![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগস্ফিয়ারে অনেক ব্লগার আছেন যাদের কোনভাবেই বুঝানো যেতোনা যে আওয়ামীলীগ না করা মানেই ছাগু হওয়া নয়, ধর্মকে নিয়ে কথা বলা মানেই ছাগু হওয়া নয়, জাফর ইকবালের সমালেচনা করা মানেই ছাগু হওয়া নয়, শেয়ার বাজার লুট আরও নানাবিধ সমস্যার কারনে আওয়ামীলীগ সরকারের সমালেচনা করা মানেই ছাগু হওয়া নয় কিন্তু তারা মানতেই চায়নাই। “You're either with us, or against us” এই নীতিতে তারা চলতো। পান থেক চুন খসে যদি একটু কথা আওয়ামীলীগের বিরুদ্ধে যেত তাকে ছাগু বলে দিতো। এখন তাদের অস্ত্র তাদেরকেই খাওয়ানো হচ্ছে( এবং অনেক নিরীহ ব্লগার ও খাচ্ছে)। সেটা হচ্ছে ব্লগার মানেই নাস্তিক বলে প্রচার।
ঠিক আওয়ামীলীগের মত আচরণ করে যাচ্ছে এই লোকগুলো। You're either with us, or against us।
হয় তুমি লীগের আন্ধা সমর্থক হবা আর না হয় তুমি ছাগু, আর এই মোল্লারাও সেম নীতি নিয়ে চলতেছে। তাদের নীতি হচ্ছে "যদি থাকে ব্লগে নিক, হইবা তুমি নাস্তিক।"
সব রসুনের গোড়া দেখা যায় একজায়গায়।
২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:০০
অন্য পুরুষ বলেছেন: লাইক @ গেস্টাপো।
৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫২
সায়লা মাহিন বলেছেন: আবার ১/১১ আসলে হাম্বালীগের কেমো-থেরাপি শুরু হবে, এখনতো শুধু ডোজ ! সকালে ১ বড়ি খালি পেটে, দুপুরে ভরা পেটে ১ বড়ি আর রাতে শোবার আগে খালি পেটে (পেট খালি না থাকলে ভরা পেটে) ২ ডোজ হোমিও ১০০০০০০০ শক্তি এর গিলাঞ্জিলা সিরাপ ।
৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:১৭
কালো স্বপ্ন বলেছেন: কথা সত্য।
৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৫১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আচ্ছা আমার ধর্মের বানানটা যদি বিকৃত করে কেউ লিখে - তখন কি আমি তাকে অন্যধর্ম নিয়ে গালি দিবো না /?
আমি তো মানুষ মহাপুরুষ হই নাইক্কা
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭
শিপন মোল্লা বলেছেন: হিম। বেফুক চিন্তার পোস্ট।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২
গেস্টাপো বলেছেন: যে দেশের মুচলিমরা আম্লিগকে ভুট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে তাদের নিজেদেরকেই পেদাবার জন্য সে দেশের মানুষের মাথায় কুনু ঘিলু আছে বইল্লা আমার মুনে হয় না
হেগোরে জিগাইবেন আম্লিগ করেন কে?
উত্তর দিব বাপে আম্লিগ করতো তাই আমিও আম্লিগ করি
এদেরকে গনতন্ত্র কারে কয় প্রথম থিকা শিখান লাগবো