নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

" দেবী " সিনেমা রিভিউ ।।

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:১৭




"দেবী" সিনেমা নিয়ে আমার ব্যাপক আগ্রহ ছিল । আমি এমনিতেই হুমায়ূন আহমেদের ফ্যান । তার অন্যতম সৃষ্টি ''মিসির আলী" নিয়ে প্রথমবার বড় পর্দায় সিনেমা হয়েছে ,প্রত্যাশা একটু বেশিই ছিল । আজকে "দেবী" দেখে আসলাম । দেখে আমার নিজের ব্যক্তিগত ভাল/খারাপ বিবেচনায় রিভিউ লিখতে বসে গেলাম ।

প্রথমে আসি "জনরা " নিয়ে । সিনেমাটির জনরা দেয়া হয়েছে আইডিএমবিতে (মিষ্ট্রি ,ড্রামা) ।হুমায়ূন আহমদের লেখার ধরন অনুযায়ী সিনেমাটি হওয়া উচিত ছিল "মনস্তাত্বিক থ্রিলার " । কিন্তু এই রকম জনরার সিনেমা বানানো এদেশের পরিস্থিতিতে খুব কঠিন এবং অধিকাংশ দর্শক এইরকম সিনেমা হলে গিয়ে দেখে বিরক্তি হবে । এজন্য কিংবা অন্য কোন অজ্ঞাত কারনে সিনেমাটি হয়ে গেল "ভৌতিক ,রহস্য " এই জনরার ।


ভাবছিলাম প্রথম "মনস্তাত্ত্বিক থ্রিলার" দেখব ।দেখে আসলাম অন্যকিছু । প্রত্যাশা বেশি ছিল । তারপরেও সিনেমাটি বেশ কিছুক্ষেত্রে খুব ভাল করছে ,আবার কয়েকটা বিষয় একেবারেই মানানসই নয় । এদেশের সিনেমাজগতের কমার্শিয়াল মাশাল ছবির কষাঘাতে দেখার মত হাতে গোনা ২/১ টা ছবি হয় বছরে তাও যদি আমরা না হলে গিয়ে দেখি তাহলে এরকম ছবিও আর হবেনা ।নতুন করে প্রযোজক ,ডিরেক্টর এইরকম মুভি বানাতে সাহস করবেনা ।এজন্য সবাইকে বলব ,যারা ছবি দেখেন ।এদেশের হল গুলোতে ভাল ছবি দেখতে চান অবশ্যই হলে গিয়ে "দেবী'' দেখে আসবেন ।

সিনেমাটোগ্রাফি ; ৮.৫/১০।

সাউন্ড ইফেক্ট ; ৮/১০ ।

"দেবী" সিনেমার এই দুটি দিক বেশ ভালো লেগেছে । সিনেমাটোগ্রাফি বেশ ভাল ছিল । সিনামাটিতে পরিচালক অনম বিশ্বাসের সাউন্ড ইফেক্ট ও সিনেমাটোগ্রাফি(ক্যামেরার কাজ) বেশ প্রশংসনীয় । সচারচর বাংলা ছবিতে আপনি এত ভাল সিনেমাটোগ্রাফি আর সাউন্ড ইফেক্ট খুঁজে পাবেন না ।

সিনেমার কাহিনী নিয়ে সামান্য কিছু বলব । উপন্যাসের সাথে তাল মিলিয়েই ছবি সামনের দিকে এগুতো থাকে মাঝে মাঝে কিছু পরিবর্তন বা নতুন করে যোগ করা হয়েছে । ফিনিশিং এ গিয়ে এমন কিছু হয় যেটা অন্তত আমি আশা করিনি ,এখানে আরো ভালো কিছু আশা করছিলাম মূলত ফিনিশিং কিভাবে করবে এটা জানতেই হলে গিয়েছিলাম ।


