![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামুয়ালাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব। বাংলাদেশে ব্যবসা করা বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে আমার কেমন অভিজ্ঞতা হয়েছে তা আপনাদের জানাবো।
Daraz
অন্য সব ই-কমার্স সাইটের মত দারাজও একটি ই-কমার্স সাইট। বিভিন্ন ধরনের নামি-দামি পন্য এখানে পাওয়া যায়। এখানে এমন অনেক পন্য আছে যা হয়তো আপনি বাইরে কোন সপ বা মলে পাবেন না কিন্তু এখানে পাবেন। এখানে বিদেশী অনেক পণ্যও পাওয়া যায়। এই সাইট থেকে আমি অনেকবার পন্য ক্রয় করেছি। কখনো সেই পন্য খুব ভালো হয়েছে আবার কখনো খারাপ, আবার কখনোবা মোটামুটি। কিন্তু এখানে জানার বিষয় হল আপনি Daraz এর কোন সেক্টর থেকে পন্য কিনছেন? এই সাইটে শুধু দারাজ না, Daraz এর সাথে অন্যান্য থার্ড পার্টি ও বিজনেস করছে। সুতরাং আপনি যদি থার্ড পার্টির পন্য ক্রয় করেন আর তা খারাপ হয় তবে আপনি তার জন্য দারাজকে দোষারোপ করতে পারবেন না কারন পণ্যটি Daraz এর ছিলো না। এখন প্রশ্ন হল কোনটি Daraz এর পণ্য সেটা কিভাবে বুঝবেন। কারন সব পণ্যই তো Daraz এর ওয়েব সাইটে দেয়া থাকে।
Daraz এর পণ্য চেনার উপায়
Darazএর ওয়েব সাইট থেকে অরজিনাল পণ্য চেনার উপায় হল দারাজ মল দেখে পণ্য কেনা। আপনারা খেয়াল করেছেন কিনা জানিনা তবে যে পণ্যগুলো একান্তই Daraz এর সেই সব পন্যের নিচে দারাজ মল লেখা থাকে। আর যে স পন্যের নিচে দারাজ মল লেখা থাকে না সেগুলো থার্ডপার্টির। তাই অই পণ্য কিনলে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আর যদি খারাপও হয় তার জন্য দারাজ দায়ী থাকে না। এই জন্যই বন্ধুরা পণ্য কেনার সময় অবশ্যই দারাজ মল লেখা দেখে কিনুন আর যদি দারাজ মল লেখা বিহীন পণ্য কিনতে চান তবে পণ্যটি ক্রয় করার আগে ভালো ভাবে পন্যের রিভিউ দেখে নিন। এতে করে অই পণ্য সম্পর্কে আপনি ধারনা পাবেন যে পণ্যটি সম্পর্কে অন্যরা কি মতামত দিয়েছে।
Ponnobd Electronics
দ্বিতীয় ই-কমার্স সাইটটা হল Ponnobd Electronics. এখানে Electronics এর অনেক পণ্য পাওয়া যায়। যেমনঃ led tv, Electric Kettle, Home Theater, Digital Light, Soundbox, Iron, Rice Cooker, Steamer, Electric Fry Pan, Trimmer, Monitor & Home Appliance এর মত যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায়। এখান থেকে পণ্য ক্রয় করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কারন এখানে যারা সেলস ম্যান আছেন যারা খুবই বন্ধু সুলভ আচরণ করে এবং তাদের ব্যবহারের কারনেই আপনি তাদের পণ্য কিনবেন। তাছাড়া এখানকার প্রোডাক্ট খুবই ভালো হয়। আপনি অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে পাবেন। ঢাকায় এমন অনেক ই- কমার্স সাইটেই আপনি নরমাল পন্যের উপর ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বিক্রি করতে দেখবেন হয়তো কিন্তু এখানে সেটা না। Ponnobd আস্থার একটি পূর্ণ নাম।
Pentanic TV
