নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে স্বপ্ন ঘুম কেড়ে নেয় সেটাই আসল স্বপ্ন!

একটু স্বপ্ন

লেখালেখির গোপন এক আগ্রহ নিয়ে ঘুরে বেড়াচ্ছি দীর্ঘকাল। স্বল্পোদ্যোগী হওয়ায় সে আগ্রহ আর আলোর মুখ দেখেনি। একদিন হঠাতই মনে হলো বুড়ো হয়ে যাচ্ছি.. এ জন্মে হয়তো আর লেখাই হয়ে উঠবেনা, এরচেয়ে ঝুঁকি নেয়া যাক। দেখা যাক একটু স্বপ্ন! ফেইসবুক: http://www.facebook.com/morshedkhan65

একটু স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

গুরু-শিষ্য! পর্ব-এক

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১

জীবনের পথ কথনও মসৃন থাকেনা, থাকে বন্ধুর। বন্ধুর থাকে বলেই মানুষ তার জীবন থেকে শিখে। প্রবাদেও এর সত্যতা মেলে- "কেও শিখে দেখে আর কেও শিখে ঠেকে"। দীর্ঘ জীবনপথে নিজে যেমন বহুবার ঠেকেছি তেমনি ঠেকে যাওয়া মানুষের সান্নিধ্যও পেয়েছি। এসব কিছু থেকেই হয়েছে কিছু আত্মউপলদ্ধি, জন্মেছে কিছু বিশ্বাস।



গুরু-শিষ্যের কথোপকথনে নিজের কিছু উপলদ্ধি বা বিশ্বাসের কথা বলার ইচ্ছে বহুদিনের। তেমন ইচ্ছে থেকেই ফেইসবুকে ধারাবাহিকভাবে মাঝেমাঝে লিখছি নিজের বিশ্বাসের কথা। নিজের বিশ্বাস অন্যদের বিশ্বাসের সাথে মিলিয়ে দেখার আগ্রহ থেকেই এ লেখা।



জানি, অনেকেই আমার চিন্তার সাথে একমত হতে পারবেন না। সেটাই স্বাভাবিক, সেটাই সুন্দর। আমি শুধু চাইব ভিন্নমত নিয়েও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে। আর কথা নয়, চলে যাওয়া যাক গুরু-শিষ্যের আলাপচারিতায়।



গুরু-শিষ্যঃ ১

-------------

গুরুঃ কাজ করবে আনন্দ নিয়ে, তবেই জীবন হবে সুন্দর!



শিষ্যঃ কিন্তু সব কাজতো আনন্দময় নয়। তবে কি আনন্দহীন কাজ থেকে বিরত থাকব?

গুরুঃ না, সেসব কাজকে আনন্দময় কাজে পরিনত করবে।



শিষ্যঃ কাজকে আনন্দময় করার নিয়ম কি?

গুরুঃ এটা জীবন দক্ষতা, সবার জন্যই আলাদা। তোমাকে তোমার জীবন থেকেই এ দক্ষতা অর্জন করতে হবে!



গুরু-শিষ্যঃ ২

-------------

শিষ্যঃ আমিতো বড় হচ্ছি। যা কিছু ভাল লাগে, যা কিছু সঠিক মনে হয় তার সবই কি করতে পারিনা?

গুরুঃ না, পারনা।



শিষ্যঃ কেন?

গুরুঃ দু'বছর আগে যা যা করেছ তার অনেক কিছুই কি ভুল প্রমানিত হয়নি?



শিষ্যঃ জ্বী, হয়েছে।

গুরুঃ তাহলে এখন যা সঠিক মনে হচ্ছে ক'দিন পর একইভাবে সেটাওতো ভুল প্রমানিত হতে পারে।



শিষ্যঃ এখন তাহলে কি করব?

