![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে মেয়ে দুচোখে আকাশ ভরে রাখে, যার গায়ে এতো মেঘজামা তাকে তুমি কি রঙ শেখাবে? তাকে তুমি কি নদী বোঝাবে?
১.
গোলাপ হাতে প্রপোজ করো
সাহস তোমার মন্দ না!
নাই যে তোমার টাকা কড়ি
বাপের দামী গাড়ি বাড়ি,
সে সব খবর জানি আমি
আমি তো আর অন্ধ না!!
২.
অন্য কাউকে করলে বিয়ে
তোর চুল টেনে সব ছিঁড়ে দেব!
মনে রাখিস স্বপ্ন দেখি
আমিই যে তোর বউ হব :#> :#>
৩.
পি এ তোমার সুন্দরী খুব
তার প্রেমে তাই দিয়েছ ডুব
ভাবছ কিছু বুঝি না?
যত বোকা আমায় ভাব
ভালো করে শুনে রাখ
আমি কচি খুকি না!
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কু হামা ভাইয়া
২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
টুম্পা মনি বলেছেন: হাহাহা মচতকার। সরি চমৎকার। অনেক ভালো লাগল।
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪
একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কু টুম্পা মনি
প্রো পিকের পিচ্চিটা অনেক কিউট
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭
মামুন রশিদ বলেছেন: ভালোই !
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭
একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কস
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২
অদ্ভুত_আমি বলেছেন: সুন্দর
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৯
একলা ফড়িং বলেছেন: কেমন সুন্দর?
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫
বেঈমান আমি. বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০
একলা ফড়িং বলেছেন:
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪
সাদাসিধা মানুষ বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৫
একলা ফড়িং বলেছেন:
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬
সুমন কর বলেছেন: মজা পাইলাম।
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬
একলা ফড়িং বলেছেন: মজা দিতে পেরে খুশি হইলাম।
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩
বেলা শেষে বলেছেন: yes i like it to much- please write more.....
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯
একলা ফড়িং বলেছেন: বাহ! ফুলেল শুভেচ্ছা! থ্যাঙ্কিউ
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯
একজন ঘূণপোকা বলেছেন:
মজার তো
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১০
একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কু ঘূণপোকা ভাই
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১
মাহমুদ০০৭ বলেছেন: মজা পেলাম ।
২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮
একলা ফড়িং বলেছেন: মজা দিতে পেরে খুশি হলাম!
১১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর তিনটাই।
মজা পেলাম খুব।
২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০
একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কিউ দূর্জয় ভাই ভালো থাকবেন।
১২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, এ ধরণের ছড়া পড়তে আমার খুবি মজা লাগে !
২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১
একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কুস! আমারও লিখতে মজা লাগে!
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: পুরাই খায়লালামু টাইপের
২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩
একলা ফড়িং বলেছেন: হুম! পুরাই বেশি তেড়িবেড়ি করলে এক্কেরে খায়াইলামু
১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
খেয়া ঘাট বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪
একলা ফড়িং বলেছেন:
১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮
একলা ফড়িং বলেছেন:
১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১
ইখতামিন বলেছেন:
মজার কাব্য।
গোলাপ হাতে প্রপোজ করো
সাহস তোমার মন্দ না!
নাই যে তোমার টাকা কড়ি
বাপের দামী গাড়ি বাড়ি,
সে সব খবর জানি আমি
আমি তো আর অন্ধ না!!
এইটার কি কোনও বাস্তবতা আছে?
২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
একলা ফড়িং বলেছেন: নাহ কোন বাস্তবতা নাই কেউ গোলাপ হাতে প্রপোজ করে নাই কোনদিন
করলে তো কোনকিছু না ভেবেই সাথে সাথে রাজী হয়ে যাইতাম! আমি আবার কাউকে না করতে পারি না
১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২
ইখতামিন বলেছেন:
সুন্দর ছন্দ মিল
২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কুস!
১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
ইখতামিন বলেছেন:
আমাদের গ্রামের বাড়ীতে একটা শব্দ আছে- "বেঢক" (অসুন্দর)
আপনার কি কোনও "ঢক" (সৌন্দর্য) নেই?
বিশ্বাস হলো না।
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৫
একলা ফড়িং বলেছেন: নাহ নাই
বিশ্বাস করেন সত্যি কথা
১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৩
ইখতামিন বলেছেন:
হাহাহাহাহ....
আমি সহজেই বিশ্বাস করি। তাই করলাম। আর কেউ কিন্তু বিশ্বাস করবেনা..