Pentanic হল Ponnobd র নিজেস্ব ব্র্যান্ড। Pentanic TV অন্যান্য Samsung, Walton, LG এই সব TV এর মত একটি ভালো Brand এর TV. এই TV আপনি নিঃসন্দেহে ক্রয় করতে এবং ব্যবহার করতে পারেন। এই TV র আকর্ষণীয় Design ও Advance সব Features আপনাকে দেবে Entertainment জগতের দারুন সব অনুভুতি। Pentanic TV র সব থেকে বড় যে সুবিধাটি রয়েছে তা হল এই TV তে রয়েছে এক বছরের পার্স প্যানেল গ্যারান্টি ও ১০ বছরের সেরা Service warranty. এছারাও এখানে রয়েছে Home delivery সুবিধা। সুতরাং ঘরে বসেই আপনি আপনার পছন্দমত TV টি অর্ডার করতে পারবেন। পার্সোনালি আমি নিজেও পেন্টানিকের ৬৫” ভয়েস কন্ট্রোল TV টি ব্যবহার করছি গত ৪বছর ধরে। এখনও কোন প্রকার সমস্যার সম্মুখীন হইনি। সম্পূর্ণ স্মুথ ভাবে চলছে আমার TV টি।
Ajkerdeal
Ajkerdeal বাংলাদেশের অন্যান্য E-commerce সাইটের মধ্যে অন্যতম একটি সাইট। এই সাইটেও আপনি বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করতে পারবেন। এখানেও আপনি পণ্য ক্রয় করার সময় অবশ্যই পন্যের রিভিউ দেখে কিনবেন কারন অনলাইনে আপনি হাতে ধরে পণ্যটি যাচাই করতে পারছেন না তাই রিভিউ দেখলে আপনি বুজতে পারবেন অন্যরা এই পণ্য সম্পর্কে কি বলেছে। এতে করে পণ্য কিনে আপনাকে কোন ক্ষতির সম্মুখীন হতে হবে না।
Alibaba
আলিবাবা বাংলাদেশের ই-কমার্স সাইট গুলোর মধ্যে রাজত্বকারি সম্রাট বলা চলে। কারন এখানে আপনি কোন সিঙ্গেল পণ্য ক্রয় করতে পারবেন না। এখানে আপনাকে পাইকারি বা লট ধরে প্রোডাক্ট ক্রয় করতে হবে। এখানে দেশী পন্যের সাথে সাথে বিদেশী পন্যেরও অভাব নেই। এখানে পাবেন না এমন কোন প্রোডাক্ট নেই। সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায়। আলিবাবাতে প্রথম ক্রেডিট কার্ড ছাড়া পেমেন্ট করা যেত না। কিন্তু এখন আলিবাবা বিকাশের সাথে সন্ধি স্থাপনের পর এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায়। যেহেতু এটি একটি বিদেশী ই-কমার্স সাইট তাই এখানে প্রোডাক্ট অর্ডার করলে তা শিপিং এর মাধ্যমে আপনার কাছে পউছাবে।
Ali Express
আলিবাবার মত করে আলি এক্সপ্রেস নিজেদের সাজাতে চেয়েছে। আলি এক্সপ্রেসও বাংলাদেশের না। এটি দেশের বাইরের একটি ই-কমার্স সাইট। এখানেও আপনি সব ধরনের ব্যবহারকারী পণ্য ক্রয় করতে পারবেন। এই সাইট থেকে প্রোডাক্ট ক্রয় করতে হলে আপনাকে ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে হবে। এখান থেকে প্রোডাক্ট অর্ডার করলে তা শিপিং এর মাধ্যমে আপনার কাছে আসবে। সেক্ষেত্রে আপনি কোন দেশ থেকে প্রোডাক্ট অর্ডার করছেন তার উপর নির্ভর করছে আপনার প্রোডাক্টি আপনার কাছে কত দিনে পৌঁছাবে।
Amazon
এটি একটি আমেরিকান ই-কমার্স সাইট। অ্যামাজনের বিভিন্ন শাখা বিভিন দেশে ছরিয়ে আছে। কিন্তু বাংলাদেশে এখনও এটি এসে পৌছায়নি। তাই বাংলাদেশ থেকে আমাজনে প্রোডাক্ট ক্রয় করা সম্ভব না। অ্যামাজনে বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলোজির প্রোডাক্ট পাওয়া যায়। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ গুলোতে অ্যামাজনের সার্ভিস চলে এসেছে। তাই আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশেও অ্যামাজনের সার্ভিস পাওয়া যাবে।
শেষ কথা
পরিশেষে আপনাদের উদ্দেশ্যে এই কথাই বলবো আপনি যে ই-কমার্স সাইট থেকেই পণ্য কিনুন না কেন পন্য সম্পর্কে অন্যের অভিজ্ঞতা ও মতামত অবশ্যই দেখবেন। অর্থাৎ রিভিউ দেখে পণ্য ক্রয় করবেন যাতে করে আপনার কষ্টের টাকা নষ্ট না হয় এবং আপনার প্রোডাক্টটি ভালো হয়।
