![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ট্রান্সফরমার টেস্ট আর রেশিও বের করতেই দিন শেষ, আমি ভাই ব্লগার না।। ইলেক্ট্রিশিয়ান।।
''সানজিদা মাহমুদ নন্দিতা''-- আমার স্বল্প কাছের বন্ধুটি অনেক বাধা পেরিয়ে "ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ-২০১২" এর সেরা ৩২জনের একজন আজ।
বছর তিনেক ধরে তাকে জানলেও কখনই বুঝতে পারিনি যে ও এত ভালো গায়!! :#
"আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে" "কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং" ডিপার্টমেন্টে অধ্যয়নরত অসম্ভব মেধাবী নন্দিতার এই গোপন দিকটার কথা জানতে পারি একই সেকশনে অধ্যয়নরত আমার রুমমেট বন্ধুর কাছে!! ওদের ক্লাস পার্টিতে নন্দিতা নাকি গান গেয়েছিল!! তাও বছর দেড়েক আগের কথা। আমি খুব অবাক হয়েছিলাম, ওকে এতোদিন জানি অথচ এটাই জানতাম না!!
"ক্লোজআপ ওয়ান-২০১২"র আগে ওর গান শোনার সৌভাগ্য হয়নি আমার
অডিশন রাউন্ডে শুনেই বুঝতে পারলাম, আমাদের নন্দিতাই হতে যাচ্ছে ক্লোজআপ ওয়ান-২০১২ এত ভালো গায় মেয়েটা!!
একটু একটু করে নন্দিতা আজ সেরা ৩২এ দাঁড়িয়ে। যেখান থেকে প্রতিটা রাউন্ডেরই বিচারের ভার দর্শকের হাতে। হ্যাঁ, প্রতি রাউন্ডে আপনার সর্বোচ্চ ১০টি ভোটই পারে অসাধারন মোহনীয় কণ্ঠের এই মেয়েটিকে তার স্বপ্নের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে, দিতে পারে স্বপ্নকে ছুঁয়ে দেখার স্পর্ধা।
আমি চাই না আমার কথা শুনে নন্দিতাকে কেউ ভোট করুক!! আমি চাই আপনারা নন্দিতাকে নিজ কানে শুনুন, দেখুন, বিচার করুন। আমি নিশ্চিত জানি, ওর কণ্ঠের মন্ত্রমুগ্ধতাই আপনাকে প্রভাবিত করবে ওকে ভোট করতে।
"ক্লোজআপ ওয়ান ২০১২" তে আগামী শুক্রবার (১ ফেব্রুয়ারি,২০১৩) রাত ৯.১৫মিনিটে "নন্দিতা" আসছে আপনাদের সামনে। চোখ রাখুন "এনটিভি"র পর্দায়। ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
স্পাইসিস্পাই001 বলেছেন: ok..............
best of luck for nandita..............