নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকার টুকরো গল্প (২)

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩



১)আজ হাসপাতালে বাবা মারা যাওয়ার সময় , আমি তার কপালে চুম্বন দিলাম । মারা যাওয়ার পাঁচ সেকেন্ড পর খেয়াল করলাম সেই ছোটবেলা থেকে বাবাকে দেয়া এটাই প্রথম চুম্বন ।


২) আজ যখন ২৭ বছর বয়সী এক ব্রেস্ট ক্যান্সার রোগীকে তার দুবছর মেয়েকে নিয়ে পাগলের মত হাসতে দেখলাম , তখন হঠাৎ মনে হল আমার নিজের জীবন নিয়ে কেবল অভিযোগ করা বাদ দিয়ে যা আছে তাই নিয়ে খুশি থাকা উচিত ।


৩) কেনিয়া ভ্রমনের সময় একজন জিম্বাবুয়েন রিফিউজির সাথে দেখা হইয়েছিল । সে তিনদিন ধরে অভুক্ত ছিল । আমার বন্ধু তখন তাকে তার অল্প একটু খাওয়া স্যান্ডউইচ তাকে খেতে দিল । লোকটি তখন আমাদের আশ্চর্য করে দিয়ে বলল ,আমরা এটা ভাগাভাগি করে খেতে পারি ।


৪) আজকে ফায়ার স্টেশনে ৮ ঘন্টা শিফট শেষ করে এক দোকানে গেলাম ।তখন এক মহিলা হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরল ।
পরে মহিলা বুঝতে পারল আমি তাকে চিনতে পারিনি । সে তখন বলল , ৯-১১-২০১১ সালে তুমি আমাকে কোলে করে বিল্ডিং থেকে বের করে এনে আগুনের হাত থেকে বাঁচিয়েছিলে । মহিলার কথা শুনে খুশিতে আমার চোখের কোনে বিন্দু বিন্দু পানি জমেছিল ।


৫) আমি জন্ম থেকে অন্ধ । যখন আমার বয়স ৮ বছর ,তখন আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম ," বাবা আমি কি বাস্কেটবল খেলতে পারব ?" বাবা বলল ," তুমি চেষ্টা করে দেখ আগে , চেষ্টা না করলে বুঝবে কিভাবে পারবে কি না ?" অনেক চেষ্টার পর আমি পেরেছিলাম বাস্কেটবল খেলতে । এখন জাতীয় প্রতিবন্ধী দলে আমার জায়গা হয়েছে ।


৬) সাইকোলজির রিসার্চ পেপার কাজের জন্য , আমি আমার দাদির একটা ইন্টারভিউ নিয়েছিলাম । দাদিকে জিজ্ঞেস করলাম ," সফলতাকে কিভাবে সংজ্ঞায়িত করবে দাদি ?''
দাদি বলল ," যখন তুমি তোমার পিছনের দিকে তাকাবে এবং যে কাজের জন্য তুমি এখন গর্ববোধ করবে সেটাই সফলতা "।

৭) আমি আমার মেনটরকে জিজ্ঞেস করলাম যিনি একজন সফল ব্যবসায়ী ," আপনার জীবনের সফলতার পিছনে তিনটি কারন কি হতে পারে বলে মনে করেন ?"
তিনি হাসলেন এবং উত্তর দিলেন ,'' এমন কিছু পড় যা এখনো কেউ পরেনি , এমন কিছু ভাব যা এখনো কেউ ভাবেনি এবং এমন কিছু কর যা কেউ করেনি । "


বেঁচে থাকার টুকরো গল্প(১) পড়তে Click This Link

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

করুণাধারা বলেছেন: সবগুলো গল্পই ভালো লেগেছে।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল লাগলে স্বার্থক আমি ।

২| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

কালো_পালকের_কলম বলেছেন: অসাধারণ

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০০

শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ।আপনি মনে হয় প্রথমবার আমার ব্লগে এসেছেন ।ব্লগে স্বাগতম , অনেক অনেক ভাল থাকবেন ।

৩| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

মাহের ইসলাম বলেছেন: ভালো লেগেছে।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫

শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ মাহের ভাই ।অনেক অনেক ভাল থাকবেন ।

৪| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে...

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭

শাহারিয়ার ইমন বলেছেন: গল্প গুলো কি ভাল লাগেনি ?

৫| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

সৈয়দ ইসলাম বলেছেন: এগুলো কী আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা?

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬

শাহারিয়ার ইমন বলেছেন: যিনা ,আমি গল্পের সুবিধার জন্য বলছি ।

৬| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজীব নূর-ও এভাবে ব্লগ লিখেন। ঠিক আছে মানে হল - গল্পগুলো ঠিক আছে...

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৪

শাহারিয়ার ইমন বলেছেন: ও আচ্ছা বুঝছি । ভাল থাকবেন অনেক ।

৭| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো লেগেছে।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৫

শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ কবি সাহেব ।

৮| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫০

জগতারন বলেছেন:
পড়লাম।
ভালোই।

৯| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫০

জগতারন বলেছেন:
পড়লাম।
ভালোই।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

শাহারিয়ার ইমন বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

১০| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: বাহ!অসাধারন লাগল।

১১| ১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:৫৯

ঢাকার লোক বলেছেন: ভাল ভাল গল্প সব! সুন্দর উপস্হাপনা।

১২| ১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:০০

ঢাকার লোক বলেছেন: ভাল ভাল গল্প সব! সুন্দর উপস্হাপনা।

১৩| ১২ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:০৪

ঢাকার লোক বলেছেন: ভাল ভাল গল্প সব! সুন্দর উপস্হাপনা।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

শাহারিয়ার ইমন বলেছেন: একই কমেন্ট ৩ বার করেছেন ঢাকার লোক , যাই হোক ব্লগে স্বাগতম ।

১৪| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: এরুম পোষ্ট আমার কাছে খুব ভালো লাগে।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

শাহারিয়ার ইমন বলেছেন: আপনার কাছ থেকেই তো অনুপ্রাণিত রাজীব ভাই ।

১৫| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: সব গুলোই ভাল হয়েছে।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল লাগছে ,লিখে স্বার্থক তাহলে ।

১৬| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০২

আহমেদ জী এস বলেছেন: শাহারিয়ার ইমন,



এমন গল্পগুলোই বেঁচে থাকাকে অর্থবহ করে তোলে ।



১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

শাহারিয়ার ইমন বলেছেন: আপনার কাছ থেকে অনুপ্রেরনা পেলাম আহমেদ ভাই । ভাল থাকবেন ,সুখে থাকবেন ।

১৭| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: হায়রে মানুষ রঙিন ফানুস....

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

শাহারিয়ার ইমন বলেছেন: দম ফুরাইলেই ঠুস ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.