আসসালামুয়ালাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব। বাংলাদেশে ব্যবসা করা বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে আমার কেমন অভিজ্ঞতা হয়েছে তা আপনাদের জানাবো।
Daraz
অন্য সব ই-কমার্স সাইটের মত দারাজও একটি ই-কমার্স সাইট। বিভিন্ন ধরনের নামি-দামি পন্য এখানে পাওয়া যায়। এখানে এমন অনেক পন্য আছে যা হয়তো আপনি বাইরে কোন সপ বা মলে পাবেন না কিন্তু এখানে পাবেন। এখানে বিদেশী অনেক পণ্যও পাওয়া যায়। এই সাইট থেকে আমি অনেকবার পন্য ক্রয় করেছি। কখনো সেই পন্য খুব ভালো হয়েছে আবার কখনো খারাপ, আবার কখনোবা মোটামুটি। কিন্তু এখানে জানার বিষয় হল আপনি Daraz এর কোন সেক্টর থেকে পন্য কিনছেন? এই সাইটে শুধু দারাজ না, Daraz এর সাথে অন্যান্য থার্ড পার্টি ও বিজনেস করছে। সুতরাং আপনি যদি থার্ড পার্টির পন্য ক্রয় করেন আর তা খারাপ হয় তবে আপনি তার জন্য দারাজকে দোষারোপ করতে পারবেন না কারন পণ্যটি Daraz এর ছিলো না। এখন প্রশ্ন হল কোনটি Daraz এর পণ্য সেটা কিভাবে বুঝবেন। কারন সব পণ্যই তো Daraz এর ওয়েব সাইটে দেয়া থাকে।
Daraz এর পণ্য চেনার উপায়
Darazএর ওয়েব সাইট থেকে অরজিনাল পণ্য চেনার উপায় হল দারাজ মল দেখে পণ্য কেনা। আপনারা খেয়াল করেছেন কিনা জানিনা তবে যে পণ্যগুলো একান্তই Daraz এর সেই সব পন্যের নিচে দারাজ মল লেখা থাকে। আর যে স পন্যের নিচে দারাজ মল লেখা থাকে না সেগুলো থার্ডপার্টির। তাই অই পণ্য কিনলে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আর যদি খারাপও হয় তার জন্য দারাজ দায়ী থাকে না। এই জন্যই বন্ধুরা পণ্য কেনার সময় অবশ্যই দারাজ মল লেখা দেখে কিনুন আর যদি দারাজ মল লেখা বিহীন পণ্য কিনতে চান তবে পণ্যটি ক্রয় করার আগে ভালো ভাবে পন্যের রিভিউ দেখে নিন। এতে করে অই পণ্য সম্পর্কে আপনি ধারনা পাবেন যে পণ্যটি সম্পর্কে অন্যরা কি মতামত দিয়েছে।
Ponnobd Electronics
দ্বিতীয় ই-কমার্স সাইটটা হল Ponnobd Electronics. এখানে Electronics এর অনেক পণ্য পাওয়া যায়। যেমনঃ led tv, Electric Kettle, Home Theater, Digital Light, Soundbox, Iron, Rice Cooker, Steamer, Electric Fry Pan, Trimmer, Monitor & Home Appliance এর মত যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায়। এখান থেকে পণ্য ক্রয় করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কারন এখানে যারা সেলস ম্যান আছেন যারা খুবই বন্ধু সুলভ আচরণ করে এবং তাদের ব্যবহারের কারনেই আপনি তাদের পণ্য কিনবেন। তাছাড়া এখানকার প্রোডাক্ট খুবই ভালো হয়। আপনি অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে পাবেন। ঢাকায় এমন অনেক ই- কমার্স সাইটেই আপনি নরমাল পন্যের উপর ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বিক্রি করতে দেখবেন হয়তো কিন্তু এখানে সেটা না। Ponnobd আস্থার একটি পূর্ণ নাম।
Pentanic TV
