![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন পূর্বে একটি ট্রেডমিল কিনেছিলাম। ১০,৮০০ টাকা দিয়ে। ম্যানুয়াল ট্রেডমিল।
যারা ব্যবহার করেন, তারা নিশ্চয়ই জানেন এটাতে দৌড়াতে অনেক কষ্ট। আমি ১০ মিনিটের বেশি একটানা দৌড়াতে পারি না। সমস্যা এটা নয়। সমস্যা হল, দৌড়ানোর পর এত বেশি হাপিয়ে যাই আর হার্টবিট এত বেড়ে যায়, মনে হয় যেন প্রাণটা চলে গেল বুঝি। ক্যালরি কতটুকু বার্ন হচ্ছে সেটা জানি না তবে প্রচুর ঘামি।
এখন আমার প্রশ্ন হল, এইভাবে ম্যানুয়ালি ট্রেডমিলে দৌড়ালে শরীরের কি কোন নেগেটিভ ইফেক্ট আছে ? এই প্রশ্ন করার কারন, এটা করার সময় হাটুতে প্রচন্ড টান পড়ে। হার্টবিট প্রচন্ড বেড়ে যায়। এগুলো কি দীর্ঘমেয়াদী কোণ সমস্যার সৃষ্টি করতে পারে ?
আশা করছি, যারা এই বিষয়গুলোতে এক্সপার্ট/জ্ঞান রাখেন, তারা আমাকে পরামর্শ/মতামত জানিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে।
২| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ১:০৯
অপ্রিয় বলেছেন: এটা করার আগে অবশ্যই আপনাকে আপনার হার্টের কন্ডিশন/রক্তচাপ সম্পর্কে নিশ্চিত হতে হবে। একজন ডাক্তারের সাথ পরামর্শ করে নিন। ডাক্তার আপনাকে স্ট্রেস টেষ্ট পরীক্ষা দেবে সেখানে ট্রেডমিলে দৌড়ানো অবস্থায়ই আপনার নানা পরীক্ষা করা হবে।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১২ রাত ১:০০
েমা আশরাফুল আলম বলেছেন: এনডুরেন্স এক্সারসাইজ মেদ কমাতে খুবই ফলপ্রসু একটা উপায়। আপনি যেহেতু ম্যানুয়াল ইউজ করেন দৌরানোর জন্য, কাজেই ধরে নিচ্ছি বেগ নিয়ন্ত্রন করতে পারেন না, এটা দরকার, দৌড়ানো দরকার ধিরে ধিরে (৫কিমি/আওয়ার দিয়ে শুরু)। আর এটা হতে হবে প্রথমে কম সময় আর পরে ধিরে ধিরে সময় বাড়াতে হবে। আরও জানতে
Click This Link
Click This Link