্ময় ছিলো,
দুঃসাহসী আমি ভেদ করে গেছি অধিকারের মাত্রা।
ভেবেছি তোমায়
জন্মেছে অঙ্গীকার,
তোমার চোখেই প্রথম দেখা হোক আমার জলজ ঝর্না।
©somewhere in net ltd.