Pentanic হল Ponnobd র নিজেস্ব ব্র্যান্ড। Pentanic TV অন্যান্য Samsung, Walton, LG এই সব TV এর মত একটি ভালো Brand এর TV. এই TV আপনি নিঃসন্দেহে ক্রয় করতে এবং ব্যবহার করতে পারেন। এই TV র আকর্ষণীয় Design ও Advance সব Features আপনাকে দেবে Entertainment জগতের দারুন সব অনুভুতি। Pentanic TV র সব থেকে বড় যে সুবিধাটি রয়েছে তা হল এই TV তে রয়েছে এক বছরের পার্স প্যানেল গ্যারান্টি ও ১০ বছরের সেরা Service warranty. এছারাও এখানে রয়েছে Home delivery সুবিধা। সুতরাং ঘরে বসেই আপনি আপনার পছন্দমত TV টি অর্ডার করতে পারবেন। পার্সোনালি আমি নিজেও পেন্টানিকের ৬৫” ভয়েস কন্ট্রোল TV টি ব্যবহার করছি গত ৪বছর ধরে। এখনও কোন প্রকার সমস্যার সম্মুখীন হইনি। সম্পূর্ণ স্মুথ ভাবে চলছে আমার TV টি।
Ajkerdeal
Ajkerdeal বাংলাদেশের অন্যান্য E-commerce সাইটের মধ্যে অন্যতম একটি সাইট। এই সাইটেও আপনি বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করতে পারবেন। এখানেও আপনি পণ্য ক্রয় করার সময় অবশ্যই পন্যের রিভিউ দেখে কিনবেন কারন অনলাইনে আপনি হাতে ধরে পণ্যটি যাচাই করতে পারছেন না তাই রিভিউ দেখলে আপনি বুজতে পারবেন অন্যরা এই পণ্য সম্পর্কে কি বলেছে। এতে করে পণ্য কিনে আপনাকে কোন ক্ষতির সম্মুখীন হতে হবে না।
Alibaba
আলিবাবা বাংলাদেশের ই-কমার্স সাইট গুলোর মধ্যে রাজত্বকারি সম্রাট বলা চলে। কারন এখানে আপনি কোন সিঙ্গেল পণ্য ক্রয় করতে পারবেন না। এখানে আপনাকে পাইকারি বা লট ধরে প্রোডাক্ট ক্রয় করতে হবে। এখানে দেশী পন্যের সাথে সাথে বিদেশী পন্যেরও অভাব নেই। এখানে পাবেন না এমন কোন প্রোডাক্ট নেই। সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায়। আলিবাবাতে প্রথম ক্রেডিট কার্ড ছাড়া পেমেন্ট করা যেত না। কিন্তু এখন আলিবাবা বিকাশের সাথে সন্ধি স্থাপনের পর এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায়। যেহেতু এটি একটি বিদেশী ই-কমার্স সাইট তাই এখানে প্রোডাক্ট অর্ডার করলে তা শিপিং এর মাধ্যমে আপনার কাছে পউছাবে।
Ali Express
আলিবাবার মত করে আলি এক্সপ্রেস নিজেদের সাজাতে চেয়েছে। আলি এক্সপ্রেসও বাংলাদেশের না। এটি দেশের বাইরের একটি ই-কমার্স সাইট। এখানেও আপনি সব ধরনের ব্যবহারকারী পণ্য ক্রয় করতে পারবেন। এই সাইট থেকে প্রোডাক্ট ক্রয় করতে হলে আপনাকে ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে হবে। এখান থেকে প্রোডাক্ট অর্ডার করলে তা শিপিং এর মাধ্যমে আপনার কাছে আসবে। সেক্ষেত্রে আপনি কোন দেশ থেকে প্রোডাক্ট অর্ডার করছেন তার উপর নির্ভর করছে আপনার প্রোডাক্টি আপনার কাছে কত দিনে পৌঁছাবে।
Amazon
এটি একটি আমেরিকান ই-কমার্স সাইট। অ্যামাজনের বিভিন্ন শাখা বিভিন দেশে ছরিয়ে আছে। কিন্তু বাংলাদেশে এখনও এটি এসে পৌছায়নি। তাই বাংলাদেশ থেকে আমাজনে প্রোডাক্ট ক্রয় করা সম্ভব না। অ্যামাজনে বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলোজির প্রোডাক্ট পাওয়া যায়। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ গুলোতে অ্যামাজনের সার্ভিস চলে এসেছে। তাই আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশেও অ্যামাজনের সার্ভিস পাওয়া যাবে।
শেষ কথা
পরিশেষে আপনাদের উদ্দেশ্যে এই কথাই বলবো আপনি যে ই-কমার্স সাইট থেকেই পণ্য কিনুন না কেন পন্য সম্পর্কে অন্যের অভিজ্ঞতা ও মতামত অবশ্যই দেখবেন। অর্থাৎ রিভিউ দেখে পণ্য ক্রয় করবেন যাতে করে আপনার কষ্টের টাকা নষ্ট না হয় এবং আপনার প্রোডাক্টটি ভালো হয়।
