নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনুষ্যত্বতেই যদি প্রশ্ন থাকে,তবে মানুষ হলাম কবে!

একজন নশ্বর

যতক্ষন খোলা আছে দুচোখ, বিদঘুটে চিন্তা গুলোও উন্মুক্ত হোক!! নশ্বর পৃথিবী, নশ্বর আমি, তবুও এতেই নিজেকে খুজে ফিরি....

একজন নশ্বর › বিস্তারিত পোস্টঃ

আজাইরা পেঁচাল!

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯


চাইছিনা আর মিনতি আমি, চাইছিনা আর ক্ষোভ।
চাইছিনা আর ভুল আমি চাইছিনা আর শোক।
আমি চাইছিনা আর ব্যানার ফেস্টুন,
চাইছিনা আর মানববন্ধন,
শুধু চাইছি কবে হবে ভুলের ই অবসান।

আমি চাইছিনা আর মৃত টোকাইয়ের লাশ নিয়ে নোংরামি,
আমি চাইছিনা আর টিভি screene নিন্দা জ্ঞাপনের হাস্যকর কাহিনী।

আমি চাইছিনা আর ভিত মায়ের বুকে নুতুন করে শূন্যতার বাস,
আমি চাইনা আর চাপিয়ে দেওয়া ভুলের ইতিহাস!!

আমি চাইনা আর ধর্মের নামে নোংরা অশ্লীলতার মিথ্যে ছাউনি,
আমার চোখ আর পারেনা সইতে শাপলা মোরের কাহিনীই।

আমি চাইছিনা আর ভিত মায়ের বুকে নুতুন করে শূন্যতার বাস,
আমি চাইনা আর চাপিয়ে দেওয়া ভুলের ইতিহাস!!

আমি চাইনা আর ধর্মের নামে নোংরা অশ্লীলতার মিথ্যে ছাউনি,
আমার চোখ আর পারেনা সইতে শাপলা মোরের কাহিনীই।

আমি চাইছিনা আর তোমার ঘৃনার আমার দগ্ধ্‌ পোড়া মুখ,
আমি চাইনা আর গনতন্ত্র নামে স্বৈরাচারের মিথ্যা প্রলেপের সুখ।

আমি চাইনা আর কাঁটাতারে ফেলানির লাশ!
অজস্র পোরা শ্রমিকের বেদনা যেন আজ গা সয়ে যাওয়া হা-হুতাশ,

আমি চাইছিনা আর মাথাপিছু আর জিডিপির রূপকথার বয়ান,
আমি চাইনা কচি শিশুর শুন্য পেট আর ক্ষুধা ত্রাসের গান..

আমি চাইনা বক্তৃতা আর বিবৃতিতে দেশ উদ্ধারের গল্পও,,
আমি চাঁই জানতে প্রয়োজনে কার হাত তুলে নেয় সংগ্রামী অস্ত্র,

কবি কবি ভেবে যে পালায় রনাংগনে,
সুশীলের মায়রে বাপ আসলে কোন খানে

প্রতিশোধ আর প্রতিবাদের উত্তাল রাজপথে, আমার ছায়া থকবেই সবসময়
সত্যের জয়রথে,..

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:০১

কালনী নদী বলেছেন: অসাধারন কবিতা, বিপ্লবের গন্ধে ভরপুর।
কবি কবি ভেবে যে পালায় রনাংগনে,
সুশীলের মায়রে বাপ আসলে কোন খানে

এই কবিতা সংগ্রহে গেল ভাই- শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.