| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিশাদ
লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।
আমি চাই
যান্ত্রিকতার অবাধ্য শেকল ছিড়ে
নিরব কিংবা সরব
একটাই সপ্ন হবে তোমার এবং আমার।
আমি চাই
সচ্ছ জলের পেয়ালা হাতে
আমি যখন তোমার হাতে হাত ছোঁয়াব
সাতরঙে রাঙা হবে তোমার মন।
আমি চাই
রোজ নাহোক অন্তত এক বিকেলে
তোমার হাতে বেয়ে আমার খোঁপায় উঠুক
কাঁঠালি চাপার হাসি।
সত্যি বলছি,
আমি চাই
তালপাতার বসন ছেড়ে
আর একবার তুমি সংসারী হও।
©somewhere in net ltd.