আসসালামুয়ালাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব। বাংলাদেশে ব্যবসা করা বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে আমার কেমন অভিজ্ঞতা হয়েছে তা আপনাদের জানাবো।
Daraz
অন্য সব ই-কমার্স সাইটের মত দারাজও একটি ই-কমার্স সাইট। বিভিন্ন ধরনের নামি-দামি পন্য এখানে পাওয়া যায়। এখানে এমন অনেক পন্য আছে যা হয়তো আপনি বাইরে কোন সপ বা মলে পাবেন না কিন্তু এখানে পাবেন। এখানে বিদেশী অনেক পণ্যও পাওয়া যায়। এই সাইট থেকে আমি অনেকবার পন্য ক্রয় করেছি। কখনো সেই পন্য খুব ভালো হয়েছে আবার কখনো খারাপ, আবার কখনোবা মোটামুটি। কিন্তু এখানে জানার বিষয় হল আপনি Daraz এর কোন সেক্টর থেকে পন্য কিনছেন? এই সাইটে শুধু দারাজ না, Daraz এর সাথে অন্যান্য থার্ড পার্টি ও বিজনেস করছে। সুতরাং আপনি যদি থার্ড পার্টির পন্য ক্রয় করেন আর তা খারাপ হয় তবে আপনি তার জন্য দারাজকে দোষারোপ করতে পারবেন না কারন পণ্যটি Daraz এর ছিলো না। এখন প্রশ্ন হল কোনটি Daraz এর পণ্য সেটা কিভাবে বুঝবেন। কারন সব পণ্যই তো Daraz এর ওয়েব সাইটে দেয়া থাকে।
Daraz এর পণ্য চেনার উপায়
Darazএর ওয়েব সাইট থেকে অরজিনাল পণ্য চেনার উপায় হল দারাজ মল দেখে পণ্য কেনা। আপনারা খেয়াল করেছেন কিনা জানিনা তবে যে পণ্যগুলো একান্তই Daraz এর সেই সব পন্যের নিচে দারাজ মল লেখা থাকে। আর যে স পন্যের নিচে দারাজ মল লেখা থাকে না সেগুলো থার্ডপার্টির। তাই অই পণ্য কিনলে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আর যদি খারাপও হয় তার জন্য দারাজ দায়ী থাকে না। এই জন্যই বন্ধুরা পণ্য কেনার সময় অবশ্যই দারাজ মল লেখা দেখে কিনুন আর যদি দারাজ মল লেখা বিহীন পণ্য কিনতে চান তবে পণ্যটি ক্রয় করার আগে ভালো ভাবে পন্যের রিভিউ দেখে নিন। এতে করে অই পণ্য সম্পর্কে আপনি ধারনা পাবেন যে পণ্যটি সম্পর্কে অন্যরা কি মতামত দিয়েছে।
Ponnobd Electronics
দ্বিতীয় ই-কমার্স সাইটটা হল Ponnobd Electronics. এখানে Electronics এর অনেক পণ্য পাওয়া যায়। যেমনঃ led tv, Electric Kettle, Home Theater, Digital Light, Soundbox, Iron, Rice Cooker, Steamer, Electric Fry Pan, Trimmer, Monitor & Home Appliance এর মত যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায়। এখান থেকে পণ্য ক্রয় করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কারন এখানে যারা সেলস ম্যান আছেন যারা খুবই বন্ধু সুলভ আচরণ করে এবং তাদের ব্যবহারের কারনেই আপনি তাদের পণ্য কিনবেন। তাছাড়া এখানকার প্রোডাক্ট খুবই ভালো হয়। আপনি অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে পাবেন। ঢাকায় এমন অনেক ই- কমার্স সাইটেই আপনি নরমাল পন্যের উপর ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বিক্রি করতে দেখবেন হয়তো কিন্তু এখানে সেটা না। Ponnobd আস্থার একটি পূর্ণ নাম।
Pentanic TV
