নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ছোট্ট দুনিয়া। মনের কথা ব্লগে শেয়ার করি বাংলাদেশকে ভালবাসি

শিফান আল ইমন

আমার ছোট্ট দুনিয়া কথা গুলো ব্লগের মাধ্যমে শেয়ার করি বাংলাদেশকে ভালবাসি

শিফান আল ইমন › বিস্তারিত পোস্টঃ

Extraction-মুভি রিভিউ

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৯



ডাউনলোড করে দেখে ফেললাম Netflix এর "Extraction" এটা পৃথিবী জুড়েই বলা চলে বহুল আলোচিত ছিল। এটা নিয়ে গ্রুপে অনেক নেতিবাচক রিভিউ এসেছে আবার ইতিবাচক রিভিউ এসেছে এবং যারা নেতিবাচক রিভিউ করেছে তাদেরও সমালোচনা হয়েছে। তো আমি প্রথমে আসি এটার কাহিনী নিয়ে এর কাহিনী কিছুই নেই ওই যা হয় টিপিক্যাল একশন ছবি গুলোতে উদ্ধার অভিযান তাও বলছি প্লট হচ্ছে ভারত-বাংলাদেশের দুই রাইভাল ড্রাগ মাফিয়া এর মধ্যে বাংলাদেশের মাফিয়া ভারতের মাফিয়ার ছেলেকে কিডন্যাপ করে এবং তাকে উদ্ধার করতে করতেই ছবি শেষ যেটা বলা চলে একদম সাধারণত কাহিনী একশন ছবিতে এমন কাহিনী হরহামেশাই হয়ে থাকে সুতরাং এই ছবিকে এভারেজই বলা যায়। এবার একটু অন্য বিষয়ের দিকে নজর দেই ভারতের মাফিয়া "পংকজ ত্রিপাঠি" তার সাথে ঢাকার মাফিয়া "আসিফ" কি রাইভাল হিসাবে যায়? বয়সের একটা ব্যপার তো থাকে। আর একটা কথা পরিচালক সাহেব ঢাকাকে সোমালিয়ায় বা নাইজেরিয়া কিংবা আফ্রিকার কোন শহর হিসাবে বুঝাতে চেয়েছে যা একদম ভাল লাগেনি আমি সত্যিই এটা দেখে খুবই হতাশ হয়েছি ঢাকাতে এমন ছোট ছোট ছেলেকে অস্ত্র দিয়ে নামিয়ে দেওয়া হয়না বা ঢাকা শহর যতই খারাপ হোউক ঢাকাতে এমন কিছু হয়না। আর ঢাকার বস্তি অঞ্চল গুলোই এই ছবিতে বেশি হাইলাইট হয়েছে যেটা খারাপ লাগলেও অভিযোগ করার মত কিছুনা। আরেকটা ব্যপার হচ্ছে বাংলা বলা যেটা একদম মনে হয়েছে ঠিক একবার মনে হয়েছে দম বন্ধ হয়ে যাচ্ছে বাংলা বলতে আরেকবার মনে হয়েছে যে পশ্চিম বাংলা অন্ধলের বাংলা বলছে যখন "বাড়া" শব্দটার প্রয়োগ দেখি "হেমসওর্থ" এর মুখে বাংলা শব্দ প্রমাণ আহা! তবে বিদেশীদের কাছ থেকে এর বেশি আশা করাও ঠিকনা। ঢাকা শহরের যে বস্তি অঞ্চলগুলো দেখিয়েছে তা দেখে বুঝতেই পারিনি যে এটার কোন কিছুই ঢাকায় হয়নি অসাধারণ সেট তবে ড্রোন শট গুলো মনে হয় ঢাকারই। একশন খুবই ভাল ছিল তবে চোখের সামনে এইভাবে দেশের পুলিশ,আরমি,র‍্যাব কে মরতে দেখে কষ্ট পেয়েছি সিনেমাটোগ্রাফি চমৎকার অভিনয় ও সবার ভাল ছিল তবে রণদীপ হুডাকে কেমন বেমানান লেগেছে চরিত্রের সাথে। সবমিলিয়ে এভারেজ লেগেছে আরো অনেক কিছু বলার ছিল বলতে গেলে এই রিভিউ উপন্যাস হয়ে যাবে তাই থাক।

IMDb : 7.4

Personal : 5.0

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫১

কাছের-মানুষ বলেছেন: ছবিটার ব্যাপারে গত দুই দিন যাপত মানুষের প্রতিক্রিয়া দেখতে পারছি, সবাই উহ আহ করছে। দেখতে হবে সময় করে!!!

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৯

শিফান আল ইমন বলেছেন: দেখে ফেলেন বড় তারকাদের কাছ থেকে নিজ দেশের নাম শোনাটাই অনেক বড় ব্যপার

২| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ২:২৬

রাজীব নুর বলেছেন: এই মুভিটা কারনে বাংলাদেশের নাম উঠে এসেছে। এটা ভালো সংবাদ।

৩| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৩:২৪

নেওয়াজ আলি বলেছেন: তাহলেতো দেখার মত ছবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.