![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির গোপন এক আগ্রহ নিয়ে ঘুরে বেড়াচ্ছি দীর্ঘকাল। স্বল্পোদ্যোগী হওয়ায় সে আগ্রহ আর আলোর মুখ দেখেনি। একদিন হঠাতই মনে হলো বুড়ো হয়ে যাচ্ছি.. এ জন্মে হয়তো আর লেখাই হয়ে উঠবেনা, এরচেয়ে ঝুঁকি নেয়া যাক। দেখা যাক একটু স্বপ্ন! ফেইসবুক: http://www.facebook.com/morshedkhan65
জীবন কাওকে কতটা সুখী করবে তা নির্ভর করে মানুষটির দৃষ্টিভঙ্গীর উপর। স্বস্তির ব্যাপার হচ্ছে কঠিন হলেও দৃষ্টিভঙ্গী পাল্টানো যায়। যদিও কিছু দূর্ভাগা মানুষ তাদের দৃষ্টিভঙ্গী কখনও পাল্টাতে পারেনা। আর তাই চারপাশে অসুখী মানুষের এত ছড়াছড়ি।
অসুখী মানুষদের চোখের সামনে হয়তো একটা অদৃশ্য ছাকনী থাকে। চারপাশের যাকিছু শুভ, যাকিছু আনন্দের তার সবই আটকে যায় সেই অদৃশ্য ছাকনীতে। আর যাকিছু অশুভ তাই শুধু দেখতে পান তারা। অন্যের সুখ তাদের স্পর্শ করেনা, কোন একজনের সুখী হয়ে উঠাতে তাই সে সহায়কও হতে পারেনা। সে জানেনা নিজের সন্তানের জন্য কেনা কোক-এর ক্যানটি ফুটপাতে দাড়িয়ে থাকা বছর পাঁচেক বয়সী শিশুটির হাতে দিয়ে দিলে শিশুটির অবয়বে অনাবিল আনন্দের ছায়া দেখা দেয়, যে আনন্দের জন্ম পৃথিবীতে হয়নি!
কোলে থাকা নিজ শিশুসন্তানটি কাপড় ভিজিয়ে দিলে তারা বিরক্ত হননা, অথচ একই বয়সী অন্যের শিশুসন্তান কাপড় ভেজালে রাজ্যের বিরক্তি এসে ভীর করে। অথচ দুটো শিশুই একইরকম নিষ্পাপ। সকল শিশুই বিরক্তিহীন ভালবাসার দাবীদার, সবার কাছে থেকেই।
দুটো শিশুর ভেতর সুন্দরটির প্রতি ভালবাসা প্রায় আদিখ্যেতার পর্যায়ে চলে যায়, যদিও অসুন্দর শিশুটির ভেতরও ভালবাসা প্রাপ্তীর প্রত্যাশা একইরকম থাকে। এ অন্যায় বৈষম্যটি সে খুব অবাক বিষ্ময়ে শৈশব থেকেই অনুভব করে থাকে। সব শিশুর প্রতি বৈষম্যহীন ভালবাসা কি খুব কঠিন কিছু?
কালই আমাদের জীবনে আনন্দের উপলক্ষ্য হয়ে আসছে ঈদ। কতকিছুই না কিনছি আমরা আপনজনদের জন্য। অথচ চারপাশের কতশত শিশুর কাছে ঈদ কোন বাড়তি আনন্দ নিয়ে আসেনা, ঈদ তাদের কাছে অন্যসব দিনের মতই একটি দিন। আচ্ছা, ছোটছোট চার-পাঁচটি জামা কাপড়ের দাম কত, দেড় কি দু’হাজার? আমাদের অনেকের কাছেই তুচ্ছ একটা টাকার এমাউন্ট। অথচ এটাই ঈদের দিনটিতে ছোট্ট কিছু পথশিশুর অবয়বকে করে দিতে পারে উজ্জ্বল, আলো-ঝলমলে! তাইনা?
সবার জন্য ঈদ শুভেচ্ছা!
২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪৩
একটু স্বপ্ন বলেছেন: দৃষ্টিভঙ্গি পাল্টালে আসলেই জীবন পাল্টে যায়..
অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য
২| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৭
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমিও আপনার দর্শনের সাথে একমত, কিন্তু আবহমান কাল ধরে চলা এই সমাজের দৃষ্টিভংগীর পরিবর্তন খুব সহজে হবে বলে মনে হয় না! লেখা অনেক ভালো লাগছে!
২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১২
একটু স্বপ্ন বলেছেন:
আমার কিন্তু মনে হয়না যে সবার দৃষ্টিভঙ্গিই একরকম। অনেকেই শুধু বিষয়টি ভাবার সুযোগ পাননি।
অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য। ভাল হোক
৩| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৯
অপূর্ণ রায়হান বলেছেন: সহমত ++++ ঈদের শুভেচ্ছা রইলো ভ্রাতা
২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৩
একটু স্বপ্ন বলেছেন: আপনার মতো মানুষ সহমত হলে ভাললাগা বেড়ে যায়।
ভাল থাকবেন ভাই
৪| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০২
রেজা এম বলেছেন: সবই সময় সাপেক্ষ ।
যাই হোক,
ঈদের শুভকামনা রইলো ।
২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
একটু স্বপ্ন বলেছেন:
"সবই সময় সাপেক্ষ" বিষয়টি বুঝিনি ভাই, একটু কি বুঝিয়ে বলা যাবে?
লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভাল হোক
৫| ২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ঈদ মোবারাক
সুন্দর বলেছেন
আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা স্বপ্ন ভাই
২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৮
একটু স্বপ্ন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই লেখাটি পড়ার জন্য।
ভাল হোক আপনার ও পরিবারের
৬| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৭
মামুন রশিদ বলেছেন: একটু প্রসারিত ভাবনায় আমরা আমাদের চারপাশের পরিবেশকে সহজেই সুন্দর আর আনন্দময় করে তুলতে পারি ।
শুভ আর সুন্দর কিছু ভাবনা নিয়ে অনেকদিন পর ব্লগে আসলেন সুপ্রিয় মোরশেদ ভাই । ঈদের শুভেচ্ছা ।
২৮ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৩
একটু স্বপ্ন বলেছেন:
হে মামুন, প্রিয় মানুষ! কেমন আছেন আপনি, আপনারা?
আমিতো ভেবেছিলাম কেও আমাকে মনে রাখেনি.. কতদিন আসা হয়না এ ব্লগে..
কন্যারা ভাল তো? ঈদ কি সিলেটেই কাটবে এবার?
টেক কেয়ার
৭| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৩
আমিনুর রহমান বলেছেন:
ঈদ মোবারক মোরশেদ ভাই !
দুপুরেই আপনার লিখাটা পড়েছিলাম কিন্তু ব্যস্ততা ছিলো বলে আর লগইন করা হয়ে উঠেনি। কিছু মানুষ আছে যাদের পোষ্টের জন্য সবসময় অপেক্ষা করি।
সেখানে থাকবে সুন্দর কিছু ভাবনা আর আমাদের জন্য কিছু নির্দেশনা।
ঈদে কি ঢাকায় আছেন? আনমনা আর বিভোর কে আদর দিয়েন আর আপুকে সালাম।
৩১ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৯
একটু স্বপ্ন বলেছেন:
ঈদ মোবারক জেসন। তোমার কন্যা কেমন আছে, পরিবারের সবাই ভালতো?
আমরা ঈদে এবার ঢাকাতেই থাকলাম, আম্মাকে ঘিরে।
মন্তব্যেতো লজ্জা দিয়ে ফেললে ভাইয়া। আমি এমন কিছুই লিখতে পারিনা, শুধু অতি সাধারণ কিছু বিষয় মাঝেমাঝে লেন্স দিয়ে দেখার চেষ্টা করি আর অন্যদেরকে দেখতে বলি!
ভাল থেকো, সব নিয়ে
৮| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৬
সায়েদা সোহেলী বলেছেন: কেমন আছেন স্বপ্ন ভাই ?
আপনাকে একদম ই দেখি না , এটা ঠিক না
১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১
একটু স্বপ্ন বলেছেন:
ভাল আছি আপু। আপনি ভালতো পূরো পরিবার নিয়ে?
ে
এটা সত্য যে বহুদিন আসিনা এদিকে। হঠাৎ এসে বিব্রত হয়ে গেলাম, কত আগে পাওয়া আন্তরিক মন্তব্যটি দেখা হলোনা আগেই।
একটু একটু আসব ভাবছি.. অন্তত পূরোনোদের সাথে কথাতো হবে, মন্দ কি
৯| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৭:২৮
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: স্বপ্ন ভাই আপনি এমন স্বার্থপর হলেন কিভাবেরে ভাই? যখন মন খারাপ কিংবা সময় অফুরন্ত তখন তো ব্লগে থাকেন আর যখন ব্যস্ত কিংবা সুখে থাকেন তখন ব্লগ ছেড়ে চলে যান এটাকি স্বার্থপরের মত কাজ নয় কি? হয়তো বলবেন ব্লগের পরিবেশের কথা,আপনারা না থাকলে পরিবেশ ঠিক থাকবে কিভাবে।তাই আশা করবো যখনি সময় পাবেন ব্লগে আসবেন অন্তত দিনে একটা মন্দের বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরে মন্দকে শাষিয়ে যাবেন সেটাই চাই।
আমি কিন্তু কোন অবস্থাতেই ব্লগ ছাড়িনি, ব্যস্ত থাকার পরও অন্তত লগইন থেকে নিজের উপস্থিতি জানান দেই।আমি কিন্তু স্বার্থপর নই স্বপ্ন ভাই
মেয়ে কেমন আছে? পরিবারের মানুষ গুলো কেমন আছে?
ভালো থাকবেন
১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫
একটু স্বপ্ন বলেছেন:
আমি কিন্তু স্বার্থপর না, আমাকে অপছন্দ করে যারা তারাও বলবেন এটা হাহাহা, তবে অলস বলতে পারেন..
ঠিক কেন যেন ব্লগে তেমন একটা আসাই হয়না। মাঝেমাঝেই মনে হয় ব্লগ খুব শক্তিশালী একটা মাধ্যম, এখানে অনেক কিছু করা যাবে.. কিন্তু উদ্যোগ আর নেয়া হয়না..
মেয়ে, ছেলে, বৌ সহ সবাই আমরা ভাল আছি ভাই। আপনার পরিবার ভাল আছেতো?
ভাল হোক
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৪
অপ্সরা বলেছেন: ঠিক তাই!!
সকলের ঈদ সুন্দর কাটুক!
শুভকামনা ভাইয়া!