গুরুঃ বর্তমানের সব ভাললাগাকেই সন্দেহের চোখে দেখবে। কারণ, বর্তমানের ভাললাগাগুলোর ভেতরেই ঘাপটি মেরে লুকিয়ে আছে ভবিষ্যতের কোন ভুল!





এ পর্যায়ে একটু কৃতজ্ঞতা জানাই কারণ লেখাটি আপনি পড়েছেন। পরের পর্বগুলো লিখব আপনাদের মন্তব্যের ভিত্তিতে। ভাল হোক সবার।


মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: চমৎকার ভাই!!! অপেক্ষায় রইলাম!!

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৯

একটু স্বপ্ন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া, উৎসাহিত হলাম।
ভাল হোক.. :)

২| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৬

গোর্কি বলেছেন:
সুন্দর শিক্ষণীয় পোস্ট। প্রায় নয় মাস পর পোস্ট দিলেন। পড়ে ভাল লাগল। ঈদ শুভেচ্ছা রইল। খুব ভাল থাকবেন।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪

একটু স্বপ্ন বলেছেন:
নয় মাস নাকি আরও বেশী? ফেবু ছাড়া কোথাও কিছু লিখছিলামনা এই ক'দিন। বলা যায় গুছিয়ে কিছু লিখতে পারার খরায় ভুগছিলাম... খরা কেটেছে এমন দাবীও করা যায়না অবশ্য..

প্রশংসায় কিছুটা আহ্লাদিত।
ঈদ ভাল কেটেছে নিশ্চয়ই.. ভাল হোক আপনার, আপনাদের। :)

৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯

মামুন রশিদ বলেছেন: আপনার গুরু-শিষ্য মাঝে মাঝেই ফেবুতে দেখি এবং পড়ি । গুরু শিষ্যের আলাপনে চমৎকার ভাবে গুঢ় কথাগুলো সহজ সরল ভাষায় ফুটে উঠে ।

আপনার গুরু-শিষ্য পর্বগুলো ধারাবাহিকভাবে ব্লগে প্রকাশ করেন । পাঠক আপনার পোস্ট থেকে বিচিত্রতা আস্বাদ করতে পারবে ।

ঈদ শুভেচ্ছা জানবেন মোর্শেদ ভাই ।

পোস্টে ভালোলাগা ।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৯

একটু স্বপ্ন বলেছেন:

অনেক ধন্যবাদ মামুন। ঈদ ভাল কেটেছে নিশ্চয়ই..

ব্লগে আপনার মন্তব্য দেখলেই যে কথাটি প্রথম মনে আসে তা হলো- " ব্লগের মন্তব্যে লাইক অপসন কেন নেই?"

গুরু-শিষ্যের আলাপনে দুটো আলাদা বিষয় ছিল। বিষয় দুটোতে স্পেসিফিক মন্তব্য পাওয়ার আগ্রহ এখনও ঝুলিয়ে রাখলাম.. আপনার প্রতি মন্তব্যের মাধ্যমে জানিয়ে রাখলাম- এ প্রত্যাশাটি আসলে সবার কাছেই.. :)

৪| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫

বংশী নদীর পাড়ে বলেছেন: চমৎকার ভিন্ন আঙ্গিকের একটি লেখা। এই বাক্যটি অনেক গুরুত্বপূর্ন মনে হয়েছে----

গুরুঃ বর্তমানের সব ভাললাগাকেই সন্দেহের চোখে দেখবে। কারণ, বর্তমানের ভাললাগাগুলোর ভেতরেই ঘাপটি মেরে লুকিয়ে আছে ভবিষ্যতের কোন ভুল

১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১

একটু স্বপ্ন বলেছেন:
আপনার প্রতি কৃতজ্ঞতা, কারণ আপনি আমার অনেক পছন্দের একটা উপলদ্ধিকে গুরুত্ব দিয়েছেন।

ভাল হোক আপনার, আপনাদের। :)