Pentanic হল Ponnobd র নিজেস্ব ব্র্যান্ড। Pentanic TV অন্যান্য Samsung, Walton, LG এই সব TV এর মত একটি ভালো Brand এর TV. এই TV আপনি নিঃসন্দেহে ক্রয় করতে এবং ব্যবহার করতে পারেন। এই TV র আকর্ষণীয় Design ও Advance সব Features আপনাকে দেবে Entertainment জগতের দারুন সব অনুভুতি। Pentanic TV র সব থেকে বড় যে সুবিধাটি রয়েছে তা হল এই TV তে রয়েছে এক বছরের পার্স প্যানেল গ্যারান্টি ও ১০ বছরের সেরা Service warranty. এছারাও এখানে রয়েছে Home delivery সুবিধা। সুতরাং ঘরে বসেই আপনি আপনার পছন্দমত TV টি অর্ডার করতে পারবেন। পার্সোনালি আমি নিজেও পেন্টানিকের ৬৫” ভয়েস কন্ট্রোল TV টি ব্যবহার করছি গত ৪বছর ধরে। এখনও কোন প্রকার সমস্যার সম্মুখীন হইনি। সম্পূর্ণ স্মুথ ভাবে চলছে আমার TV টি।
Ajkerdeal
Ajkerdeal বাংলাদেশের অন্যান্য E-commerce সাইটের মধ্যে অন্যতম একটি সাইট। এই সাইটেও আপনি বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করতে পারবেন। এখানেও আপনি পণ্য ক্রয় করার সময় অবশ্যই পন্যের রিভিউ দেখে কিনবেন কারন অনলাইনে আপনি হাতে ধরে পণ্যটি যাচাই করতে পারছেন না তাই রিভিউ দেখলে আপনি বুজতে পারবেন অন্যরা এই পণ্য সম্পর্কে কি বলেছে। এতে করে পণ্য কিনে আপনাকে কোন ক্ষতির সম্মুখীন হতে হবে না।
Alibaba
আলিবাবা বাংলাদেশের ই-কমার্স সাইট গুলোর মধ্যে রাজত্বকারি সম্রাট বলা চলে। কারন এখানে আপনি কোন সিঙ্গেল পণ্য ক্রয় করতে পারবেন না। এখানে আপনাকে পাইকারি বা লট ধরে প্রোডাক্ট ক্রয় করতে হবে। এখানে দেশী পন্যের সাথে সাথে বিদেশী পন্যেরও অভাব নেই। এখানে পাবেন না এমন কোন প্রোডাক্ট নেই। সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায়। আলিবাবাতে প্রথম ক্রেডিট কার্ড ছাড়া পেমেন্ট করা যেত না। কিন্তু এখন আলিবাবা বিকাশের সাথে সন্ধি স্থাপনের পর এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায়। যেহেতু এটি একটি বিদেশী ই-কমার্স সাইট তাই এখানে প্রোডাক্ট অর্ডার করলে তা শিপিং এর মাধ্যমে আপনার কাছে পউছাবে।
Ali Express
আলিবাবার মত করে আলি এক্সপ্রেস নিজেদের সাজাতে চেয়েছে। আলি এক্সপ্রেসও বাংলাদেশের না। এটি দেশের বাইরের একটি ই-কমার্স সাইট। এখানেও আপনি সব ধরনের ব্যবহারকারী পণ্য ক্রয় করতে পারবেন। এই সাইট থেকে প্রোডাক্ট ক্রয় করতে হলে আপনাকে ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে হবে। এখান থেকে প্রোডাক্ট অর্ডার করলে তা শিপিং এর মাধ্যমে আপনার কাছে আসবে। সেক্ষেত্রে আপনি কোন দেশ থেকে প্রোডাক্ট অর্ডার করছেন তার উপর নির্ভর করছে আপনার প্রোডাক্টি আপনার কাছে কত দিনে পৌঁছাবে।
Amazon
এটি একটি আমেরিকান ই-কমার্স সাইট। অ্যামাজনের বিভিন্ন শাখা বিভিন দেশে ছরিয়ে আছে। কিন্তু বাংলাদেশে এখনও এটি এসে পৌছায়নি। তাই বাংলাদেশ থেকে আমাজনে প্রোডাক্ট ক্রয় করা সম্ভব না। অ্যামাজনে বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলোজির প্রোডাক্ট পাওয়া যায়। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ গুলোতে অ্যামাজনের সার্ভিস চলে এসেছে। তাই আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশেও অ্যামাজনের সার্ভিস পাওয়া যাবে।
শেষ কথা
পরিশেষে আপনাদের উদ্দেশ্যে এই কথাই বলবো আপনি যে ই-কমার্স সাইট থেকেই পণ্য কিনুন না কেন পন্য সম্পর্কে অন্যের অভিজ্ঞতা ও মতামত অবশ্যই দেখবেন। অর্থাৎ রিভিউ দেখে পণ্য ক্রয় করবেন যাতে করে আপনার কষ্টের টাকা নষ্ট না হয় এবং আপনার প্রোডাক্টটি ভালো হয়।