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৭
একলা ফড়িং বলেছেন: আমি আবার সত্যবাদী মানুষ, সুতরাং আমার কথা সবাই ই বিশ্বাস করবে
২০| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২
ইখতামিন বলেছেন:
ভালো.. ভালো...
২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭
একলা ফড়িং বলেছেন: শুধু ভালো না ম্যালা ভালো
২১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯
ইখতামিন বলেছেন:
ওহ.. তখন বুঝিনাই
২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০
একলা ফড়িং বলেছেন: এখন বুঝছেন তো
২২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩
ইখতামিন বলেছেন:
ম্যালা ভালো বলেই তো কার যেনো চুল টেনে ছিঁড়ে ফেলবেন বললেন...
২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০
একলা ফড়িং বলেছেন: আরে ভালোবেসেই তো ছিঁড়ব :#> আমাকে রেখে অন্যদিকে চোখ দিলে কি এমনি এমনি ছেড়ে দিব নাকি
২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬
ভিটামিন সি বলেছেন: ২ নম্বরটা আউজ পর্যন্ত কেউই আমারে কইল না।
২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩
একলা ফড়িং বলেছেন: আমিও তো দুই নাম্বারটা বলার মতো কাউকে খুঁজে পেলাম না এখনো
২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২
ভিটামিন সি বলেছেন: আহুইন তাইলে দুই বিলাই গলায় গলা মিলায়া বলি, "মিয়াও"।
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬
একলা ফড়িং বলেছেন: ভুল জায়গায় নক করছেন! আমি বিলাই না, আমি হালুম
২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯
ভিটামিন সি বলেছেন: আগে সবাই ইরাম ই কয়। পরে বিলাই এর মতো জোড়া বাইন্ধা ঘুরে।
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩
একলা ফড়িং বলেছেন: তাই নাকি! বিলাই হইলেও সুন্দরবনের পাশেই তো বাড়ি, বাঘের চেয়েই বা কম কিসে
২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭
ইখতামিন বলেছেন:
পোস্ট টা আসলে মূল বিষয়বস্তু থেকে ছিঁটকে আড্ডার দিকে চলে গেছে।
আর আপনার মাথার উপরে কী যেনো একটা ঝুলছে। ভয়ংকর কিছু কি?
তাকিয়ে দেখুন তো...
:-& :-&
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫
একলা ফড়িং বলেছেন: ইখতামিন
ভয় দেন ক্যান
বাসায় আমি একা এখন
২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬
ভিটামিন সি বলেছেন: ডরাইছি.....
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬
একলা ফড়িং বলেছেন: ইখতামিনের ফাঁসি চাই!!
২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫
ইখতামিন বলেছেন:
হাহাহা
আপনি এতো ভীতু, তা আমার কল্পনাতেও ছিলো না।
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯
একলা ফড়িং বলেছেন: আপনার মনে হয় মেলা সাহস
২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬
উদাস কিশোর বলেছেন: মজা পেলুম
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪
একলা ফড়িং বলেছেন: ত্থ্যাঙ্কু কিন্তু এতো উদাস কেন?
৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২
উদাস কিশোর বলেছেন: আপনাদের প্রকৃতী চায়নি এই কিশোর ছেলেটি চন্চল হোক
২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
একলা ফড়িং বলেছেন: আহা তাই নাকি সবাইকে চঞ্চল হতে হবে এমন কোন কথা নেই, আমিও কিন্তু অনেক উদাস প্রকৃতির!
৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
ইখতামিন বলেছেন:
তাহলে এই পোস্ট টা দেখেন...
নইলে এইখানে পড়ে যাবেন,
২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
একলা ফড়িং বলেছেন: আপনি তো লোক মোটেই সুবিধার না তার চেয়ে ভালো আমি এই গর্তেই ঝাপ দিব
৩২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৬
ইখতামিন বলেছেন:
সাহস থাকলে ঝাঁপ দেন তো...
২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩
একলা ফড়িং বলেছেন: সত্যি সত্যি দিলাম কিন্তু শেষে কিন্তু আপনি ফেঁসে যাবেন!
৩৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫১
ইখতামিন বলেছেন:
আমি ফাঁসবো কেন? আপনার শখ হলে আপনি ঝাঁপ দেবেন
২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১১
একলা ফড়িং বলেছেন: আপনার কারণে ঝাপ দিয়েছি, ব্লগবাসি সাক্ষী থাকবে ধরে নিয়ে ঝুলিয়ে দেবে!
৩৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫১
ইখতামিন বলেছেন:
হারাবো বলে পা টিপে রোদে গেলেই.. গোটা শহর, বাতি জ্বেলে সতর্ক। পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি...
আপনি সেই জায়গাও খুঁজে পাবেন না
২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩
একলা ফড়িং বলেছেন: জায়গা পাচ্ছি না বলেই এখনো আছি, পাইলে তো কবেই ফুরুৎ হয়ে যেতাম
৩৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩
ইখতামিন বলেছেন:
লেখক বলেছেন: জায়গা পাচ্ছি না বলেই এখনো আছি, পাইলে তো কবেই ফুরুৎ হয়ে যেতাম
তার মানে আপনার কপালে ঝাঁপ দেওয়া নাই। ঝাঁপ দিলেও পঙ্গু হয়ে বেঁচে থাকতে হবে।
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮
একলা ফড়িং বলেছেন: আজব কথা ঝাপ দিলে তো মরেই গেলাম। মরতে তো চাইনি, হারিয়ে যেতে চাই শুধু সবার কাছ থেকে
৩৬| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৪
ড. জেকিল বলেছেন: মজার হয়েছে
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৮
একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কিউ ডক্টর ভালো থাকবেন
৩৭| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:০২
বেঈমান আমি. বলেছেন:
২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০
একলা ফড়িং বলেছেন: কি হৈলো ব্রো? রাগ করেন ক্যান?
৩৮| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫
ইখতামিন বলেছেন:
লেখক বলেছেন: আপনি তো লোক মোটেই সুবিধার না তার চেয়ে ভালো আমি এই গর্তেই ঝাপ দিব
লেখক বলেছেন: সত্যি সত্যি দিলাম কিন্তু শেষে কিন্তু আপনি ফেঁসে যাবেন!
লেখক বলেছেন: আপনার কারণে ঝাপ দিয়েছি, ব্লগবাসি সাক্ষী থাকবে ধরে নিয়ে ঝুলিয়ে দেবে!
লেখক বলেছেন: আজব কথা ঝাপ দিলে তো মরেই গেলাম। মরতে তো চাইনি, হারিয়ে যেতে চাই শুধু সবার কাছ থেকে
------------------------
থাক... আপনে ঝাঁপ দেন আর না দেন, আমার কিচ্চু বলার নাই। ব্লগবাসী সাক্ষী থাকুক আর না থাকুক.. আপনার কথায় চরম বিনুদিত হইলাম
হিহিহহি... ি
২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২
একলা ফড়িং বলেছেন: এতো বিনোদিত হওয়ার কি হৈলো??
৩৯| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪
ইখতামিন বলেছেন:
এইটা আমার ট্রেডমার্ক ইমো..
২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪
একলা ফড়িং বলেছেন:
৪০| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬
ইখতামিন বলেছেন:
কিচু হয় নাইক্যা.. আমি বাইচ্যা গেচি..
২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০
একলা ফড়িং বলেছেন: আচ্ছা এইবারের মতন বাইচ্চা গেলেন
৪১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
মশিকুর বলেছেন:
খুবই রোমান্টিক হইছে
২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২
একলা ফড়িং বলেছেন: ডাকাতিয়া টাইপ রোমান্টিক
ধন্যবাদ ভাইয়া
৪২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
বেঈমান আমি. বলেছেন:
২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
একলা ফড়িং বলেছেন:
৪৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
বেঈমান আমি. বলেছেন: এই একটা ইমোতে কত মিনিং ইউ হ্যাভ নো আইডিয়া
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪
একলা ফড়িং বলেছেন: আমি ছোট মানুষ! অনেক কিছু বুঝিনা তাই আইডিয়াও কম
তাই ইমোর সাথে সাথে ব্যাখ্যাও আবশ্যক
৪৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬
বেঈমান আমি. বলেছেন: তুমি ছোট মানুষ?হাই স্কুলে পড় নাকি প্রাইমারিতে?
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
একলা ফড়িং বলেছেন: ব্লগে এখনো প্রাইমারিতেই আছি এইতো থ্রি তে উঠলাম এইবার!
৪৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১
সেলিম আনোয়ার বলেছেন: চমৎতাকার।
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬
একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কিউ সেলিম ভাইয়া
৪৬| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১১
নীল ভোমরা বলেছেন: মন্দনা!....
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮
একলা ফড়িং বলেছেন: মিষ্টি প্রেমের ছন্দ না?
তাই তো বেশি মন্দ না!
৪৭| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০
বেঈমান আমি. বলেছেন: থ্রিতে পড়ে এত সুন্দর কাব্য লিখছো?
