![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনন্দের মাঝে থাকতে ভালবাসি, উপকারে তৃপ্তি পাই, ভালবাসা খুজে বেরাই্.।.।.।.।.।.।.।।।
Competition আর Race লাইফ থেকে আর শেষ হয় না। এক সাথে কত পোলাপাইন প্রাইমারী তে ভর্তি হইলাম। পড় পড় নাইলে SSC পর্যন্ত যাইতে পারবা না। শেষ পর্যন্ত গেলাম। আবার Competition. HSC তে ভালো না করলে তো কোন লাভ নাই, গেল সেটা।
HSC, SSC তে যা করার তো করছো, তোমার মত যদু মদু result বহুত আছে, ভর্তি পরিক্ষায় চান্স না পাইলে কোন লাভ নাই।
গেল সেটা, এখন university তে যাই করছো বা পাইছো, আবার পরিক্ষা দাও, সোনার হরিন পাইতে চাইলে। অবশ্য সাথে 3M(মানি, মেধা, মামু) থাকলে আগের ২০ বছরের পারফরমেন্স একটু এদিক ওদিক হইলে সমস্যা নাই। এতো Race এর ভিরে কতো friends দের যে ট্রেন মিস হয়ে যায়, একটা ছুটলেই লাইফ উলটা দিকে দৌড়ায়। এখন next ট্রেনের অপেক্ষা.....
আমার মনে হয় যার বাবার টাকা আছে, তার পোলাপানরেই জিজ্ঞাস করা যায়, " বাবা তোমার এইম ইন লাইফ কি???" নাইলে পরে পোলাপান রে খামখা এই boring প্রশ্ন করার কোন দরকার নাই। যেটা হবে পরে দেইখা নিয়েন। যেই অবস্থা, !! এইম যে কোন ট্রেনে উইঠা দৌড়ায় তার কোন গ্যারান্টি নাই। যাই হোক দোয়া করবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬
আমিনুর রহমান বলেছেন:

মন্দ বলেননি