নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন মানুষ। পড়াশোনা করেছি Marketing নিয়ে। জেনারেল থেকে পড়াশোনা শেষ করলেও ক্যারিয়ার শুরু করি আইটি তে। বর্তমানে কাজ করছি ওয়েবসাইট ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে।

ইমদাদুল হক লিখন

ইমদাদুল হক

ইমদাদুল হক লিখন › বিস্তারিত পোস্টঃ

SONY বা SAMSUNG TV কি ভাল? জেনে নিন বিস্তারিত

১০ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৮

পূর্বে আমরা TV কে কেবল মাত্র ব্যবহার করতাম television কেন্দ্র থেকে সম্প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান যেমন- নাটক, সিনেমা, গান, ইত্যাদি দেখার জন্যে কিন্তু বর্তমান সময়ে TV কেবল মাত্র এই অনুষ্ঠান দেখার কাজে ব্যবহার করা হয় না। বর্তমানে একটা TV কে ব্যবহার করা হয় smartphone এর মতো করে। ব্যাপারটা আরো একটু ক্লিয়ার করে যদি বলি তাহলে বলতে হয় একটা TV কে বর্তমানে youtube, facebook, netflix ইত্যাদি সকল জনপ্রিয় apps ব্যবহার করা যায় যেমন টা আমরা আমাদের smartphone এ ব্যবহার করে থাকি। আর সে জন্যে এই TV গুলোকে বলা হয়ে থেকে smart TV। যা সম্প্রতি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। smart কথার সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ device সাধারণত আমরা smart device বলে থাকি।

Internet এর এই যুগে বর্তমানে মানুষ ঘরে বসে তাদের নিত্য কাজ TV এর মাধ্যমে সেরে নিচ্ছে। যেমন ইমেইল চেক করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে apps ব্যবহার করা যেমন- ফেইসবুক, টুইটার ইত্যাদি ব্যবহার করা, গেম খেলা, দেশের নানা প্রকার খবর খবর জানার জন্যে বিভিন্ন পত্রিকা পড়া, ইউটুবে গান দেখাসহ সব কাজের জন্য এখন এই একটি smartTV যথেষ্ট। এই TV গুলোকে আপনি আপনার Smartphone এর মতো করে wifi কানেক্ট করে নিতে পারবেন।

ঈদ এবং খেলার পূর্বে TV কোম্পানি তাদের নুতুন নুতুন সকল প্রকার smart TV মডেল নিয়ে বাজারে আসে। আর এর জন্যেই ২০২২ সালেও তার ব্যাতিক্রম হয় নাই। ২০২২ সালেও TV কোম্পানি তাদের নুতুন নুতুন মডেল নিয়ে হাজির হয়েছে বাজারে।
যাই হোক বর্তমান সময়ে বাজারে কি কি নুতুন প্রযুক্তি গত television বাজারে আসছে সেই বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো -

Sony TV
সব থেকে জন প্রিয় নাম sony TV কেনার কথা মাথায় আসলেই আমরা প্রথমেই কয়েকটি ব্র্যান্ড এর কথা মাথায় চলে আসে তাদের মধ্যে অন্যতম হলো sony TV। ২০২১ সালে শেষ এর দিকে sony TV র্যাংগস কোম্পানি তাদের বেশ কিছু মডেল নিয়ে বাজারে হাজির হয়। ৩২ ইঞ্চি TV থেকে শুরু করে ৮৫ ইঞ্চি Smart Android TV পর্যন্ত দেশের বাজারে তারা launch করেছে।
Sony TV তাদের smart TV কয়েকটি সিরিজে বাজারে নিয়ে এসেছে। এই সিরিজে sony TV তাদের x series এবং এ সিরিজের TV গুলোকে গেমিং এর জন্যে organic light emitting diode (oled) ব্যবহার করেছে যা বর্তমানে বেশ জনপ্রিয় এবং আকর্ষণীয়। পৃথিবীতে সেরা ১০টি TV এর মধ্যে সময় এর 55 inch display এর sony TV গেমিং series সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। যার দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৯০০ টাকা।

