নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু ছোয়া

একটু ছোঁয়া

Facebook ID : [email protected]

একটু ছোঁয়া › বিস্তারিত পোস্টঃ

:D:D:D

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

১,

পয়সা থেকে টাকা



ছেলে : বাবা আমার ধারণা, কাল থেকে আমরা অনেক বড়লোক হয়ে যাব |

বাবা : কীভাবে?

ছেলে : আগামীকাল আমাদের অংকের স্যার, কীভাবে পয়সাকে টাকা বানাতে হয় তা শেখাবে |



২,

ডাক্তারের ফি



১ম বন্ধু : ডাক্তারের কাছে গিয়েছিলি?

২য় বন্ধু : গিয়েছিলাম।

১ম বন্ধু :তোর বুকে যা ছিলো খুঁজে পেয়েছেন?

২য় বন্ধু : প্রায় সবটাই।

১ম বন্ধু : মানে?

২য় বন্ধু : মানে আমার বুকপকেটে ছিল ১০১ টাকা।



৩,

ইংরেজি ও আরবি



ইন্টারভিউ বোর্ডে এক যুবককে প্রশ্ন করা হলো, বল তো "ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল" এর ইংরেজি কি হবে?



: এটার ইংরেজি পারি না স্যার | আরবিটা পারি |

: আরবিটা পার � ঠিক আছে বল |

: ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন



৪,

ভালোবাসার পরীক্ষা



প্রেমিকাঃ তুমি কি আমায় ভালোবাস?

প্রেমিকঃ বিশ্বাস না হলে পরীক্ষা করো?

প্রেমিকাঃ ধরো তোমার সার্টের পকেটে মাত্র বিশ টাকা আছে, তা থেকে আমি পনের টাকা চাইলাম, তুমি দিতে পারবে?



জরুরি টাকাটায় প্রেমিকা চোখ পরেছে দেখে, বিব্রত প্রেমিক নিজেকে সামলে নিয়ে বললো, কেনো পারবো না, একশবার পারবো | তবে পরীক্ষা তারিখটা একটু পিছানো যায় না |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.