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২
একলা ফড়িং বলেছেন: নাহ কবিতাগুলো সামুতে ভর্তি হওয়ার আগেই লিখেছি
৪৮| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
সায়েদা সোহেলী বলেছেন: এইইইই. পিচ্চিপাচ্চারা ঝগড়া করে না
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩
একলা ফড়িং বলেছেন: সোহেলী আপু কেমন আছো? আমি কিন্তু ঝগড়া করিনা, অনেক লক্ষ্মী মেয়ে :!>
৪৯| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১
সায়েদা সোহেলী বলেছেন: ওহ তাই বুছি !! ।সবাই তোমায় বিরক্ত করে আর তুমি সুইট করে ঝারি দাও
এই তো আপি ভালো আছি
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১
একলা ফড়িং বলেছেন: আচ্ছা ঝাড়ি দিয়ে দিব এবার থেকে ভালো থেক আপি অনেক
৫০| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৫
ইমরাজ কবির মুন বলেছেন:
আচ্ছা আমি ১০০ করে দিলাম !
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২
একলা ফড়িং বলেছেন: আপনি ৯৯ করছেন ১০০ তো আমি করলাম!
৫১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩
বেঈমান আমি. বলেছেন: কেটা কারে পিচ্ছি কয়?
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬
একলা ফড়িং বলেছেন: আপনি কোন ক্লাসে পড়েন সেইটা তো কইলেন না!
৫২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৮
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ছড়া পড়ার পড় ফিকফিক করে হাস্তেছি
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০২
একলা ফড়িং বলেছেন: কারো মুখে হাসি ফুটাতে পেরে আমিও অনেক খুশি
তিতির নামটা অনেক পছন্দ হইছে
৫৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১
বেঈমান আমি. বলেছেন: আমিতো সব ক্লাস শেষ করে ফেলছি কবেই
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৯
একলা ফড়িং বলেছেন: সালাম আপনারে! গুরু মানুষ পড়া বুঝতে সমস্যা হইলে আপনার কাছে আসুমনে
৫৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২
ইখতামিন বলেছেন:
লেখক বলেছেন: আচ্ছা এইবারের মতন বাইচ্চা গেলেন
খুশি হইলাম।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১০
একলা ফড়িং বলেছেন: আপনার খুশি দেখে আমিও খুশি হইলাম!
৫৫| ৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩
বেলা শেষে বলেছেন: hey Apumoni, i feel your তিনখানা রোমান্টিক(!!!) পিচ্চি কাব্য is talking about our brain...it is very beautiful, with Feelings...
we are waiting for big one....Long one....
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪
একলা ফড়িং বলেছেন: অনেক ধন্যবাদ বেলা শেষে কেমন আছেন? ওয়েটিং ফর বিগ ওয়ান! এই লিখতেই তো কীবোর্ড ভাঙার দশা!
৫৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩২
ইখতামিন বলেছেন:
কেন?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮
একলা ফড়িং বলেছেন: আশেপাশের মানুষজনকে খুশি দেখতে ভাল্লাগে তাই
৫৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬
ইখতামিন বলেছেন:
এইটা কিছু হইলো?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬
একলা ফড়িং বলেছেন: হৈলো না?
৫৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫
ইখতামিন বলেছেন:
আইচ্ছা... হৈলো.. ..
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৯
একলা ফড়িং বলেছেন:
৫৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০
ইমরাজ কবির মুন বলেছেন:
জুলি জুলি !
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
একলা ফড়িং বলেছেন: তুহি তো মেরি জান হ্যায়
জুলি জুলি
৬০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫
ইখতামিন বলেছেন:
@ইমরাজ কবির মুন
আমি জানি.. এখানে জুলি নেই.
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২
একলা ফড়িং বলেছেন: জুলি নেই! তাইলে কে আছে?
আর জুলিই বা কোনখানে আছে?
৬১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
ইখতামিন বলেছেন:
আমি জানি না ইমরাজ কবির মুন তার মন্তব্যে কি বুঝাতে চেয়েছেন! তবে আমার মন্তব্যও আপনি বুঝেন নাই...
আর আমি আপনার প্রতিমন্তব্যের দ্বারা আরও বুঝতে পারলাম এখানে জুলি নেই
এবার বলি... আপনার নিক "একলা ফড়িং" ফেবুতে ফড়িং নামের কোনও এক নিকের পাশে ব্রাকেটে জুলি লেখা আছে.. তাই ফান করে তাকে বললাম এখানে জুলি নেই.. কারণ, এটা সেই ফড়িং এর ব্লগ নয়.. (আমার ধারণা)
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১
একলা ফড়িং বলেছেন:
আমার ব্লগের "আমার লিঙ্ক" অপশনটা একবার চেক করে দেখতে পারেন!!
