নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ছোট্ট দুনিয়া। মনের কথা ব্লগে শেয়ার করি বাংলাদেশকে ভালবাসি

শিফান আল ইমন

আমার ছোট্ট দুনিয়া কথা গুলো ব্লগের মাধ্যমে শেয়ার করি বাংলাদেশকে ভালবাসি

শিফান আল ইমন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ "নো ম্যানস ল্যান্ড" - ২০০১

০২ রা নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫৪


আমি ব্যক্তিগত ভাবে বলিউড হলিউডের বাইরে এসে অন্য কোন ইন্ডাস্ট্রির ছবি দেখতেই এখন বেশি পছন্দ করি। প্রিয় তারকা ইমরান হাশমি সে ২০১৪ সালে "টাইগারস" নামে একটা ছবি করে যেটা কমার্শিয়ালি রিলিজ এখনও হয়নি বিভিন্ন ফেস্টিভালে দেখানো হয়েছে এই ছবির ডিরেক্টর ছিলেন বসনিয়ান ডিরেক্টর "ড্যানিস তেনোভিক" যে কিনা ২০০১ সালে অস্কার জিতে নিয়েছিল সেরা বিদেশি ভাষার চলচিত্র ক্যাটাগরিতে আমি অনেক আগেই জানতাম এটা তবে সাডেন মনে পড়ল এই ছবির কথা "নো ম্যানস ল্যান্ড" ছবিটার কথা ইংলিশ সাব দিয়ে দেখে ফেললাম। ছবিটা হচ্ছে বসনিয়ার যুদ্ধ নিয়ে আমি মুভির ডিরেক্টর ছাড়া কাউকে চিনি না আর বসনিয়ার ফিল্ম নিয়ে আমার কোন আইডিয়া নেই তবে সেটা কথা না। কথা হচ্ছে আমি ছবিটা দেখে হা হয়ে গেছি সামান্য একটা ছবিতে কয়েকজন অভিনেতা কে দিয়ে পুরো যুদ্ধ বর্ননা করার কঠিন কাজটা সহজ করে দেখিয়েছে ডিরেক্টর তেনোভিক । আমি অভিনেতা কাউকে চিনি না ইভেন প্রথম বারের মত স্কিনে দেখছি আমার একবারের জন্য ও মনে হয়নি যে আমি তাদের প্রথম বারের মত দেখছি মনে হয়েছে অনেক দিন থেকে চিনি। বসনিয়া যুদ্ধের পরিস্থিতি বর্ননা ও ভয়াবহতা মুভিতে অনেকটা ফানি ভাবেই তুলে ধরা হয়েছে তবে সিরিয়াস সিন ও রয়েছে। এই ছবিতে দেখা যাবে যুদ্ধে ইউনাইটেড ন্যাশন কিভাবে কি দায়িত্ব পালন করে।
অভিনেতাদের বাস্তবিক অভিনয় ডিরেক্টর এর মনমাতানো ডিরেকশন মাথা নষ্ট করা ডায়লগ মিস না করতে চাই দেখে ফেলেন যত তাড়াতাড়ি সম্ভব।
.
IMDb Rating : 8.1
Personal Rating 8.0
Happy watching ♥

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: নামটা লিস্টে লিখে রাখলাম। দেখে নিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.