![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ছবিটা কোন পর্বতারোহী দলের নয়, একদল শিশু কিশোরের, কাঁধে ব্যাগ, হেঁটে চলেছে বিপদজনক রাস্তা দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে। প্রশ্ন হল, তারা কোথায় যাচ্ছে?
উত্তর হল: স্কুলে!!! জায়গাটা পশ্চিম চীনের গুলুসান গ্রামের। এই গ্রামের শিশুরা প্রতিদিন ৫০০০ ফুট উঁচু এই পাহাড়ের গা বেয়ে হেঁটে স্কুলে যাওয়া আসা করে!
উপর থেকে তোলা ছবি:
শিক্ষক আর হাস্যোজ্জ্বল ছাত্র-ছাত্রীরা:
কোন এক মনীষী বলেছিলেন, বিদ্যার্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও, ভাবছি ঐ মনীষী এসব বাচ্চা বা তাদের বাবা-মাকে কি বলতেন?
---------------------------------------------------------------------------------
এবারের ছবির পটভূমি কম্বোডিয়া। এখানকার এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক দম্পতি: মোইউন সারিম আর ভাট নাভী। বিয়ের আঠার বছর পর তারা আদালতে তালাকের জন্য আবেদন করে। আদালত তালাকের পক্ষে রায় দেয়, আর সম্পদ ভাগাভাগির ব্যাপারে দেশের আইন অনুযায়ী তারা যে ঘরে বসবাস করত সেটাকে অর্ধেক অর্ধেক মালিকানা প্রদান করে। এরপর আসল ভেলকি দেখালো মোইউন সারিম মিয়া। সে তার লোকজন নিয়ে এসে অর্ধেক বাড়ি কেটে নিয়ে চলে গেল!!!
[সারিম মিয়া কি ভাবসিল মনে মনে? "যে মাডির উফ্রে ভাটে থাহে, ঐ মাডির উফ্রেই আমি থাহুম না "-- এটা কিন্তু কম্বোডিয়ান ভাষা না
]
---------------------------------------------------------------------------------
আপনারা কি জানেন আমি কত বড় টাইকুন?? আমার আছে কুটি কুটি টাকা
। একবার আমি আমার আমেরিকার বাড়িতে বেড়াইতে গেলাম
। তো গিয়া আমার মেজাজ পুরাই খারাপ হয়া গেল
। আমার বাড়ির সামনের গাছে কোন পাতা পুতা নাই, পুরা ল্যাংটা হয়া খাড়ায়া আছে
! বলেন এইসব কি সহ্য হয়? কিন্তু আমার আছে মাথা, আর মাথা ভরা অনেক বুড্ডি
। বাজার থিকা হলুদ হলুদ পাতা কিনা আইনা লাগায় দিলাম
। কত্ত সুন্দর লাগে দ্যাখেন
।
যাক মিছা কথা কওয়া ঠিক না, এই কাজ আমার না, স্যাম স্পেন্সার নামের এক লোকের। ব্যাটার হ্যাডম আছে দেখা যায়!! এবার রাজামশাইয়ের কাছে প্রশ্ন: বলেন দেখি এই গাছের নাম কি?
---------------------------------------------------------------------------------
হে হে .... ঠা ঠা ।
১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৪
এম্নিতেই বলেছেন: হুমম ... আসলেই
২| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: জোশিলা পুষ্ট
১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৪
এম্নিতেই বলেছেন: হে হে
৩| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৮
নিবিড় বলেছেন: রাজামশাই রে লিংক ডিয়া আসছি
১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২৩
এম্নিতেই বলেছেন: আরে সাবাস!!!! ব্রাভো!!!
৪| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২৪
চানাচুর বলেছেন: আপনি বিরাট আনন্দদায়ক বস্তু। যদিও আজকেও আপনার ছেলেমানুষী ধরতে টাইম লাগছিলো।:-<
১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৬
এম্নিতেই বলেছেন: বস্তু??? কি বলবার চান??
যদিও আজকেও আপনার ছেলেমানুষী ধরতে টাইম লাগছিলো।
// বেপদার্থ!!!
৫| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০৫
সাদা কাগজ বলেছেন: প্রিয়তে
১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৩
এম্নিতেই বলেছেন: হেহে... ঠাঙ্কু!
৬| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:১৮
আরণ্যক যাযাবর বলেছেন: হলুদ ছাতা
১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৩
এম্নিতেই বলেছেন: ছাতা এখন গাছে, তাই ইহা পাতা!
৭| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:১৮
মেঘবাজি বলেছেন: +
Click This Link
১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৪
এম্নিতেই বলেছেন: ও.কে.