৫| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭

এম আর ইকবাল বলেছেন: চমৎকার হচ্ছে, লিখতে থাকুন ।

১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২

একটু স্বপ্ন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই। মনে হচ্ছে আপনাকে পাশেই পাব।
ভাল থাকবেন।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯

বশর সিদ্দিকী বলেছেন: বড়সর একটা কালেকশন আশা করছিলাম। আরো কিছু কালেকশন করে পুরোটা একসাথে দেন।
পোস্টে প্লাস। ধন্যবাদ।

১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১২

একটু স্বপ্ন বলেছেন:
আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ ভাই। তবে আমি একটা বিষয় বুঝিনি, উপলদ্ধির কি কখনও পুরোটা হয় বলুন? এটাতো একটা চলমান বিষয়, তাইনা?

পোস্টে প্লাস দিয়ে উৎসাহিত করলেন। ভাল হোক আপনার :)

৭| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

নাজিম-উদ-দৌলা বলেছেন:
চমৎকার সিরিজ। আরও লিখুন :)

১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৪

একটু স্বপ্ন বলেছেন:
সত্যি তাই? হুম লিখব ভাই।
আপনার ভাল হোক.. :)

৮| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



আগে ঈদ মোবারাক জানিয়ে নেই, তারপর পরের সিরিজের অপেক্ষায়

১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৯

একটু স্বপ্ন বলেছেন:
অবশ্যই ঈদ মোবারক ভাইয়া :)

পরের পর্বটির জন্য অপেক্ষা করছেন ভাল কথা, কিন্তু এটা নিয়ে আমিতো আলোচনা প্রত্যাশা করেছিলাম, বিশেষ করে যারা ব্যাক্তিগতভাবে পরিচিত তাঁদের কাছ থেকে.. তার কি হবে? :P

ভাল থাকবেন সবাইকে নিয়ে :)

৯| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩

মনে নাই বলেছেন: আলাপচারিতা একেবারে ছোট হয়ে গিয়েছে। ভালো লাগছে, চালিয়ে যান।

১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭

একটু স্বপ্ন বলেছেন:
গুরু-শিষ্যের আলাপচারিতাতো আসলে বিশ্বাস বা আত্মউপলদ্ধি। বিশ্বাসের কোন আকার হয়কি?

খুব খুশী হব যদি আমার এ উপলদ্ধিগুলোর উপর আপনার চিন্তাশীল মন্তব্য পাই।

চারপাশ নিয়ে ভাল থাকুন। :)

১০| ১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০১

অচিন্ত্য বলেছেন: বাহ, চমৎকার ! বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও গুরু শিষ্যের কথোপকথনচ্ছলে তার উপলব্ধি লিখেছিলেন। ভাল লাগল। চালিয়ে যান।

১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৩

একটু স্বপ্ন বলেছেন:
এমন একজন বড় মানুষের কথা বললেন যে লজ্জায় মুখ লুকাতে ইচ্ছে করছে। বঙ্কিম বাবুর ওই লেখাগুলো আমি পড়িনি কখনও, এমনকি জানতামওনা বিষয়টি (এটাই বেশী লজ্জার অবশ্য).. :(

আপনার প্রশংসাটি অনেক উৎসাহ জোগালো।
ভাল হোক আপনার, চারপাশসহ। :)

১১| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

আমিনুর রহমান বলেছেন:



আমি পড়েছি আগেই। চমৎকার শিক্ষণীয় একটা ধারাবাহিক হবে।
আপনাকে ব্লগে খুব মিস করি। আপনারা থাকলে অনেক কিছু জানতে পারি আর শিখতে পারি।

২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:০৩

একটু স্বপ্ন বলেছেন:
ব্লগে আমি নিজেও আরও সময় দেয়ার পক্ষে। চারপাশটা আরেকটু পক্ষে আসুক আমার..

