![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
|||১|||
চৈত্রের রুক্ষতার বুক চিড়ে
বেড়ে ওঠা কষ্টের পাহাড়ে
আজকাল বড়বেশি দগ্ধ হচ্ছি ।
কয়লার আগুন যেমন পোড়ে
অর্ন্তজ্বালায় ঠিক তেমনি পুড়ছি ।
।।।২।।।
ভরসাহীন দৃষ্টি,ক্ষুধাকাতর দেহ
ফাঁকা পকেটে রাস্তায় রাস্তায়
চলছে উদ্দেশ্যহীন হাঁটা ,
এ নগরীর প্রতিটি মানুষ,
রাস্তা-দেয়াল বড্ড বেশি স্বার্থন্বেশি ।
।।।৩।।।
চিৎকার করে কি হবে,
কান্না করে কি হবে ,
চোখের জলের দাম নেই ,
প্রতিটি মানুষের চোখ ,কান ,মুখ
আজ অদৃশ্য শিকলে বন্দী ।
।।।৪।।।
বেঁচে থাকতে হয় বলে কি
শুধু বেঁচে থাকা ? নাকি ,
নিজেকে যাচাই করে ,নিজেকে বাজিয়ে
শত বাঁধা ভেঙে,আলোকের পথে
আনন্দ-ঊল্লাস মজিয়ে বাঁচা ।
।।।৫।।।
চৈতন্য আর কবে হবে ,
মরলে পরে নাকি ইহকালে ।
ধর্ষিতা নারীর চিৎকার,দুঃখীদের হাহাকারেও
যাদের টনক নড়েনা ,বিবেক ঘুমায়
তাদের চৈতন্য বলে কিছু নেই ।
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২১
শাহারিয়ার ইমন বলেছেন: শুভেচ্ছা
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৮
কালনী নদী বলেছেন: ভরসাহীন দৃষ্টি,ক্ষুধাকাতর দেহ
ফাঁকা পকেটে রাস্তায় রাস্তায়
চলছে উদ্দেশ্যহীন হাঁটা ,
এ নগরীর প্রতিটি মানুষ,
রাস্তা-দেয়াল বড্ড বেশি স্বার্থন্বেশি । ভালো লাগছে ভাই! পাঁচটি কবিতাই সুন্দর তবে দুই নাম্বারেরটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার।
পুরো লেখা বোল্ড করলে অনেকের পড়তে ঝাপসা লাগে, আমার একটি কবিতায় এই ফিডব্যাক পাওয়ার পর আর সম্পূর্ন লেখাকে বোল্ড করি না। যদিও আমার কাছে পড়তে কোন সমস্যা হয় নি।
অনেক অনেক অনেক শুভ কামনা রইল ভাইয়া।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৯
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে ভাই।এরপর থেকে তাহলে বোল্ড করে লিখবনা । আমি আসলে এ ব্যাপারে জানতাম না ।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল বলেছেন।
০৩ রা মে, ২০১৬ রাত ১০:৪৪
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ । অনেক অনেক শুভেচ্ছা
৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২১
ডার্ক ম্যান বলেছেন: চারদিকে নষ্টের উৎপাত, তবুও কিছু করতে পারছি না।
আপনারর কবিতা ভাল হয়েছে
০৩ রা মে, ২০১৬ রাত ১০:৪৬
শাহারিয়ার ইমন বলেছেন: আপনাদের ভাল লাগায় অনুপ্রানীত হই ,পাশে থাকবেন আশা করি সবাই
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।