নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বিষাদ হোক পাখি।

একলা ফড়িং

যে মেয়ে দুচোখে আকাশ ভরে রাখে, যার গায়ে এতো মেঘজামা তাকে তুমি কি রঙ শেখাবে? তাকে তুমি কি নদী বোঝাবে?

একলা ফড়িং › বিস্তারিত পোস্টঃ

অবশেষে.....!!! :!> :!> :!> !:#P !:#P :D

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

দীর্ঘ নয়মাস প্রতীক্ষার পর অবশেষে সামু আমাকে একজন নিরাপদ ব্লগার হিসেবে ঘোষণা দিয়েছে! !:#P !:#P এতদিন ধরে কেন অনিরাপদ মনে করে আমাকে সন্দেহের আওতায় রেখেছিল কে জানে!! :(( :(( আমি তো ভাবতে শুরু করেছিলাম আমাকে কোনদিনই জেনারেল বা সেফ করা হবে না! মাঝে হতাশ হয়ে ব্লগে আসাও ছেড়ে দিয়েছিলাম! :| :|



তাদের প্রতি আমি কৃতজ্ঞ যারা এতদিন ধরে সাপোর্ট দিয়ে এসেছেন। আমার ব্লগ ভিজিট করে, মন্তব্য করে উৎসাহ দিয়েছেন। প্রায়ই ভাবি ধুর আমাকে দিয়ে এসব লেখালেখি হবে না। কিন্তু তাদের উৎসাহেই আবার লেখার কথা ভাবি।



আশা করছি ব্লগে পথচলা সুন্দর হবে, সবাইকে ধন্যবাদ :) :) :)





মন্তব্য ৮৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওয়েলকাম।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

একলা ফড়িং বলেছেন: ধন্যবাদ :) :)

২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮

ইমরাজ কবির মুন বলেছেন:
অভিনন্দন একলা ॥ :)

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

একলা ফড়িং বলেছেন: ধন্যবাদ মুন :) :)

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

বোকার হদ্দ বলেছেন: এই বার কোপায়া ব্লগিং করুন। :#)

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

একলা ফড়িং বলেছেন: আচ্ছা! কুড়াল নিয়ে কোপানি শুরু করি :#)

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫

সুমন কর বলেছেন: হ্যাপি ব্লগিং............ !:#P !:#P

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

একলা ফড়িং বলেছেন: অনেক ধন্যবাদ !:#P !:#P

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

কসমিক- ট্রাভেলার বলেছেন:





অভিনন্দন আপনাকে।
ইতিবাচকতার চর্চা আপনাকে এগিয়ে নিয়ে যাক আরো একধাপ।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

একলা ফড়িং বলেছেন: আমিও তাই আশা করছি।


ভালো থাকবেন, ধন্যবাদ।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
হুঁশিয়ারি কাব্যটা মজার হৈসে !

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

একলা ফড়িং বলেছেন: হবেই! আমি তো কচি খুকি না B-) :P =p~


ভালো থাকবেন :)

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: Welcome to blogging.

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

একলা ফড়িং বলেছেন: ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন :)

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

রায়ান ঋদ্ধ বলেছেন: সামুতে নিরাপদ হওয়া তো দেখি নবজাতকেরআগমন থেকে কম কিছু না।

শুভকামনা রইলো। :)

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১

একলা ফড়িং বলেছেন: হুম, আমিও তাই ভাবছিলাম! :P


আপনার জন্যও শুভকামনা, ভালো থাকবেন :)

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

মশিকুর বলেছেন:
একলা জিনিসকে সামু নিরাপদ ভাবে না সেটা ফরিংই হোক আর যাই হোক।

শুভকামনা।।

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬

একলা ফড়িং বলেছেন: তাহলে কি দোকলা হতে হবে!??


ভালো থাকবেন, ধন্যবাদ :)

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২

বাঁশ আর বাঁশ বলেছেন: আমি যে কবে হমু।।।।

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

একলা ফড়িং বলেছেন: সেফ আর জেনারেলের পার্থক্য কি? প্রথম পাতায় লেখা প্রকাশ হওয়া? আপনি তো তবু মন্তব্য করতে পারতেছেন! আমি তো তাও পারতাম না :((

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮

বেকার সব ০০৭ বলেছেন: নয় মা........................................স সেরেছে, আমি ৮ মাস ছিলাম

হ্যাপি ব্লগিং! অভিনন্দন আপনাকে

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪০

একলা ফড়িং বলেছেন: হুম পুরো নয় মা.............স, দুই সপ্তা............হ!


