নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিমা আমার নাম

চিমা মস্তকে হুল হুল

চিমা মস্তকে হুল হুল › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশে মোট কতটি ঝর্ণা আছে এবং কোথায় কোথায়।

২৯ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৩২

আজকে একজনের ঝর্না নিয়ে পোষ্ট দেখলাম, তাই জানার আগ্রহ হল।

আমি সিলেটের এক্টি ঝর্নায় গিয়েছিলাম নাম মনে নাই।



যাইহোক সবাই তথ্য দেন আমাদের দেশে মোট কতটি ঝর্ণা আছে এবং কোথায় কোথায়। কিভাবে যাব তাও বলেন......

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৪৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: কেউ জানে না :P

২৯ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৮

চিমা মস্তকে হুল হুল বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-))

২| ২৯ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৪৯

ফ্রিঞ্জ বলেছেন: ভাই (অর বইন)... আপনার নিক দেইখা মজা পাইলাম।
আলিফ লায়লার কথা মনে পইড়া গেল :D

২৯ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৯

চিমা মস্তকে হুল হুল বলেছেন: আকরাব আকরাব

৩| ২৯ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৬

অজানামন বলেছেন: Bandarban e j k0yta zhorna ache ta'r k0n0 hishab nai

২৯ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৭

চিমা মস্তকে হুল হুল বলেছেন: এটা কোন কথা হল!!!! অবশ্যই হিসাব আছে.............

৪| ২৯ শে আগস্ট, ২০১২ সকাল ১০:০০

বাংলাদেশী পোলা বলেছেন: বাংলাদেশের ২/১টি ঝর্ণার ছাড়া বেশীর ভাগ ঝর্ণার জল প্রপাতের ধারা ৫০ টি শিশুর একত্রিত মূত্র ধারার চাইতেও কিছুটা কম!

২৯ শে আগস্ট, ২০১২ সকাল ১০:০১

চিমা মস্তকে হুল হুল বলেছেন: হেঃ হেঃ কি যে কন!!!! :D

৫| ২৯ শে আগস্ট, ২০১২ সকাল ১০:১৪

সামারিয়ান বলেছেন: prothom alo-r noksha ta follow korun.......onek tourist spot peye jaben

৬| ২৯ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৪৪

আজাইরা িচল্লাই না বলেছেন: বাংলাদেশী পোলা বলেছেন: বাংলাদেশের ২/১টি ঝর্ণার ছাড়া বেশীর ভাগ ঝর্ণার জল প্রপাতের ধারা ৫০ টি শিশুর একত্রিত মূত্র ধারার চাইতেও কিছুটা কম!


কয়টা ঝরনা দেখছেন আপনি ? দেইখা বললেন নাকি না দেইখা। শুধু বান্দরবন এর ভিতরে এত ঝরনা আছে যার অর্ধেক এর কথা আমরা জানিও না।

নিচে একটা বান্দরবান আর একটা সীতাকুণ্ডের ভিতরের ঝরনার ছবি দিলাম । পরের টা এই রোজার কয়দিন আগে তোলা। আগের টা গত ঈদের।

৭| ২৯ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৩৩

s r jony বলেছেন: এই মাধবকুন্ড।


অনেক আগে ফ্যামিলি নি গেসিলাম। তখন এর চেয়ে ভাল মোবাইল ক্যামের আর ছিল না

৮| ২৯ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৪৮

s r jony বলেছেন: @আজাইরা িচল্লাই না
ছবি দেখে মাথা নস্ট হয়েগেসে,
ভাই কেমনে যামু বিস্তারিত দেন প্লিজ।

৯| ২৯ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৪৮

ইসপাত কঠিন বলেছেন: রাংগামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটের শুকনাছড়িতে একটা ঝরনা আছে। Unexplored বলতে পারেন। খুব অল্প মানুষই এই সুন্দর ঝরনাটার কথা জানে।

১০| ২৯ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৫১

মোঃ আবদুল হাই বলেছেন: বাংলাদেশী পোলা বলেছেন: বাংলাদেশের ২/১টি ঝর্ণার ছাড়া বেশীর ভাগ ঝর্ণার জল প্রপাতের ধারা ৫০ টি শিশুর একত্রিত মূত্র ধারার চাইতেও কিছুটা কম! =p~ =p~ =p~ =p~ =p~

১১| ২৯ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৫১

জিললুর রহমান বলেছেন: খাগড়াছড়ির রিসাং ও অনেক সুন্দর ঝরনা।

১২| ২৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:২৫

রাতুলবিডি বলেছেন: Click This Link

এখানে খোজ নিতে পারেন!

