![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেলগাড়ির কামরায় উঠল এক বাংলাদেশি। তার সঙ্গে বিশাল বোঝা । বোঝাটা ওঠানোর দরকার ওপরের তাকে । কিন্তু তার গায়ে জোর কম, সে কিছুতেই নিজের তাকের ওপর বোঝাটা তুলতে পারছে না । এগিয়ে এল এক পাকিস্তানি। বোঝাটা এক ঝটকায় তুলে দিল তাকের ওপর।
তারপর বাংলাদেশিকে বলল, ‘রুটি খাও, গায়ে জোর হবে ।’ বাংলাদেশি খানিক পর রেলগাড়ির চেইন টানার চেষ্টা করতে লাগল। কিন্তু তার ভাবখানা এমন, কিছুতেইসে চেইন টেনে জুত করতে পারছে না। তার সাহায্যে এগিয়ে এল পাকিস্তানিটি। চলন্ত ট্রেনের চেইনটা টেনে দিল সে এবং আবারও বলল, ‘রুটি খাও, গায়ে বল হবে।’
ততক্ষণে রেলপুলিশ এসে হাজির। ‘কে চেইন টেনেছে? দাও, ২০০ টাকা জরিমানা।’ বেচারা পাকিস্তানি অর্থদণ্ড দিতে বাধ্য হলো।
.
.
.
.
তখন বাংলাদেশি বলল, ‘ভাত খাও, বুদ্ধি হবে।’
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: taile to duitai dorkar
ruti 4 shokti
vat 4 buddhi
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
স্পাইসিস্পাই001 বলেছেন:
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
তুন্না বলেছেন:
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৬
আশিকুর রহমান অমিত বলেছেন: পড়া ছিল তাও কৌতুকটা বার বার পড়তেই ভাল লাগে।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন:
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
জাকারিয়া মুবিন বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
শরতের আকাশ বলেছেন: