![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নতুন বাসায় মশা নেই!!!
একি বিশ্বাস করার মতন ঘটনা? হ্যা বিশ্বাস্য ঘটনা এটা! মহাখালির আমার এই বাসায় মশা নেই! কারন মশা সদৃশ যে প্রানী গুলোকে আমি দেখতে পাচ্ছি মশা হলে তাদের এতোক্ষন মৃত হয়ে পড়ে থাকার কথা। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মরটিন মশার কয়েল, সাথে গুডনাইট ইলেক্ট্রিক কয়েল এবং প্রচুর পরিমান মরটিন এরোসল সারা ঘরময় প্রয়োগ করে ভাবলাম আমিতো এতো ওষুধের কারনে ঘরে থাকতে পারছি না, এরা বরং মরতে থাক। আমি নিচে থেকে একটু চা খেয়ে আসি। ততক্ষনে রুমের মশাগুলো মরে ক্লিয়ার হয়ে যাবে।
আধা ঘন্টা পর.........
অনেক আশা নিয়ে ঘরের দরজা খুললাম! খুলেই আক্কেল গুড়ুম! একি! সারা ঘরময় শুধু মশা আর মশা!! বোঁ বোঁ শব্দ শুনে মনে হচ্ছে যেন বলছে, "এরোসল দিয়ে গিছিলি না? এইবার আয়! মজা দেখাচ্ছি তোকে শয়তান কোথাকার!"
©somewhere in net ltd.