আসসালামুয়ালাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব। বাংলাদেশে ব্যবসা করা বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে আমার কেমন অভিজ্ঞতা হয়েছে তা আপনাদের জানাবো।
Daraz
অন্য সব ই-কমার্স সাইটের মত দারাজও একটি ই-কমার্স সাইট। বিভিন্ন ধরনের নামি-দামি পন্য এখানে পাওয়া যায়। এখানে এমন অনেক পন্য আছে যা হয়তো আপনি বাইরে কোন সপ বা মলে পাবেন না কিন্তু এখানে পাবেন। এখানে বিদেশী অনেক পণ্যও পাওয়া যায়। এই সাইট থেকে আমি অনেকবার পন্য ক্রয় করেছি। কখনো সেই পন্য খুব ভালো হয়েছে আবার কখনো খারাপ, আবার কখনোবা মোটামুটি। কিন্তু এখানে জানার বিষয় হল আপনি Daraz এর কোন সেক্টর থেকে পন্য কিনছেন? এই সাইটে শুধু দারাজ না, Daraz এর সাথে অন্যান্য থার্ড পার্টি ও বিজনেস করছে। সুতরাং আপনি যদি থার্ড পার্টির পন্য ক্রয় করেন আর তা খারাপ হয় তবে আপনি তার জন্য দারাজকে দোষারোপ করতে পারবেন না কারন পণ্যটি Daraz এর ছিলো না। এখন প্রশ্ন হল কোনটি Daraz এর পণ্য সেটা কিভাবে বুঝবেন। কারন সব পণ্যই তো Daraz এর ওয়েব সাইটে দেয়া থাকে।
Daraz এর পণ্য চেনার উপায়
Darazএর ওয়েব সাইট থেকে অরজিনাল পণ্য চেনার উপায় হল দারাজ মল দেখে পণ্য কেনা। আপনারা খেয়াল করেছেন কিনা জানিনা তবে যে পণ্যগুলো একান্তই Daraz এর সেই সব পন্যের নিচে দারাজ মল লেখা থাকে। আর যে স পন্যের নিচে দারাজ মল লেখা থাকে না সেগুলো থার্ডপার্টির। তাই অই পণ্য কিনলে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আর যদি খারাপও হয় তার জন্য দারাজ দায়ী থাকে না। এই জন্যই বন্ধুরা পণ্য কেনার সময় অবশ্যই দারাজ মল লেখা দেখে কিনুন আর যদি দারাজ মল লেখা বিহীন পণ্য কিনতে চান তবে পণ্যটি ক্রয় করার আগে ভালো ভাবে পন্যের রিভিউ দেখে নিন। এতে করে অই পণ্য সম্পর্কে আপনি ধারনা পাবেন যে পণ্যটি সম্পর্কে অন্যরা কি মতামত দিয়েছে।
Ponnobd Electronics
দ্বিতীয় ই-কমার্স সাইটটা হল Ponnobd Electronics. এখানে Electronics এর অনেক পণ্য পাওয়া যায়। যেমনঃ led tv, Electric Kettle, Home Theater, Digital Light, Soundbox, Iron, Rice Cooker, Steamer, Electric Fry Pan, Trimmer, Monitor & Home Appliance এর মত যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায়। এখান থেকে পণ্য ক্রয় করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কারন এখানে যারা সেলস ম্যান আছেন যারা খুবই বন্ধু সুলভ আচরণ করে এবং তাদের ব্যবহারের কারনেই আপনি তাদের পণ্য কিনবেন। তাছাড়া এখানকার প্রোডাক্ট খুবই ভালো হয়। আপনি অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে পাবেন। ঢাকায় এমন অনেক ই- কমার্স সাইটেই আপনি নরমাল পন্যের উপর ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বিক্রি করতে দেখবেন হয়তো কিন্তু এখানে সেটা না। Ponnobd আস্থার একটি পূর্ণ নাম।
Pentanic TV
