নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমান ছাড়া এত্তেবা হয়না, এত্তেবা ছাড়া মত্তাবেইন হওয়া যায়না।

যাফর

ইমান ছাড়া ইত্তেবা হয়না, ইত্তেবা ছাড়া মত্তাবেইন হওয়া যায়না।

যাফর › বিস্তারিত পোস্টঃ

হাদিস।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৯



ফেইসবুক থেকে সংগ্রহীত।


উম্মুল মুমিনীন হযরত উম্মে সালমা (রা:) বর্ণনা করেন- আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম কে প্রায়ই বলতে শুনেছি, আলী কোরআনের সাথে এবং করআন আলীর সাথে । তারা একে অপর থেকে পৃথক হয় না । কিয়ামত দিবসে তারা উভয়ে হাউজে-কাওসারের নিকট আমার সাথে মিলিত হবে । যে আলীকে ত্যাগ করেছে সে কোরআন ত্যাগ করেছে । ( ১. তিরমিজি শরীফ । ২. কিতাবে আওসাদ : তাবরানী শরীফ ; ইমাম তাবরানী (রহ:) । ৩. ইয়া মুকাল্রেবুল ক্বুলুব, পৃষ্টা-৪৫। ৪. মাসিক আলোকধারা, ১৭শ বর্ষ, ৮ ম সংখ্যা (আগষ্ট ২০১২ সংখ্যা), ২৩ পৃষ্টা)

এ জন্য হযরত উসমান (রা:) এর খেলাফতের কালে যখন মুদ্রিত কোরআন শরীফ তার খেদমতে নিবেদস করা হয়েছিল তখন মওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন -

হাজ্বাল কোরআনু সামিতুন ওয়া আনা কোরআনু নাতিকুন ।

অর্থ :- এ হলো নির্বাক ( মৃত) কোরআন আর আমি হলাম জীবন্ত (নাতিক, জিন্দা) কোরআন । ( ইয়া মুকাল্রেবুল ক্বুলুব, পৃষ্টা-৪৬)

লেখক:- মোহাম্মদ তফিজ উদ্দিন কাদেরী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.