"দেবী" সিনেমাটিতে মূল চরিত্র আসলে রানু(জয়া আহসান) । "মিসির আলী" চরিত্রটি ওভাবে ফুটিয়ে তোলা হয়নি বিশেষকরে 'মিসির আলীর' তদন্তগুলো আরো বেশী চমকপ্রদ করা যেত । একটা তাড়াহুড়ো ছিল যেন সিনেমাটি খুব দ্রুত শেষ করার জন্য । মিসির আলীর বাসভবন টাও মানানসই হয়নি। তাছাড়া শুরুতে "মিসির আলী" কে নিয়ে একটু হাস্য-রস দেখানো হয়ছে যেটা সত্যি ভাল লাগেনি ।
সিনেমার শেষ ডায়লগটিও যুতসই হয়নি । আরেকটা ব্যপার খুব বিরক্তিকর ছিল সিনেমায় যখন সাসপেন্স শুরু হল কেবল তখনই হুট করে রোমান্টিক গান !! তখন আসলেই বিরক্ত লাগছিল । এটা না দিলেও পারতেন পরিচালক ।যদি গান দেবারই দরকার হত তাহলে একদম সিনেমা শেষে একটা গান ডুকিয়ে দিতে পারতেন যেটা প্রচারনার কাজে লাগত ,অবশ্যই রোমান্টিক না,এমন গান যাতে সাসপেন্স পাওয়া যায় ।




অভিনয়ে রানুর চরিত্রে জয়া আহসানকে একটু বেশি ওভার এক্টিং করছে বলে মনে হয়েছে ।তবে এটাকে ছাড় দেয়া যায় । একেত্রে তার আরেকটু খেয়াল দেয়া উচিত ছিল । 'মিসির আলীর' চরিত্রে চঞ্চল চৌধুরীকে দিয়ে চালিয়ে নেয়া গেছে কিন্তু ক্ষুরধার শাণিত দৃষ্টিসম্পন্ন একজন কাউকে মিস করেছি । এই চরিত্রের জন্য "প্রয়াত হুমায়ন ফরিদী " মনে হয় বেস্ট হত । চঞ্চল চোধুরী ছিল বলে খারাপ লাগেনি ,অন্য কেউ হলে মনে হয় দেখার রুচি উঠে যেত। নীলুর চরিত্রে "শবনম ফারিহা " জড়তা বিহীন স্বাভাবিক ছিল এবং তার অভিনয় ভালই লেগেছে ,ওভার এক্টিং ও হয়নি কিংবা কোন কিছুর কমতি হয়নি । আনিস চরিত্রে "অনিমেষ আইচ" আরো বেশ ভাল করতে পারতেন ।আমার কাছে মনে হয়ছে তার ভিতর জড়তা কাজ করছিল । সাবেত চরিত্রে " ইরেশ জাকের" একদম ভাল করতে পারেননি । তার ক্যারেক্টারটি আরো বেশি স্ট্রং অথচ সাবলীল ভঙ্গিমায় অভিনয় করতে পারত এরকম কাউকে দিলে ভাল হত ।


সবকিছু মিলিয়ে আমি ১০ এর ভিতর ৭ দিব । অবশ্যই সবাইকে হলে গিয়ে দেখার জন্য বলব ,যারা রহস্য ভালবাসেন তাদের ভাল লাগবে ।


"দেবী" সিনেমা নিয়ে আমার আগের পোষ্ট ;-

Click This Link



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৮ ভোর ৬:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইউটিউবে দিলে দেখতে পারতাম। এখানে তো দেখার উর্পায় নেই।

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

শাহারিয়ার ইমন বলেছেন: ইউটিউবে মনে হয়না দিবে এক বছরেও

২| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

কালো_পালকের_কলম বলেছেন: ধন্যবাদ....

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

শাহারিয়ার ইমন বলেছেন: স্বাগতম

৩| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: ইউটিউব এ আসলে দেখব। অপেক্ষায় আছি।

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩

শাহারিয়ার ইমন বলেছেন: অনেকদিন অপেক্ষায় থাকা লাগবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.