![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ জানবে না একটা ভালোবাসার অপমৃত্য কি?
একহাতে ফুল না একহাতে মোমবাতি ও না
কিছুই থাকবে না শুধু মন খারাপ
মুখে হয়তো হাসি থাকবে কিন্তু তা দেখানো
কেউ বুঝবে না...কেউ ধরতেও পারবে না
হয়তো সাদা কাগজে মুখ মুছলে জলের ছোয়া লাগবে না
মন কাদবে তবু বলবো কথাগুলো আমার নয় অন্যকারো
এই ভালোবাসা
শহরে কোন রাস্তার রিকশায় দুইজনের ভিতরের ঊষতা বিনিময়ের বহিঃপ্রকাশ হতে পারে
হতে পারে রাস্তার পাশে দাঁড়িয়ে হেগলা ছেলেটার একদৃষ্টির চাহনি ...............
©somewhere in net ltd.