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫২

চিমা মস্তকে হুল হুল বলেছেন: বন্যবাদ

১৩| ২৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৩৭

কবিরাজ_কুশল বলেছেন:
হামহাম, মাধবকুণ্ড, পরীকুণ্ড আছে মৌলভীবাজারে ।
সীতাকুণ্ড আছে চট্টগ্রামে ।
আলুটিলা, রিছাং ঝর্ণা রাঙামাটিতে ।
জাদিপাই, নাফাখুম, আমিয়াখুম, সাতভাইখুম, রেমাক্রিখুম আছে বান্দরবানে ।
কক্সবাজারে একটা ঝর্ণা আছে, নাম ভুলে গেছি ।

এগুলোতে গিয়েছি । আর বাকিগুলোর খবর জানি না । তবে এই সবগুলোর মধ্যে জাদিপাই আর হামহাম সবচেয়ে ভালো লেগেছে ।

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৯

চিমা মস্তকে হুল হুল বলেছেন: thank you very much

১৪| ২৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৪৬

সাকিল আল মামুন বলেছেন: apnar nick deikha amar ekta school friend er kotha mone poira gelo, jotodur jantam o japan chilo.

১৫| ২৯ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৫১

আজাইরা িচল্লাই না বলেছেন: srjony ভাই ,

প্রথম টা কেওকারাডং এর পর একটা ঝর্না।

আর পরের টা চট্টগ্রাম থেকে মাত্র ১ ঘন্টার পথ দূরে। একটি ঝর্নার গা বেয়ে উঠে প্রায় ১ ঘন্টার ঝিরি পথ ধরে হেটে যেতে হয়। আর বর্ষার পর গেলে বলতে পারেন পাহাড়ের উপর উঠে কোমর পানির খর স্রোতা খাল দিয়ে হেটে যেতে হয়। আমি যাদের মাধ্যমে প্রথম গিয়ে ছিলাম, তারা প্রায় ১০ বছর ধরে ওই ঝরনায় টায় ঘুরতে যায়।

আমি দুঃখিত কিন্তু এইটার পাবলিসিটি বা ঠিকানা কখনই পাবলিক প্লেস এ প্রকাশ করিনা। হয়ত করব না। কারন আমাদের স্বভাব খুব খারাপ। ভাল জিনিস রাখতে পারি না। এইটা আপনি হামহাম ঝর্নার আসে পাশে ফেলে আসা চিপস , ক্যান আর আবর্জনা দেখলেই বুঝবেন। প্রকৃতির জিনিস প্রকৃতির কাছেই থাক।
আমরা গত পহেলা বৈশাখে রাতে ক্যাম্প করে অই প্রথম ঝর্নার পাশে ভ্যালি তে ছিলাম। এমন কি চুইং গাম এর খোসা , রাতে আগুন জ্বালানোর আর বারবিকিউ করার কয়লা পর্যন্ত কাধে করে সবাই টেনে নিয়ে আসছি। এইটা হয়ত সবাই করবে না। :(

অবশ্য , অই ট্যুর এর ছবি নিয়ে একটা পোস্ট দেয়ার ইচ্ছা ছিল। কিন্তু ওইটা শুকনো মৌসুমের । পানি ছিল না। তাই হয়ত কেউ দেখে মজা পাবে না।

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৬

চিমা মস্তকে হুল হুল বলেছেন: না বল্লে জানব কিভাবে??

১৬| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১:১৯

জিললুর রহমান বলেছেন: ২ নম্বরটা সীতাকুন্ডে। অনেক হাটতে হয়।

১৭| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১:২৩

সৌম্য বলেছেন: হা হাহা। মিনিমাম ৫০০টা হবে। জাস্ট এটুকু জেনে রাখেন বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণার নাম বাকলাই ফলস। আর সবচেয়ে চওড়া ঝর্ণার নাম রাইখান ফলস (রাইখান নদীর উৎস)।
আগামী সপ্তাহে একটা ট্রেক করবো ইনশাল্লাহ। ওতে খালি ঝর্ণাই দেখবো।

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৫

আমির হোসেন জিহাদ বলেছেন: অনেক ভালো লাগলো .. ধন্যরাদ ,, চালিয়া যান । আমার লেখ পড়ে ক্লিক করুন..... Most Beautiful Place In Bangladesh Tourist Spot
Bandarban Tourist Spot in Bangladesh; Like a Paradise of Clouds
Cox’s Bazar Tourist Spot; Top 23 Tourist Place You Can Visit

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.