আপনি তো দেখছি আমার কাছে লোক :P


ধন্যবাদ, শুভকামনা :)

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

সীমাহীন ভালবাসা বলেছেন: আমি ৩ মাস পর অনুমতি পাইছি কিছু দিন আগে

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

একলা ফড়িং বলেছেন: অনেক জলদিই পাইছেন বলা যায়, আমার হিসাবে!

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা! হ্যাপি ব্লগিং!

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

একলা ফড়িং বলেছেন: ধন্যবাদ মামুন ভাই! ভালো থাকবেন!

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

অদ্বিতীয়া আমি বলেছেন: আমিও নয় মাস ওয়াচে ছিলাম ,

ওয়েলকাম , হ্যাপি ব্লগিং

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

একলা ফড়িং বলেছেন: চিমটি!!! :P


অনেক ধন্যবাদ অদ্বিতীয়া আপু, শুভকামনা!

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

ড. জেকিল বলেছেন: এতোদিন কেমন করে ধৈর্য ধরে বসেছিলেন ?


আমার পোড়া কপাল, ধৈর্যের পরীক্ষা দিতে পারিনাই :P :P

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

একলা ফড়িং বলেছেন: বসে থাকতে থাকতে ঘুমাই গেছিলাম! |-) |-)


আহারে! আপনার মতো পোড়া কপাল যদি আমারও হইত :((


ভালো থাকবেন :)

১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

শুঁটকি মাছ বলেছেন: এখন ধুমায়ে ব্লগিং কর আপু!!!!!!!!!!!! !:#P !:#P !:#P

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কু ড্রাই ফিশ!! বিল্লিটা অনেক কিউট!!! :) !:#P !:#P

১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

জানা বলেছেন:

অবশেষে ফড়িং আর 'একলা' রইলো না। সাথে যুক্ত হলো ১,৬২০০০ (এক লক্ষ বাষট্টি হাজার ব্লগার) !:#P । অভিনন্দন ফড়িং :)



১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১

একলা ফড়িং বলেছেন: জানা আপুউউ, আমার ব্লগে আপনাকে দেখে তো সেইরকম খুশি হয়ে গেলাম! :D :D

অনেক ধন্যবাদ :) :)

১৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: B-)) আমি ৪ মাস পরেই সেফ হইছিলাম।


অভিনন্দন! !:#P !:#P !:#P !:#P

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

একলা ফড়িং বলেছেন: ৯ মাস :(( :((


ধন্যবাদ :)

ভালো থাকবেন !:#P !:#P

১৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

মহামহোপাধ্যায় বলেছেন: আজ ফড়িঙয়ের মন ভালো নেই। নিরাপদ ব্লগার হয়েও মন ভাল হয় নাই? :( :(




হ্যাপি ব্লগিং :)

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯

একলা ফড়িং বলেছেন: নাহ এখন মন ভালো আছে :) :)


আমার ব্লগে স্বাগতম !:#P !:#P


ভালো থাকবেন :)

২০| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

বেঈমান আমি. বলেছেন: ওয়েলখাম B-)

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কু B-)

শুভকামনা :)

২১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা , হ্যাপি ব্লগিং !

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

একলা ফড়িং বলেছেন: ধন্যবাদ!

আপনাকেও শুভেচ্ছা!

ভালো থাকবেন :)

২২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ওলেকাম এন্ড হ্যাপী ব্লগিং ।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

একলা ফড়িং বলেছেন: আমার ব্লগে স্বাগতম সেলিম ভাই!

ভালো থাকবেন, ধন্যবাদ :)

২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

ইখতামিন বলেছেন:
স্বাগতম। শুভকামনা।
শুরু হোক সুন্দর পথচলা :)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫

একলা ফড়িং বলেছেন: আপনারা সাথে থাকলেই পথচলা সুন্দর হবে!

