নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিমা আমার নাম

চিমা মস্তকে হুল হুল

চিমা মস্তকে হুল হুল › বিস্তারিত পোস্টঃ

DSLR এর লেন্স ভেঙ্গে গেছে, ঠিক করা যাবে কিনা সাথে সম্পুরক প্রশ্ন

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:২২

আমার সখের ডিএসএলআর(NIKON D3000) খানা কালকে রাতে দূর্ঘটনা ক্রমে ভেঙ্গে গেছে।

লেন্স এর ভিতরের কোন কাচ ভাঙ্গে নি :| কিন্ততু যে আংশ ক্যামেরা বডিতে গিয়ে লাগে (প্যাচের মত) ওখানেই ফ্রাকচার হয়েছে। :( :(

আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। খুব কষ্ট করে কিনেছিলাম। নষ্ট হতে পারে বিধায় কম ইউজ করতাম, যদিও এটা কোন যুক্তি যুক্ত সমাধান ছিল কি না জানিনা।



এখন প্রশ্ন নাম্বার এক

ক্যামেরা রিপেয়ার করে এমন ভাল প্রতিষ্ঠান কোনটি?? ভাল হোক বা না হোক সান্তনা পেতাম।

২য়ত

১৮-৫৫ mm NIKOR VR lens এর দাম কত?? নতুন এবং পুরোনো??

৫৫-১০৫mm NIKOR VR lens এর দাম কত?? নতুন এবং পুরোনো??

৩য় অপশান

উপরের গুলো সম্ভব না হলে মানে রিপেয়ার বা নতুন কেনা সম্ভব না হলে

১৮-৫৫ mm ট্যামরান বা এই জাতীয় কমদামী VR lens এর দাম কত?? নতুন এবং পুরোনো??

৫৫-১০৫mm ট্যামরানVR lens এর দাম কত?? নতুন এবং পুরোনো??



ফুট নোটঃ আমি সর্বনিম্ন কত টাকায় এই ক্যামেরার জন্য লেন্স কিনতে পারব?? এবং কোথায়??









আর এই যে অটো জুমিং হয় এই মোটর কি ক্যামেরা বডিতে থাকে নাকি লেন্সে থাকে??

সব লেন্সই কি অটো ফোকাস ফাংশান আছে??

নতুন, স্বল্প ব্যবহৃত, রিকন্ডীশন লেন্স খালি চোখে সনাক্ত করা কি সম্ভব??



শেষ আরেক্টা সাজেশান দিন, নির্ভর যোগ্য মানে দাম যাই নিক মোটামুটি সৎ দোকানের ঠিকানা আছে??

মানে সেকেন্ড হ্যান্ডকে নতুন বলে বিক্রি করে না!!



আর ব্লগের কেউ এধরনের লেন্স বিক্রি করলে আমাকে এসএমএস দিন ০১৭১৫১৬০২৩৪ নাম্বারে।

ধন্যবাদ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৪

বুড়া শাহরীয়ার বলেছেন: আপনার DSLR এর বডি ঠিক থাকলে তেমন কোন প্রবলেম নেই। শুধু একটা নতুন লেন্স কিনতে হবে। সবচেয়ে সস্তা লেন্স হল ৫০এম এম (Nikkor AF-S 50mm f1.8G)। নাইকোন ডি ৩০০০ এর নিজস্ব লেন্স মোটর নাই তাই যে সব লেন্স গুলাতে বিল্ট ইন মোটর আছে সেগুলা দিয়েই অনলি অটো-ফোকাস হবে। তাই অনলি Nikkor AF-S লেন্স গুলাই অটো-ফোকাস কাজ করবে। উল্লেখ্য নাইকোন ডি ৩০০০ ফটো সেন্সর DX format এর তাই DX format এর লেন্স কিনলেও ওকে।

২| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৯

বুড়া শাহরীয়ার বলেছেন: DX লেন্সের সব চেয়ে কমদামি লেন্স Nikkor AF-S DX 18-55mm f3.5-5.6G VR।

৩| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩২

শফিউল আলম চৌধূরী বলেছেন: http://digitalworld.com.bd যোগাযোগ করে দেখতে পারেন। আমার জানামতে এরা রিপেয়ারিং এ ভাল। যতদুর জানি এরা সৎ।
দোকান বসুন্ধরা সিটিতে, কন্টাক্ট করবেন রুবেল ভাইয়ের সাথে।
আমার নাম বলতে পারেন। চিনবে।
কাছ থেকে দেখেছি এনাদের, ভাল লাগে।

আশাকরি আপনার সমস্যার সমাধান করতে পারবে।

৪| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

গুরুজী বলেছেন: হুম, ডিজিটাল ওয়ার্ল্ড এ রুবেল ভাই, পলাশ ভাই আছে! অইখানে নিয়া যান!

৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০

চিমা মস্তকে হুল হুল বলেছেন: থ্যাকংস নেট ছিল না বিধায় উত্তর দিতে দেরি হল ডোন্ট মাইন্ড
সবাইকে ধন্যবাদ।
আর বিভিন্ন নন ব্রান্ড লেন্সের দাম কত??
মানে ট্যামরন, সিগমা এগুলোর ৫৫-২০০??
বা ১৮-৫৫ বা ৭০-৩০০??
দাম জানা থাকলে জানাবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.