এর পরেই সময় তাদের নুতুন একটা TV ওএলইডি ডিসপ্লের সমৃদ্ধ প্রযুক্তি ব্যবহার করেছে যার মডেল kd55a8f। এতে আলাদা কোনো প্রকার স্পিকার ব্যবহার করা হয় নি। এই TV এর সাউন্ড তার ডিসলে প্যানেল থেকে আসে। অর্থাৎ TV তে যখন কোনো মুভি প্লে করা হবে তখন সাউন্ড এই মুভি এর চরিত্রের মুখ থেকেই ভেসে আসবে। kd55a8f এ ব্যবহার করা হয়েছে x1 extreme processor। acoustic surface এবং 16 gb ধারণক্ষমতা। x series এর উল্লেখযোগ্য মডেলগুলো হলো 85-inch x9000f and the 75-inch x8500e.4k resolution 43 inch থেকে sony TV পাওয়া যায়।

Samsung TV
স্যামসুং তাদের নুতুন মডেল ২০২১ এর নভেম্বরের শেষে বেশ কয়েকটি smart TV বাজারে লঞ্চ করেছে। গত বছরে স্যামসুং তাদের এন সিরিজের কিছু TV নিয়ে এসেছিলো তাদের মধ্যে ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৬৫ ইঞ্চি ছিল। তবে তারা ৭৫ এবং ৮৫ ইঞ্চির TVও বাজারে নিয়ে আসে। samsung ইলেকট্রনিকস বাংলাদেশের প্রধান বাজারজাতকরণ কর্মকর্তা খন্দকার আশিক ইকবাল বলেন- "samsungয়ের শুধু TV নয়, রিমোট কন্ট্রোলারটিও smart। কিউএলইডি TVতে যে রিমোট কন্ট্রোলারটি থাকে, তাতে তিন-চারটি বোতাম রয়েছে। তা দিয়েই TV নিয়ন্ত্রণ করা হয়।"

স্যামসুং TV তে ব্যবহার করা হয়েছে ৪০ ওয়াটের শক্তিশালী স্পিকার। এছাড়া এই TV তে ডিসপ্লে অফ রেখেই আপনি আপনার হাতের মুঠোফোনমের মাধ্যমে ব্লুটুথ কানেক্ট করে আপনি গান শুনতে পারবেন।

অন্য কোম্পানি এর TV তে আপনি পাবেন লাল, সবুজ, নীল (আরজিবি) ডিসপ্লে। কিন্তু samsung TV তে আপনি পেয়ে যাবেন এই তিনটি কালার এর সাথে আরো ৩টি অতিরিক্ত কালার। অর্থাৎ ৬টি কালার আপনি পাবেন এই TV তে। samsung এর নিজস্ব অ্যাপ স্টোরে গিয়ে আপনি বিনা মূল্যে apps ডাউনলোড দিয়ে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। এই TVতে আপনি স্টোরেজ পেয়ে যাবেন ৮ জিবি থেকে ১৬ জিবি পর্যন্ত।

Samsungয়ের n series এর উল্লেখযোগ্য মডেলগুলো হলো 65nu6100, n4000, n4300, n5000 and nu8500। এ ছাড়া samsungয়ের এম এবং j series এর TVগুলো বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে।

এখন অনেকের মধ্যেই একটা কমন প্রশ্ন থাকে সেটা হল আমরা যখন গুগলে গিয়ে Smart TV Price In Bangladesh লিখে সার্চ করি তাহলে তো অনেক ওয়েবসাইট চলে আসে। এখন এই ওয়েবসাইট এর মধ্যে থেকে কোন ওয়েবসাইট আমাদের বিশ্বাসযোগ্য হতে পারে। এখন আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি আপনি চাইলে Ponnobd Electronics থেকে আপনার পছন্দের টিভি কিনতে পারেন। আমি নিজেও তাদের থেকে টিভি নিয়েছি। খুব ভাল সার্ভিস পেয়েছি।

সবাই ভাল থাকবেন দেখা হবে পরবর্তী কোন ব্লগে। আল্লাহ হাফিজ।।




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.