নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ছোট্ট দুনিয়া। মনের কথা ব্লগে শেয়ার করি বাংলাদেশকে ভালবাসি

শিফান আল ইমন

আমার ছোট্ট দুনিয়া কথা গুলো ব্লগের মাধ্যমে শেয়ার করি বাংলাদেশকে ভালবাসি

শিফান আল ইমন › বিস্তারিত পোস্টঃ

সিটি অব গড (২০০২) মুভি রিভিউ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮


সময়টা ষাটের দশক ব্রাজিলে গড়ে ওঠে সিটি অব গড নামে এক বস্তি। যেখানকার প্রত্যকটা মানুষ হচ্ছে কোন না কোন ভাবে অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত বা অপরাধ দেখে অভ্যস্ত। কিভাবে একটা গ্যাং বেড়ে উঠেছিল আধিপত্য বিস্তার করল কিভাবে সেখানে কিভাবে পতন হল আবার কিভাবে গড়ে উঠল তাই ই বর্ননা করেন ছবির প্রধান চরিত্র " রকেট" মাদক যেখানে তেল/পানির মত নিত্যনৈমিত্তিক জিনিস খুন যেখানে ডাল ভাত এমন একটি অপরাধের জগৎ হচ্ছে সিটি অব গড। সহজ কথায় ব্রাজিলের "গ্যাংস অব ওয়ার্সিপুর" হচ্ছে "সিটি অব গড" আমার ভালই লেগেছে ব্রাজিলিয়ান ছবি কাউকে চিনিনা তবে সবাই ছিল কাজের প্রতি ডেডিকেটেড। পিচ্ছি পোলাপাইন এত্ত সুন্দর করে চরিত্র ফুটিয়ে তুলেছে যেটা দেখলে অবাক লাগবে। বাংলা ও ইংরেজী সাব আছে যেটা কমফোর্টেবল সেটা দিয়ে দেখে নিতে পারেন। উল্লেখ্য এটা IMDb এর সর্বকালের সেরা ২৫০ ছবির ২২ নম্বর ছবি। দেখে নিতে পারেন খারাপ লাগবে না। পরিবারের সাথে না দেখাই বুদ্ধিমানের কাজ যেসব ডায়লগ আছে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: মুভি দেখার ইচ্ছা আছে।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: মুভিটা দেখলাম। খুব ভালো লাগে নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.