নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ছোট্ট দুনিয়া। মনের কথা ব্লগে শেয়ার করি বাংলাদেশকে ভালবাসি

শিফান আল ইমন

আমার ছোট্ট দুনিয়া কথা গুলো ব্লগের মাধ্যমে শেয়ার করি বাংলাদেশকে ভালবাসি

শিফান আল ইমন › বিস্তারিত পোস্টঃ

অশূর (ওয়েব সিরিজ) রিভিউ।

২৩ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৫


Asur : Welcome to your dark side (2020)
করোনা ভাইরাসের জন্য ভার্সিটি বন্ধ বাসায়ই থাকি মা বাইরে যাইতে দেয়না সারাদিন বেকার তো এর মধ্যে
দেখে ফেললাম সিরিজ "অসূর" একটানা কোন ব্রেক না দিয়েই সিরিজটা ভাল। তবে অতি আবেগী অনেকে এটাকে "স্যাক্রেড গেইম" এর সাথে তুলনা করে যেটা একদমই ভাল লাগেনাই। গ্রুপ থেকেই জানতে পেরছি এই সিরিজের কথা কথা এবং VOOT নামে যে কোন ওয়েব প্লাটফর্ম আছে সেটাও। এখন মূল কথায় আসা যাক সিরিজটা সাসপেন্সে ভরপুর। গল্পটা কিছুটা এমন বানারসের এক পুরোহিতের ছেলে হয় জম্মের সময় সেই ছেলের মা মারা যায় বাবা এর জন্য তার ছেলেকে দায়ী এবং অভিশপ্ত ভাবে এর জন্য ছেলেকে সে অশূর বলে ডাকে এবং যেকোন কাজেই তাকে নিরুৎসাহিত করে ছেলে একটু বড় হলে একদিন তার বাবাকে বিষ প্রয়োগে হত্যা করে বসে "আরশাদ ওয়ারর্সি" CBI কর্মকর্তা। সে বুঝতে পারে এই ছেলেই তার বাবাকে হত্যা করেছে এরপর সে রিহ্যাবে না পাঠিয়ে ভুয়া জম্মসনদ দিয়ে তাকে জেলে পুরে দেয় এর প্রায় অনেক বছর পর শুরু হতে থাকে একটার পর একটা ঘটনা।
এতে যারা অভিনয় করেছে প্রায়ই অচেনা মুখ স্টার বলতে আরশাদই আছে এবং সাইড ক্যারেক্টারে আছে "শারিব হাশমি" আমার খুব প্রিয় "ফ্যামিলি ম্যান" দেখেই ফ্যান হয়ে গিয়েছি এখানেও সে ভাল করেছে তার রোলে । মূল চরিত্র নিখিল দারুন পারফর্ম করেছে। গৌরভ আরোরার অল্প স্কিন প্লে ছিল আগের গৌরভ থেকে এই সিরিজের গৌরভকে আরো পরিপূর্ণ মনে হয়েছে। বাকি সবার অভিনয় খুব একটা আহামরি কিছু ছিলনা তবে গল্প ভাল বলে খুব একটা চোখে পড়েনি। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার খুবই আজব লেগেছে। এমন জনরার একটা সিরিজে কিভাবে এমন মিউজিক থাকে। অন্য ওয়েবসিরিজ গুলোতে যেমন সব কিছু বাস্তব সম্মত ভাবে প্রেসেন্ট করা হয়েছে এটায় তেমন কিছু পাইনি তবে বোর হইনি খুব একটা কিছু যায়গায় স্লো রান করেছে তাও। সনাতন ধর্মের কিছু পৌরানিক বিষয় দেখানো হয়েছে যা খুবই এক্সসাইটিং লেগেছে। সব মিলিয়ে রিকমেন্ড করা যায়।
.
.
IMDb: 9.2
PR: 7.5

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২০ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: দেখব।

২| ২৩ শে মার্চ, ২০২০ রাত ১০:০৮

রিনকু১৯৭৭ বলেছেন: দেখবো। অবশ্যই দেখবো, ইনশা-আল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.