![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ন্যাশনাল ব্রিজ হল কার্ড-এর অন্যতম উচ্চতর ফরম্যাট। দুজন করে পার্টনারসহ চার জনে এটি খেলা হয়।
আমরা জানি, কার্ডগুলোর চারটি নাম: স্পেড বা কমন রং, হার্টস বা হরতন, ডাইস বা রুইতন এবং ক্লাপস্ বা চিরা। ন্যাশনাল ব্রিজের পয়েন্ট হল: স্পেড=৯, হার্টস=৮, ডাইস=৭, ক্লাপস্=৬।
কল ব্রিজ খেলার মত প্রথমে কার্ড ডিস্ট্রিবিউট বা বণ্টন করা হয়। তারপর কল করা হয়। কলটা হল আপনি কোন কার্ডটিকে রং করতে চান যেটি দিয়ে ট্রাম্প করা হবে। ধরুন, আপনি প্রথমে ১টি স্পেড কল করেছেন। কারণ আপনার হাতে স্পেড কার্ড ভালো অবস্থানে আছে বা স্পেড এর অনার্স কার্ড ভালো অবস্থানে আছে। অনার্স কার্ড হল প্রতিটি কার্ডের টিক্কা বা A সিরিজ থেকে 10 নং সিরিজের এই পাঁচটি কার্ড।
যাহোক, আপনার কলের বিপরীতে আপনার প্রতিপক্ষ ২টি হার্টস বা ডাইস বা যেকোনো কার্ড কল করলো। তখন আপনার পার্টনার বা আপনি আপনার কলটাকে এস্টাবলিশ করার জন্য চ্যালেঞ্জ নিয়ে কল অব্যাহত রাখতে পারেন অথবা কল ছেড়ে দিতে পারেন। যে কলটি টিকবে সেটিই হবে ট্রাম্প কার্ড। এক্ষেত্রে আরেকটি কল আছে, সেটি হল 'নো ট্রাম্প'। অর্থাৎ, হাতে বেশি অনার্স কার্ড বা এভারেজ ভালো কার্ড থাকলে নো ট্রাম্প কল করা যাবে। এক্ষেত্রে পয়েন্ট সবচেয়ে বেশি অর্থাৎ ১০। এই লিডে কোনো ট্রাম্প করা যাবে না। যে যত কার্ড তুলে নিতে পারে। কল করার পর আপনার কলকে আপনার প্রতিপক্ষ চ্যালেঞ্জও জানাতে পারে, মানে আপনি কল করে ট্রাম্প কার্ড ডিক্লেয়ার করলেন কিন্তু আপনার প্রতিপক্ষ মনে করছে আপনি গেম করতে ব্যর্থ হবেন এবং শর্ট খেতে পারেন। সেক্ষেত্রে সে 'ডাবল' দিতে পারে। আপনি আবার তাকে পাল্টা চ্যালেঞ্জ করে 'রি-ডাবল' দিতে পারেন।
গেম স্কোর হল ৩০। লিড শেষে হিসাব করা হয় গেম হল কিনা। গেম না হলে প্লে স্কোর যোগ করা হয়। এছাড়া ট্রাম্প কার্ডের মিনিমাম ৩০ অনার্স যারা পাবে সেটি তাদের স্কোরকার্ডে জমা হবে। এভাবে ১৩টি লিড খেলা শেষে হিসাব করা হয় কারা জিতছে। যদি পর পর দুটি গেম কেউ করে তাহলে তারা ২৫০ পয়েন্ট পায় যেটিকে রাফ পয়েন্ট বলা হয়। যদি কেউ প্রতিপক্ষকে কোনো কার্ড বা পিট না দিয়েই গেম করে তাহলে তারা ১০০ পয়েন্ট পায় যেটিকে বলা হয় হান্ড্রেড জিএস গেম। যদি প্রতিপক্ষকে শুধু একটি কার্ড বা পিট দিয়ে গেম করে তাহলে তারা ৫০ পয়েন্ট পায় যেটিকে বলা হয় ফিফটি এলএস গেম। শেষের লিডে যারা গেম করে তারা অতিরিক্ত ১২৫ পয়েন্ট পায়।
ন্যাশনাল ব্রিজ একটি মেধা প্রয়োগের খেলা। যে কল করে তার পার্টনারের কার্ড ওপেন রাখা হয়, ফলে নিজের কার্ড এবং ওপেনকৃত কার্ড দেখে আপনাকে ৫২ কার্ডের হিসাব করে নিতে হয় কার কাছে কী কার্ড আছে। এছাড়া প্রতিটি কার্ডের হিসাব রাখাও জরুরি। এখানে ঝুঁকি নেয়াটা এবং কৌশলী হওয়াটাও গুরুত্বপূর্ণ। ব্রেনকে শার্প করা এবং বিনোদনের জন্য ন্যাশনাল ব্রিজও হতে পারে প্রিয় একটি খেলা। তবে কেউ এটাকে জুয়া বানিয়ে নিঃস্ব হলে তার দায় এই লেখকের নয়।
©somewhere in net ltd.