![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় সনদপত্র এবং নাগরিক সনদপত্র কি একই??
দুদকে আবেদন করব, সেখানে নাগরিক সনদপত্র চেয়েছে কিন্তু আমাদের চোরম্যান সাহেবের কাছে শুধু জাতীয় সনদপত্র আছে কি করি??
২| ০৬ ই জুন, ২০১২ দুপুর ১২:২৫
বাবুরাম সাপুড়ে বলেছেন: ডিজিটাল হইয়া লাভ কি হইল
৩| ০৬ ই জুন, ২০১২ দুপুর ২:৪৮
অতন্দ্র তওসিফ বলেছেন: আপনার ঐ চেয়ায়রম্যানের সনদপত্রটা দিলেই চলবে। সাথে কিন্তু আবার ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার দেয়া একটা সার্টিফিকেটও লাগবে। এই শালারা বহুত ভেজাল লাগাইছে। এই যুগে শালারা হাতে লেখা সিভি চায়।
৪| ০৬ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৯
জ্যোস্নার ফুল বলেছেন: ভাই, আপ্নের নিক দেইখা আপনার ব্লগে না আইসা পারলাম না
কিন্তু আইসা হতাস হইলাম। আপনি দেখি সাহায্য চাওয়া-চায়ি ছাড়া আর কিছুই কননা। এইসব বাদ দেন। নিকের মান সন্মান রাখেন। ভালো কিছু লেখেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১২ সকাল ১১:৪১
আই আনাম বলেছেন: জাতীয় সনদপত্র কী ঠিক বুঝলাম না। তবে জাতীয় পরিচয়পত্র আর নাগরিকত্বের সনদপত্র এক নয়। নাগরিকত্বের সনদপত্র নিতে হয় স্থানীয় ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে। ওখানে গিয়ে বললেই হবে।