ধন্যবাদ, ভালো থাকবেন :)

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

আমিনুর রহমান বলেছেন:




শুভেচ্ছা , হ্যাপি ব্লগিং !

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২

একলা ফড়িং বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)


আপনাকেও শুভেচ্ছা, ভালো থাকবেন!

২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আশা করি আপনি নিয়মিত লিখবেন। :)

১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

একলা ফড়িং বলেছেন: ধন্যবাদ ভাইয়া।


চেষ্টা করব ভালো কিছু লিখতে এবং সামু ব্লগ পরিবারের একজন নিয়মিত সদস্য হতে :#>


ভালো থাকবেন :)

২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫

শায়মা বলেছেন: তোমার নিক অনেক সুন্দর আপুনি!!!!!!!!!!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪

একলা ফড়িং বলেছেন: শায়মাপিইইইই, তোমাকে আমার ব্লগে পেয়ে এত্তগুলাআআআ খুশিইইই হলাম!!! তোমার রান্না বান্না , গ্লাস পেইন্টিং, কবিতা সবকিছু এতো সুন্দর! তোমার ব্লগে অনেক ঘুরেছি কিন্তু কমেন্ট করতে পারিনি এতদিন :( তোমার গ্লাস পেইন্টিঙের পোস্ট দেখে আমিও কিছু পেইন্টিং করেছিলাম!! তোমাকে ছবি দেখাব একসময় :)

অনেক অনেক ভালো থেক আপিইইই :) :)

২৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

অস্পিসাস প্রেইস বলেছেন:

"অতোটুকু চায়নি বালিকা...
অত শোভা, অত স্বাধীনতা,
চেয়েছিল আরো কিছু কম..."

নাইস! ব্লগে স্বাগতম আপুনি!

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

একলা ফড়িং বলেছেন: খুব প্রিয় একটা কবিতা! :)

আপনাকে আমার ব্লগে স্বাগতম!

ভালো থাকবেন, অনেক ধন্যবাদ :)

২৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অভিনন্দন।
এতোদিন পর হলেও মড়ুদের চোখ গেলো।
এবার ব্লগ মাতিয়ে রাখুন দারুন সব লেখায়।

হ্যাপি ব্লগিং!

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

একলা ফড়িং বলেছেন: হুম! :( তবে একটু দেরীতে হলেও অবশেষে তাদের চোখে যে পড়েছি এটাই বড় কথা :)

চেষ্টা করব ভালো কিছু লিখে যেতে, কতোটা পারব জানিনা!

ভালো থাকবেন ভাইয়া, অনেক ধন্যবাদ :)

২৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: হ্যালু।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭

একলা ফড়িং বলেছেন: হাইইই!




রুয়েটিয়ান ভয় পাই :| :|




৩০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ভয় পান কেন?

ড্রাকুলা, শামিম ওসমান, তেলাপোকা কেউই তো আমাদের প্রজাতিভুক্ত না।

অগ্রণী কলেজের পুলাপানও আমাদের দেইখা ভয় পায় না। :-<

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

একলা ফড়িং বলেছেন: কোন এক তিক্ত ঘটনার কথা মনে পড়ে যায় যার কারণ ছিল জনৈক রুয়েটিয়ান!! :| :| :(




৩১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৫

বেঈমান আমি. বলেছেন: ;)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

একলা ফড়িং বলেছেন: চোখে কি হইলো আপনার!? :-* B:-/

৩২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১

সাদাসিধা মানুষ বলেছেন: আপনাকে দিয়েই লেখালেখি হবে ;) আশায় রইলাম :)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২০

একলা ফড়িং বলেছেন: হলে তো ভালোই B-) আমি আবার আশায় থাকা কাউকে সহজে নিরাশ করি না ;) ধন্যবাদ :)

৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

ইখতামিন বলেছেন:
হ্যাপি নিউ ইয়ার :)

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০২

একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কু! B-) B-) হ্যাপি নিউ ইয়ার!! !:#P !:#P

৩৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১০

মিজভী বাপ্পা বলেছেন: সুস্বাগতম+হ্যাপি নয়া ইয়ার B-)

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০

একলা ফড়িং বলেছেন: আপনাকেও আমার ব্লগে সুস্বাগতম! সাথে হ্যাপি নিউ নিয়ার B-) B-) ভালো থাকবেন :) :)

৩৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

লেখোয়াড় বলেছেন:
নিরাপদ হয়ে কি পোস্ট দেয়া বন্ধ হয়ে গেল?
নতুন পোস্ট কই?