Pentanic হল Ponnobd র নিজেস্ব ব্র্যান্ড। Pentanic TV অন্যান্য Samsung, Walton, LG এই সব TV এর মত একটি ভালো Brand এর TV. এই TV আপনি নিঃসন্দেহে ক্রয় করতে এবং ব্যবহার করতে পারেন। এই TV র আকর্ষণীয় Design ও Advance সব Features আপনাকে দেবে Entertainment জগতের দারুন সব অনুভুতি। Pentanic TV র সব থেকে বড় যে সুবিধাটি রয়েছে তা হল এই TV তে রয়েছে এক বছরের পার্স প্যানেল গ্যারান্টি ও ১০ বছরের সেরা Service warranty. এছারাও এখানে রয়েছে Home delivery সুবিধা। সুতরাং ঘরে বসেই আপনি আপনার পছন্দমত TV টি অর্ডার করতে পারবেন। পার্সোনালি আমি নিজেও পেন্টানিকের ৬৫” ভয়েস কন্ট্রোল TV টি ব্যবহার করছি গত ৪বছর ধরে। এখনও কোন প্রকার সমস্যার সম্মুখীন হইনি। সম্পূর্ণ স্মুথ ভাবে চলছে আমার TV টি।
Ajkerdeal
Ajkerdeal বাংলাদেশের অন্যান্য E-commerce সাইটের মধ্যে অন্যতম একটি সাইট। এই সাইটেও আপনি বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করতে পারবেন। এখানেও আপনি পণ্য ক্রয় করার সময় অবশ্যই পন্যের রিভিউ দেখে কিনবেন কারন অনলাইনে আপনি হাতে ধরে পণ্যটি যাচাই করতে পারছেন না তাই রিভিউ দেখলে আপনি বুজতে পারবেন অন্যরা এই পণ্য সম্পর্কে কি বলেছে। এতে করে পণ্য কিনে আপনাকে কোন ক্ষতির সম্মুখীন হতে হবে না।
Alibaba
আলিবাবা বাংলাদেশের ই-কমার্স সাইট গুলোর মধ্যে রাজত্বকারি সম্রাট বলা চলে। কারন এখানে আপনি কোন সিঙ্গেল পণ্য ক্রয় করতে পারবেন না। এখানে আপনাকে পাইকারি বা লট ধরে প্রোডাক্ট ক্রয় করতে হবে। এখানে দেশী পন্যের সাথে সাথে বিদেশী পন্যেরও অভাব নেই। এখানে পাবেন না এমন কোন প্রোডাক্ট নেই। সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায়। আলিবাবাতে প্রথম ক্রেডিট কার্ড ছাড়া পেমেন্ট করা যেত না। কিন্তু এখন আলিবাবা বিকাশের সাথে সন্ধি স্থাপনের পর এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায়। যেহেতু এটি একটি বিদেশী ই-কমার্স সাইট তাই এখানে প্রোডাক্ট অর্ডার করলে তা শিপিং এর মাধ্যমে আপনার কাছে পউছাবে।
Ali Express
আলিবাবার মত করে আলি এক্সপ্রেস নিজেদের সাজাতে চেয়েছে। আলি এক্সপ্রেসও বাংলাদেশের না। এটি দেশের বাইরের একটি ই-কমার্স সাইট। এখানেও আপনি সব ধরনের ব্যবহারকারী পণ্য ক্রয় করতে পারবেন। এই সাইট থেকে প্রোডাক্ট ক্রয় করতে হলে আপনাকে ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে হবে। এখান থেকে প্রোডাক্ট অর্ডার করলে তা শিপিং এর মাধ্যমে আপনার কাছে আসবে। সেক্ষেত্রে আপনি কোন দেশ থেকে প্রোডাক্ট অর্ডার করছেন তার উপর নির্ভর করছে আপনার প্রোডাক্টি আপনার কাছে কত দিনে পৌঁছাবে।
Amazon
এটি একটি আমেরিকান ই-কমার্স সাইট। অ্যামাজনের বিভিন্ন শাখা বিভিন দেশে ছরিয়ে আছে। কিন্তু বাংলাদেশে এখনও এটি এসে পৌছায়নি। তাই বাংলাদেশ থেকে আমাজনে প্রোডাক্ট ক্রয় করা সম্ভব না। অ্যামাজনে বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলোজির প্রোডাক্ট পাওয়া যায়। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ গুলোতে অ্যামাজনের সার্ভিস চলে এসেছে। তাই আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশেও অ্যামাজনের সার্ভিস পাওয়া যাবে।
শেষ কথা
পরিশেষে আপনাদের উদ্দেশ্যে এই কথাই বলবো আপনি যে ই-কমার্স সাইট থেকেই পণ্য কিনুন না কেন পন্য সম্পর্কে অন্যের অভিজ্ঞতা ও মতামত অবশ্যই দেখবেন। অর্থাৎ রিভিউ দেখে পণ্য ক্রয় করবেন যাতে করে আপনার কষ্টের টাকা নষ্ট না হয় এবং আপনার প্রোডাক্টটি ভালো হয়।
©somewhere in net ltd.