নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকার টুকরো গল্প । (১)

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫



১) ছোট একটি মিষ্টি মেয়ে তার দুহাতে দুইটি আপেল নিয়ে দাঁড়িয়ে আছে । তার মা এসে হাসিমুখে তাকে আদর করে বলল , "তুমি কি তোমার মাকে একটি আপেল খেতে দেবে ''?

ছোট্ট মেয়েটি তার মায়ের দিকে কয়েক মূহূর্ত তাকিয়ে থাকল । হঠাৎ করেই সে একটি আপেলে ছোট করে কামড় দিল এবং তারপরেই অন্য আপেলটিতেও কামড় দিল ।

মেয়েটির মায়ের মুখের হাসি একটু মলিন হলেও সে তার মেয়েকে বুঝতে দিলনা ।

মেয়েটি তখন একটি আপেল তার মায়ের দিকে এগিয়ে বলল , "এই নাও ।এইটা তোমার ,এই আপেলটি বেশি মিষ্টি । "



২) এক ছেলে তার বৃদ্ধ বাবাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে গেল । তার বাবা ছিল খুবই বৃদ্ধ এবং দুর্বল । সে খেতে গিয়ে নিজের শার্টে এবং ট্রাউজারে খাবার দিয়ে মাখামাখি করে ফেলল । রেস্টুরেন্টের সবাই তখন বৃদ্ধ লোকটিকে করুনার দৃষ্টিতে দেখছিল এবং চুপে চুপে এই নিয়ে আলোচনাও করছিল । কিন্তু ছেলেটি তাতে একটুও লজ্জিত হয়নি ।

খাওয়া শেষ হবার পর ,ছেলেটি তার বাবাকে ওয়াশ রুমে নিয়ে গেল । লেগে থাকা খাবারের অংশ পরিষ্কার করল , পানি দিয়ে ধুয়ে দিল ,
সুন্দর করে তাকে মুছে দিল টিস্যু দিয়ে এবং চুল আছড়িয়ে দিল । যখন তারা ওয়াশ রুম থেকে বেরিয়ে আসল , রেস্টুরেন্টের সবাই একেবারে নিশ্চুপ হয়ে গেল তাদের দেখে এবং তারা মেনে নিতে পারলনা বিষয়টা ,নিজেরাই লজ্জিত হয়েছিল ।

ছেলেটি বিল দিয়ে যখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছে ,তখন একজন বৃদ্ধ লোক ছেলেটিকে উদ্দেশ্য করে বলল ," এই ছেলে ,তুমি কি কিছু ফেলে রেখে যাচ্ছনা ?''

ছেলেটি জবাব দিল ," কই চাচা , কিছুই তো ফেলে রেখে যায়নি ।"

বৃদ্ধ লোকটি বলল ," হ্যা রেখে গেছ , এখানে সবার জন্য তুমি একটা শিক্ষা রেখে গেছ এবং বাবাদের জন্য একবুক আশা ।''



৩) এক তরুন রাস্তা দিয়ে যাচ্ছিল । তখন দেখতে পেল এক বৃদ্ধ লোক একটা থালা নিয়ে বসে আছে ভিক্ষার জন্য। ভিক্ষার থালা একদম খালি । পাশে একটা সাইন বোর্ডে লেখা ," অন্ধ ব্যক্তিকে কিছু সাহায্য করুন " ।

তরুনটি কিছুক্ষন দাঁড়িয়ে দেখল রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে কিন্তু কেউ বৃদ্ধ লোকোটিকে সাহায্য করছেনা ।তার খুব খারাপ লাগল ।
। তখন সে একটা মার্কার জোগাড় করে সাইনবোর্ডের অপর পাশে কিছু লিখে দিল এবং সাইনবোর্ডটি ঘুরিয়ে রেখে দিল ।তারপর তরুনটি চলে গেল । ভিক্ষুক ব্যাপারটি খেয়াল করল কিন্তু কিছুই বললনা ।

এক ঘন্টার ব্যবধানে ভিক্ষুকের থালা টাকাপয়সায় ভরে গেল । ভিক্ষুক এক আগন্তুককে দাঁড় করিয়ে জিজ্ঞেস করল ," সাইনবোর্ডে কি লেখা আছে ?"

