নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ছোট্ট দুনিয়া। মনের কথা ব্লগে শেয়ার করি বাংলাদেশকে ভালবাসি

শিফান আল ইমন

আমার ছোট্ট দুনিয়া কথা গুলো ব্লগের মাধ্যমে শেয়ার করি বাংলাদেশকে ভালবাসি

শিফান আল ইমন › বিস্তারিত পোস্টঃ

"আওয়ারাপান" মুভি রিভিঊ

২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫০





বলিউডের সবচেয়ে আন্ডাররেটেড অভিনেতা আমি
হাশমিকেই মনে করি।
আমি একজন সিনেমাখোর হওয়ার পিছনে হাশমির অবদান। ছোট বেলায় যখন সবাই শাহরুখ খানের "ম্যায় হুনা"
গান শুনে আর আমি তখন কাহো না কাহো,
আশিক বানায়া আপনে, ও লামহে গান শুনি। এ নিয়ে আমি
বন্ধু মহলে ব্যাপক সমালোচিত হয়েছি প্রিয় তারকা
এমরান হাশমি শুনলে সবাই কেমন যেন বাকা চোখে তাকায় এবং খিক খিক করে মুচকি হাসি দেয়।
যাই হোক ২০০৭ সাল মুক্তি পেল "আওয়ারাপান" ছবিটা
কোরিয়ান "A bittersweet Life" এর রিমেক ছিল
ছবিটা দেখে ফেললাম একদম তীর্থের কাকের মত মনযোগ
দিয়ে দেখে চোখের কোনায় পানি চলে এসেছিল।
হাশমির বিগেস্ট হিট ছিল "মার্ডার" বাট এমরান হাশমির
ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল এটা এই ছবিটার
মাধ্যেমে হাশমি সকল সমালোচনার জবাব দিয়েছিল।হাশমির অভিনয় ছিল সাবলীল। সদ্য সিরিয়াল
কিসার তকমা গায়ে মাখিয়ে এমন একটা কাজ করে
অডিয়েঞ্চকে পুরো চমকে দিয়েছিল।ছবি নিয়ে বিশেষ কিছু বলব না। চিত্রনাট্যর কিছুটা দুর্বলতা ছিল এছাড়া আর সব ঠিক ছিল।এমরান হাশমির অভিনয় ছিল এক
কথায় দুর্দান্ত,অসাধারণ। চরিত্রের মধ্যে এমন ডেডিকেশন খুব কমই দেখেছি মনে হচ্ছিল সব ভেতর থেকে আসছে। বাকি সবাই ছিল তাদের স্থানে ঠিক।এই চরিত্রর জন্য এমরানের বডি
ল্যাংগুয়েজ ছিল একদম পারফেক্ট চুলের কাট ছিল জাস্ট
কিলিং ডায়লগ ছিল অস্থির।
.
" এক আওয়াজ হ্যায় জো
মেরে কানোমে ঘুশতি রেহেতি হ্যায় এক চেহেরা হ্যায়
জো মেরে
আখোকে সামনে বার বার আজাতিহে মেরা দিল কি
সুকুন থি
ও................................."
.

.
আর মিউজিকের কথা না বলি প্রিতমের সংগীতে
বলিউডবাসী থেকে শুরু করে মেতেছিল পুরো এশিয়ার অনেক দেশের দর্শক
তো ফির আও,তেরা মেরা রিশতা,মাওলা মাওলা এখনও
কানে বাজে।
এখন ও হুদাই আওয়ারাপান লিখে হুদাই গুগল করি নতুন কিছুই পাই না।
আওয়ারাপান ছবিটা আমার জীবনের একটা পার্ট কারণ অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ছবি নিয়ে।
.
Awarapan... Love was his only Destination!
.
অনকেই দেখেছেন হয়ত আর যারা দেখেন নাই সময় নষ্ট না
করে দেখে ফেলেন খুব তাড়াতাড়ি।
.

প্রযোজক : মাহেশ ভাট,মুকেশ ভাট

পরিচালক : মোহিত সুরি

সংগীত পরিচালক: প্রিতম অভিনয়ে: এমরান
হাশমি,শ্রিয়া শরন,আশুতোষ রানা, সাদ রান্দওয়ালা।

IMDb: 7.2
Personal :8.5

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০০

হাসান রাজু বলেছেন: আসলে আমার কেন জানি মনে হয় কোরিয়ান মুভি রিমেক করা একটু বেশিই কঠিন । আর বলিউড সেটাতে মশলা মিশিয়ে আরও বিস্বাদ করে তুলে । এর আগে যেমন Chaser ----> Murder 2 , Ugly Pagli Zinda কোনটাই অরিজিনালের কছাকাছি যায়নি ।

*** ইমরান হাসমি বাকি বলিউড তারকা থেকে আলাদা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.