নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমান ছাড়া এত্তেবা হয়না, এত্তেবা ছাড়া মত্তাবেইন হওয়া যায়না।

যাফর

ইমান ছাড়া ইত্তেবা হয়না, ইত্তেবা ছাড়া মত্তাবেইন হওয়া যায়না।

যাফর › বিস্তারিত পোস্টঃ

কোরআন ও আহলে বাইত।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৪

ফেসবুক হতে শেয়ার করা।



হাদিস ও কোরআনের বাণী হতে অত্যন্ত পরিষ্কার যে, কোরআন ও আহলে বাইত অবিচ্ছিন্ন । একে অপর থেকে পৃথক করলে সত্য উপলব্ধি করা কখনই সম্ভব নয় । কোরআনের জাহিরি-বাতিনি সব জ্ঞান রয়েছে আহলে বাইতের কাছে । নবীবংশ পুত-পবিত্র । ইলমে শরিয়ত, তরিকত, মারিফত ও হাকিকতের সব জ্ঞান রয়েছে তাদের কাছে । তাই কোরআনের সঠিক জ্ঞান নিয়ে আল্লাহ ও রাসুল চিনতে হলে আহলে বাইত ছাড়া কোন উপায় নেই । যুগে যুগে যত মনীষী এসেছে তাদের জীবন-ইহিতাস ঘাটলে দেখা যায় তারা অধিকাংশ সময়ই তার যুগে প্রিয় নবীজীর পবিত্র বংশধরের গোলামী করেছেন এবং তাদের হাতে মুরিদ হয়ে স্মরণীয়-বরনীয় হয়ে আছেন । আহলে বাইত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ । তাদের রাজি-খুশিই আল্লাহ ও রাসুলের রাজি-খুশি । তাদের ভালবাসাই ইমান । তাদের ভালবাসাই পরকালে নাজাতের মাধ্যম । আহলে বাইতকে আঁকড়ে ধরাই হলো প্রকৃত সুন্নাতের অনুসরণ । আহলে বাইত ছাড়া দাঁড়ি,টুপি,পোশাকি সুন্নাতের কোন মুল্য নেই । কেননা ইমান না থাকলে আমলের কোন মুল্য নেই ।



লেখক:- মোহাম্মদ তফিজ উদ্দিন কাদেরী।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৪ রাত ৯:১৫

মোঃ শিলন রেজা বলেছেন: ভাই মারিফত জ্ঞান সম্পর্কে কিছু জানলে লিখুন আমরা একটু জানি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.