লোকটি বলল । " আজকের দিনটা খুবই সুন্দর ।আপনারা দেখতে পারছেন কিন্তু আমি পারছিনা "।


[বেঁচে থাকার টুকরো গল্প নিয়ে সিরিজ শুরু করতে যাচ্ছি ।আজকেই তার প্রথম পদচারনা । ]

।।গল্পগুলো অনুবাদকৃত। ।
ছবি ; গুগুল

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গল্পগুলো আগেও শুনেছি/পড়েছি
তার পরেও খারাপ লাগেনি।
উপদেশগুলো সত্যিই অর্থবহ!

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

শাহারিয়ার ইমন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আবার পড়ার জন্য

২| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল গল্প।
ভালো। বেশ ভালো।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১১

শাহারিয়ার ইমন বলেছেন: যি সহজ সরল বাট মিনিংফুল

৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ছোত গল্প ভাল লাগে + লাগলো।

ভালবাসা মিশ্রিত প্লাস++++

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১২

শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফাঁপড়বাজ গ্রুপে এ ধরনের গল্পগুলো এনিমেশান দিয়ে দেখানো হয়। গল্পগুলো সুন্দর ও শিক্ষনীয়...

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

শাহারিয়ার ইমন বলেছেন: তাই নাকি ? জানতাম না

৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

রাকু হাসান বলেছেন:


খুব চমৎকার লিখেছেন ভাই । ভালো লাগছে । মেয়েটি মিষ্টি আপেল মা কে দেওয়ায় খুব অবাক হলাম এবং ভালো লাগা কাজ করছে । শুভকামনা রইলো ।

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

শাহারিয়ার ইমন বলেছেন: রাকু ভাই অনেক দিন পর ।কেমন আছেন

৬| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫০

রাকু হাসান বলেছেন:


ভালো অাছি ভাই । আপনি কেমন আছেন । মনে কিছু নিবেন ,একটু ব্যস্ত সময় তাই ব্লগে সময় কম দেওয়া হচ্ছে । শুভরাত্রি । ভালো থাকুন সব সময় ।

১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০০

শাহারিয়ার ইমন বলেছেন: যি ভালই আছি ।ব্যস্ততা কাটয়ে আবার আমাদের আঝে ফিরে আসুন

৭| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

নজসু বলেছেন:


৩ নং টা কোন এক ভিডিওতে দেখেছিলাম।

ভাই, ১ আর ২ নং পাঠ করে মনটা কেমন একটা আবেশে ভরে গেল।
আপনার এই সিরিজ চলুক।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

শাহারিয়ার ইমন বলেছেন: আশা করি পাশেই থাকবেন ।

৮| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

মনিরা সুলতানা বলেছেন: সিরিজ ?
চলুক সিরিজ সাথে আছি ; এমন সব অসাধারণ মন ভালো করা গল্প শুনতে ভালো লাগে।
শুভ কামনা।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ,পাশে থাকার জন্য আপু ।

৯| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

জগতারন বলেছেন:
মনিরা সুলতানা বলেছেন: সিরিজ ?
চলুক সিরিজ সাথে আছি ; এমন সব অসাধারণ মন ভালো করা গল্প শুনতে ভালো লাগে।
শুভ কামনা।


সহমত !

১০| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

জগতারন বলেছেন:
মনিরা সুলতানা বলেছেন: সিরিজ ?
চলুক সিরিজ সাথে আছি ; এমন সব অসাধারণ মন ভালো করা গল্প শুনতে ভালো লাগে।
শুভ কামনা।


সহমত !

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

শাহারিয়ার ইমন বলেছেন: জগতারন আপনাকে ব্লগে স্বাগতম । অনেক অনেক ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.