৬২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭
লুজার ম্যান বলেছেন: খুব সুন্দর
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭
একলা ফড়িং বলেছেন: ধন্যবাদ লুজার ম্যান! ভাল থাকবেন
৬৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০
একজন আরমান বলেছেন:
দুই নম্বরটা বেশি জোশ !
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০০
একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কু আরমান ভাই
ওইটা আমারও অনেক পছন্দ :#> :#>
৬৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪
ইখতামিন বলেছেন:
:-& :-&
আমি এতো বোকা হলাম কেমনে !!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৩
একলা ফড়িং বলেছেন: আগে বুদ্ধিমান ছিলেন তাই বলতে চাইতেছেন!!? :-& :-&
৬৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭
ইখতামিন বলেছেন:
ওহ.. আমি যে আগেও বোকা ছিলাম, তা তো ভুলেই গিয়েছিলাম..
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০১
একলা ফড়িং বলেছেন: হুম, আর ভুইলেন না!
৬৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০
বেলা শেষে বলেছেন: ....yes i can say ...i had studied your all writings...all of them are very beautiful, very sensible, very Emotion.....
....still i am learning from you....
....thanks a lot...
....respect...
....for you..
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৮
একলা ফড়িং বলেছেন: ওরে বাবা! আমি তো মাটি ছেড়ে বাতাসে ভাসা শুরু করলাম
অনেক ধন্যবাদ কিন্তু আপনি এখনো ইংলিশে লেখা ছাড়তে পারলেন না!?
৬৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭
মায়াবী ছায়া বলেছেন: হাহাহা ভয়ংকর মজা পেলাম আপু
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০১
একলা ফড়িং বলেছেন: কিন্তু যাকে বলা হবে সে কিন্তু মোটেও মজা পাবে না!
অনেক অনেক শুভকামনা মায়াবী ছায়া নামটা অনেক ভাল লেগেছে
৬৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৯
বেলা শেষে বলেছেন: লেখক বলেছেন: ওরে বাবা! আমি তো মাটি ছেড়ে বাতাসে ভাসা শুরু করলাম
অনেক ধন্যবাদ কিন্তু আপনি এখনো ইংলিশে লেখা ছাড়তে পারলেন না!?
"--বিড়ালই যদি খুঁজে না পাই- তবে বউ খুঁজে পাব কি করে?
ওটা আমার বা বউ এর দোষ নয়- কাজলের দোষ ।"
One sentence Bangla in whole night.....
....life Long আ, ক, খ, গ, ....। আমি ...।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
একলা ফড়িং বলেছেন:
৬৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৫২
আফ্রি আয়েশা বলেছেন: দারুণ ! হাসি বন্ধ করতে পারছি না . . .
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
একলা ফড়িং বলেছেন: হাসি বন্ধ করার কোন দরকার নাই! সবসময়ই হাসি মুখে থাকুন, এই শুভকামনা আপু
৭০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৩
অকপট পোলা বলেছেন: এ দেখি মহা ডেন্জারাস মডার্ন জংগী।
আল্লাহ বাচাঁও!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
একলা ফড়িং বলেছেন: বাঁচার কোন উপায় নাই! এতো সহজে রেহাই দিব না!
৭১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২২
ইখতামিন বলেছেন:
এতো সুন্দর রোমান্টিক কাব্য শেষ পর্যন্ত বিনোদন কাব্যে রূপ নিলো!!
মন্তব্যগুলো পড়ি আর হাসি......................
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১২
একলা ফড়িং বলেছেন: মানুষকে হাসানো অনেক কঠিন কাজ মনে হয় আমার কাছে! পারিও না তবে এই পোস্টে একটু হলেও পারলাম মনে হয়
৭২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
এমনে যদি কেউ কইতো!!!! আফসোস!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৩
একলা ফড়িং বলেছেন: সত্যিই যদি অ্যামনে কাউরে কইতে পারতাম!!! আফসোস!!!
৭৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫২
অদ্বিতীয়া আমি বলেছেন: অন্য কাউকে করলে বিয়ে
তোর চুল টেনে সব ছিঁড়ে দেব!
মনে রাখিস স্বপ্ন দেখি
আমিই যে তোর বউ হব
মজার , তিনটাই ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৪
একলা ফড়িং বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু
এত্তগুলা শুভকামনা আপু
৭৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩
Nafi Naim বলেছেন: বাহ বাহ
১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭
একলা ফড়িং বলেছেন: থ্যাংকু থ্যাংকু
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
হাসান মাহবুব বলেছেন: ভালোই হইসে।