![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকটা প্রশ্ন ও উত্তর...
#... অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন ম্যাচ পাতানোর
দায়ে কোথায়
ধরা পড়েছিলেন ?
... উত্তর - মুম্বাইতে
#... সাউথ আফ্রিকান ক্রিকেটার হার্শেল গিবস কোথায় ম্যাচ
পাতিয়ে ধরা পড়েছিলেন ?
উত্তর - মুম্বাইতে
...
#... পাকিস্তানের ক্রিকেটার ওয়াসিম আকরাম এর সাথে কোন
বুকির যোগাযোগ ধরা পড়েছিলো ?
উত্তর - মুম্বাই ভিত্তিক ডন
ছোটা শাকিলের
সাথে।
#... ভারতের ক্রিকেটার আযহারউদ্দিন , জাদেজা এর
সাথে কোন দেশী বুকিদের যোগাযোগ ছিলো ?
উত্তর - ভারতীয় বুকিদের
#... আইপিএল , বিপিএল , শ্রীলংকার
এসএসপিওএল এ কোন
দেশী বুকিরা জড়িত ?
উত্তর - ভারতীয়
এসব দেখে বুঝা যায় Cricket- এর পবিত্রতা নষ্ট করেছে India. Match পাতানো কি, কিভাবে করতে হয়... আর Match পাতানোর কায়দা-কানুন শিখিয়েছে India. আর জুয়ারিরা হাতিয়ে নিয়েছে লাখ লাখ ডলার আর কোটি কোটি রুপি। মাঝে মাঝে কিছু গডফাদারের নাম আসলেও পাওয়া যায়না তাদের গ্রেফতারের খবর। কারন হয়তো তাই... গেরস্তের বাড়ীতে চোর পাঠায় বড় কর্তারা। চোরকে বলে চুরি করতে। আবাড় গেরস্তকে বলে চোর আসবে পাহারা দিতে। তাতে বড় কর্তার লোকসান নেই। মাঝে চোরকে দিয়ে চুরি করাতে পারলেই পেয়ে যায় কমিশন...মোটা অংকের টাকার লেনদেন। আবার অনেক সময় এমনও হয় বড় বড় চোরের নাম আসলেও ধরা পরে চুন পুঁটিরা। বড় কর্তাদের আশীর্বাদে। বড় কর্তাদের আশীর্বাদেই খেলারামরা খেলেই যাচ্ছে... মাঝে কলঙ্কিত হয় CRICKET।
©somewhere in net ltd.