ভাল থেকো জেসন :)

১২| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:



এইত সমস্যা ভাইয়া আলোচনা করতে গেলেই বোবা হয়ে যাই :P

২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:০৫

একটু স্বপ্ন বলেছেন:
বিশ্বাস করা সত্যিই মুশকিল যে আপনি আলোচনায় অপক্ক। এরচেয়ে বলা ভাল আপনার ব্যাস্ততা বেশী, নাকি? :P

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ফেসবুকে যতগুলো পর্ব এখন পর্যন্ত পাবলিশ তার মোটামোটি সব গুলোই পড়েছি । সেগুলোই কি ব্লগে দিচ্ছেন , নাকি নতুন করে লিখছেন ??

২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:১১

একটু স্বপ্ন বলেছেন:
আইডিয়াটা হল "গুরু-শিষ্য" এর মাধ্যমে নিজের উপলদ্ধি, বিশ্বাস অন্যের সাথে মিলিয়ে দেখা। আলোচনা-সমালোচনায় উপলদ্ধিটাকে আরও টিউনড করে নেয়া। এ থেকেই ফেবু-তে শুরু। ওখানে তো খুব বেশী লেখা হয়নি.. তাছাড়া ব্লগ আর ফেবু তে কমন বন্ধু বেশ কম আমার..

তুমি ফেবুতে প্রকাশিত লেখাগুলো পড়েছ জেনে ভাল লাগছে। :)

১৪| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

শায়মা বলেছেন: ঠিক ঠিক!!


অনেকদিন পর তোমাকে দেখলাম ভাইয়া।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

একটু স্বপ্ন বলেছেন:
অনেক ধন্যবাদ আপুমনি..

হুম একটু দেরিতেই এসেছি। আসলে আমার চারপাশ আর কিছুটা আলসেমী আটকে রাখে ভাল জায়গাগুলোতে যেতে। ভাল হোক। :)

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭

শ্রাবণ জল বলেছেন: পরের পর্ব গুলো কই?

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

একটু স্বপ্ন বলেছেন:
তুমি কি ফেবুতে আগেই পড়েছ এগুলো?

এখন অনেক কম আস কি ব্লগে? ভাল থেক আপু।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫১

শ্রাবণ জল বলেছেন: কমই আসি, ভাই। ব্যাস্ত থাকি।
এখন জন্ডিসে কাহিল। ব্যাস্ততা একটু কম বলে গত ৭ দিন ধরে ব্লগে থাকি কিছুখন।
একটু সুস্থ হলেই আবার উধাও হয়ে যাব।

আমি ফেসবুকেই পড়ি, অনেক কিছু শেখার আছে লেখা গুলোয়।
ব্লগে দিলে অন্য মানুষও জানতে পারত।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

একটু স্বপ্ন বলেছেন:
মানুষ তাঁর জীবনের পথে চলতে গিয়ে ক্রমাগত দেখে চলে। এসব পর্যবেক্ষণ থাকে সবারই। এগুলোই অভিজ্ঞতা। গুরুশিষ্য আসলে আমার অভিজ্ঞতার কথাই..

জন্ডিসে শরীর ও মনের সম্পূর্ণ বিশ্রাম যে লাগে তাতো জানই, মেনে চল কিন্তু..

অনেক ধন্যবাদ আপু তোমাকে..

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮

শ্রাবণ জল বলেছেন: ভাই, আমি একটা ইম্পরট্যান্ট টপিকে একটা লেখা শুরু করেছি আজ, ব্লগে দেয়ার উদ্দেশ্যেই। লেখা শেষ করে আপনাকেই আগে দেখাতে চাই, আপনি একটু সময় করে পড়ে দেখবেন কি?

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

একটু স্বপ্ন বলেছেন:
আমার মতো করে কিছু পরামর্শ দেয়ার চেষ্টা করেছি, একটু ইলাবরেট করে নিতে পার বিষয়গুলো। খুব ভাল বিষয় নিয়ে লিখেছ, লেখাটাও সুন্দর হয়েছে.. :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.