শুভেচ্ছা।

০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯

একলা ফড়িং বলেছেন: আমার ব্লগে স্বাগতম :) নতুন পোস্ট আপাতত প্রক্রিয়াধীন আছে! আসবে খুব জলদিই ;) শুভকামনা :) :)

৩৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

শ্রাবণ জল বলেছেন: অভিনন্দন!

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪

একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কিউ আপু!! প্রো পিকের এইটা কি তুমিইইই?? :) :)

৩৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭

শ্রাবণ জল বলেছেন: হ্যাঁ!! 8-|

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭

একলা ফড়িং বলেছেন: কপালে লালের টিপ, ঠোঁটে রোদভাঙা হাসি
শ্রাবণের জল চোখে হৃদয়ে বিষণ্ণ স্বপ্ন আঁকে
কোন সে ছায়াময়ী!!

৩৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি আর পোষ্ট দেন না কেন?

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩

একলা ফড়িং বলেছেন: কিছুটা ব্যস্ততা আর কিছুটা আলসেমি মিলে নতুন কিছু লেখা হচ্ছে না :( তবে আপাতত একটা রেডিমেড পোস্ট দিয়ে দিব ভাবছি! দেখি আজকেই পারি কিনা !:#P


লেট হ্যাপি নিউ ইয়ার, স্বর্ণা! :)

৩৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

আদম_ বলেছেন: আর আমাকে করেছে উল্টা। কিছু নিরাপদ থাকার পর আমাকে অনিরাপদ (জেনারেল) ঘোষণা করেছে। বেশ কিছুদিন তো লগইনই করতে পারলাম না। গতকাল থেকে লগইন করতে পারছি তবে সামুর আরোপ করা শর্তস্বরুপ আমার অতি প্রিয় পাসওয়ার্ড টি বদলাতে হয়েছে।

নিরাপদ হতে চাইনা, সামু আমার পুরান পাসওয়ার্ড ফিরায়া দে....................

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪

একলা ফড়িং বলেছেন: লগ ইন সমস্যা তো অতি পুরান কাহিনী! মাঝে মাঝেই দুই তিনদিন ধরে লগ ইন করতেই পারিনা! :| গত সপ্তাহেও এমন হইছিল! পাসওয়ার্ড চেঞ্জ করে তারপর ঢুকতে পারলাম! X( এই নিয়ে তিনবার পাস চেঞ্জ করলাম :((

৪০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩

মোঃ আনারুল ইসলাম বলেছেন: Happy New Year 2014 আপু

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কিউ :) আপনাকেও হ্যাপি নিউ ইয়ার :)

৪১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮

আদম_ বলেছেন: অতোটুকু চায়নি বালিকা...
অত শোভা, অত স্বাধীনতা,
চেয়েছিল আরো কিছু কম..

এটাও খুব সুন্দর।

বালিকা তো সেফ হতে চায়নি, চেয়েছিল আরো কিছু কম.., তাইতো সে এত দিন জেনারেল ছিলো।
সামু কে একটু বলেন না ভাই আমার পুরান পাসওয়ার্ড ফিরিয়ে দিতে :(( :(( :(( :((

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

একলা ফড়িং বলেছেন: আগে তো বুঝিনাই! তাইলে লেখাটা পাল্টাই দিতাম! পুরান পাস দিয়া কি করবেন? নতুন বছরে নতুন পাসই তো ভালো ;) :)

৪২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৩

মামুন হতভাগা বলেছেন: অভিনন্দন

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

একলা ফড়িং বলেছেন: ধন্যবাদ :)

ভালো থাকেবন :)

৪৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

নীল ভোমরা বলেছেন: হ্যাপি ব্লগিং!

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

একলা ফড়িং বলেছেন: অনেক ধন্যবাদ :) শুভকামনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.