নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একমনে চুরি করে;আরেক মনে বিচার মানে,আমি কে? আমার মন জানে।

ইমন শাই

আত্মতত্ত্ব অর্জনের চেষ্টা করি

ইমন শাই › বিস্তারিত পোস্টঃ

গোলক পদ

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৮

প্রকৃতি সৃষ্টি স্রষ্টা এক,
মনে শুদ্ধ সত্য প্রবেশের কুসংস্কারী-
না হলে, এই কথা ভেবে দেখ।

মস্তিষ্ক ও মন দুইয়ে মিলে এক মানুষ
একজন উড়ায় ঘুড়ি।
আরেকজন জালায় ফানুশ।।

এক মানুষে দুই জাত নারী পুরুষ হয়
পুরুষের শবযাত্রা পুরুষ করে
নারীর শবযাত্রায় নারীগন কেন নয়?

নারী দেহে ঋতুময়ী হলে ধর্ম তারে অপবিত্র কয়
স্রষ্টার উপাসনা হারাম হয়,কোন জ্ঞানে?
আবার সেই দেহ ইশ্বর জপে আপন মনে।
এই কথা আমি ভাগ করিব কার সনে!

ডিম্বাণু শুক্রাণু উভয় নাপাক জল।
নাপাক জলে সৃস্টি হয় কি পাক?
যদি অজু করে হতে পারি পবিত্র,
তবে নয় কেন পাতক ক্ষেপা মিত্র।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.