৮| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৮
অরুণোদয় বলেছেন: আমার বাড়ির সামনের গাছটার ছবি তুইলা আইনো,, ব্যাপক লাগবো, হিট হইয়া যাইব......
১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৮
এম্নিতেই বলেছেন: অফটপিক.............. হোয়াটেভার!!!
৯| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
রাজামশাই বলেছেন: হে হে হে
ছবি প্রোপার্টিতে গাছের নাম লেখা আছে রে ।
১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৯
এম্নিতেই বলেছেন:
১০| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
লিপিকার বলেছেন: ছাতা গাছ খুব সুন্দর.....
১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১১
এম্নিতেই বলেছেন: এটার নাম ছাতা গাছ কে কইসে????
এটার নাম "ইয়েলো দ্যা ট্রী"
[ইয়েলো ইয়েলো
ডার্টি ফেলো.... ]
১১| ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:২৪
মহাকালর্ষি বলেছেন: কিছুদিন আগে এক বন্ধু স্কুলে যাওয়ার ছবিটি দেখিয়েছিল।
পোস্টটা দারুণ ভাল্লাগলো। থ্যাংকু।
১৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৩
এম্নিতেই বলেছেন: ওয়েলকাম।
১২| ১৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৪
তানজু রাহমান বলেছেন:
বাড়ি কি নোয়াখালি?
আমার টুপিকে অপমানে জন্য ক্ষমা আমি করব না!
তবে ব্যাপক হইছে পোস্ট... আমরা সবাই ব্লগার সিরিজ ও ভালা!
১৭ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৪
এম্নিতেই বলেছেন: উঁহু!! বাড়ি তো নোয়াখালি না
পিলিজ মাফ কইরা দাও (তান)জুপ্পা ... তোমার টুপি এত খারাপ সেইটা আরো কম কম বলব ... প্রমিশ
ঠাঙ্কু-মাঙ্কু !!
১৩| ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৫
অপ্সরা বলেছেন: প্রথমে পাহাড়ের শিশুদের ছবিগুলি দেখে ভয়ংকর অনুভুতি।
পরের দুইটা দেখে হাসতে হাসতে শেষ আমি।
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২০
এম্নিতেই বলেছেন: শেষ??!!
.
..
...
....
নাআআআআআআআআআআআআআ..............
বাই বাই
১৪| ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৪০
মুনশিয়ানা বলেছেন: এসেছিলাম ঘুরতে ঘুরতে, এম্নিতেই। ছাতাওয়ালা পাতা কিংবা পাতাওয়ালা ছাতা অথবা ছাতাপাতা ওয়ালা অর্থাৎ পাতাছাতা ওয়ালা মানে......
ইয়ে গাছটা খুব সুন্দর হয়েছে।
১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩২
এম্নিতেই বলেছেন: হেহে... মন্তব্য সুন্দর হইসে!
১৫| ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩১
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ছাতাওয়ালা পাতা কিংবা পাতাওয়ালা ছাতা অথবা ছাতাপাতা ওয়ালা অর্থাৎ পাতাছাতা ওয়ালা মানে......
ইয়ে গাছটা খুব সুন্দর হয়েছে।
হাহাহাহহাহাহাহাহাহাআহা...
১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩২
এম্নিতেই বলেছেন:
১৬| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৭
তামিম ইরফান বলেছেন: খেক খেক বাড়ীর ঘটনাটা জোশ হইছেভাবতাছি আমিও এমুন কিছু করমু কিনা
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৯
এম্নিতেই বলেছেন: লা হাওলা ওয়ালা কুয়্যাত....
নাউযুবিল্লাহ কন
১৭| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০১
নরাধম বলেছেন: গু কালারের গাছ লাগাইছে বাড়ির সামনে। ছি!
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৯
এম্নিতেই বলেছেন: কিন্তু সেদিন যে আপনে একই কালারের গেঞ্জি পইরা আসিলেন???!!!
ছিহ্!!!!
১৮| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৪
তামিম ইরফান বলেছেন: গু কালার
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৯
এম্নিতেই বলেছেন: গু কালার= গুলাবির কালার
বুঝছেন?
১৯| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:১২
তামিম ইরফান বলেছেন: হয় নাই.......গু কালার মানে মলের কালার হলুদ.......।গুলাবীর কালার পিঙ্ক
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৭
এম্নিতেই বলেছেন: হে হে হে... কোন জমানায় আছেন ভাই?? জামানা বাদল গায়া!
২০| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:২৩
তামিম ইরফান বলেছেন:
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:২৬
এম্নিতেই বলেছেন: বিবাহিত মানুষ রাইতে ঘুমানের অভ্যাস করেন!!!
২১| ২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
মেঘলা মানুষ বলেছেন: আহা আহা
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৫
এম্নিতেই বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০২
জটিল বলেছেন: সুন্দর