| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রদূত
শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো
নানামুখি ষড়যন্ত্র,আলোচনা-সমালোচনার মধ্যে দ্বিতীয়বারের মত মাঠে গড়িয়েছে বিপিএল। বিসিবি যখন প্রথম একটি ফ্রাঞ্চাইজি ভিত্তিক আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট শুরু করার ঘোষনা দেয় ,কিছুট সন্দেহ কিন্তু মনে দানা বেধেছিলো বাংলাদেশের অর্থনীতি, সামাজিক পরিস্থিত, আর্ন্তজাতিক ক্রীড়াঙ্গনে আমাদের অবস্থান এসব কিছুর বিবেচনায়। মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো বারবার শেষ পর্যন্ত পারবে তো ? নাকি মাঝপথে খেই হারিয়ে ফেলে, তাহলে আরো বড় ক্ষতি হয়ে যাবে আমাদের,সাংগঠনিকভাবেও ব্যার্থতার কালিমা নিয়ে সমালোচনার ঝড় তুলতে কার্পন্য করবে না কতিপয় ক্রিকেটবোদ্ধারা,যারা কিনা প্রতিনিয়ত বাংলাদেশের টেস্ট স্টেটাসের পিছনে লেগে আছে দীর্ঘদীন ধরে। টেস্টে বাংলাদেশ কোন একটি ইনিংসে একটু কম স্কোর করলেই তাদের রাতের ঘুম হারাম হয়ে যায় স্টেটাস কেড়ে নেয়ার জন্য,কিন্তু নিউজিল্যান্ড বা ভারত যখন বিশাল রান,ইনিংস ও রেকর্ড পরিমান হারের লজ্জায় ডুবায় তখন তাদের মুখে কুলুপ লেগে থাকে। কিন্তু তারা ভুলে যেতে চায় ভারত তাদের প্রথম টেস্ট ম্যাচ জিতেছিলো ২৬ বছর পর আর নিউজিল্যান্ড নিয়েছিলো ৩২ বছর,সেই তুলনায় আমরা কি খুব বেশী দোষ করে ফেলেছি ? সেই সব ভিনদেশী সমালোচকদের কাছে আমার প্রশ্ন, আইসিসি প্রেস কনফারেন্স করে আমাদের জানিয়ে দিক, কোথায় পাবে তারা বাংলাদেশের মত একটি এত মেধাসম্পন্ন উঠতি দল,এত ক্রিকেট পাগল একটি জাতি? এছাড়া বাংলাদেশে ক্রিকেটের যে অবকাঠামো ইতিমধ্যে গড়ে উঠেছে তা কি চাইলেই যেকোন দেশ গড়ে তুলতে পারে অনায়াসেই? তাহলে চীন কেন পারছে না? কেন পারেনি কানাডা,আমিরাত,হল্যান্ড,কেনিয়া,স্কটল্যান্ড,আয়ারল্যান্ড,জিম্বাবুয়ের মত দীর্ঘদিন ক্রিকেট খেলুড়ে দেশগুলো ? অনেকের তুলনায় অর্থনৈতিকভাবে পিছিয়ে থেকেও বাংলাদেশ কিন্তু পেরেছে। যা কিনা হাঁটি হাঁটি পা করে এখন ছাড়িয়ে গেছে নিউজিল্যান্ড বা ওয়েস্টিন্ডিজের মত দেশগুলোকে, আবার খুব অল্পসময়ের পিছনে ফেলবে শ্রীলংকাকে। ক্রিকেটের প্রসারকে আসলে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিজেই আটকে রাখছে বলে মনে হয়,নাহলে দেখুন সারা দুনিয়াতে কয়টি দলইবা ক্রিকেট খেলে ? এর মধে আবার দশটি দল মাত্র সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলার যোগ্যতা রাখে যার মধ্যে বাংলাদেশও একটি। আর হারাধনের মাত্র দশটি ছেলের মধ্যে আবার দুটি ছেলেকে নিয়ে কত চাপাচাপি, তাদের নাকি এলিট ক্রিকেট খেলার যোগ্যতা নেই। এখানেই হচ্ছে ফুটবলে সাথে ক্রিকেট,ফিফার সাথে আইসিসির পার্থক্য। আইসিসি যখন গুটিকয়েক ব্যক্তি বা দেশের হাতে তালুবন্দি, ফিফা তখন ব্যস্ত সারা বিশ্বে ইতিমধ্যে জনপ্রিয়তার মধ্যমনিতে থাকা ফুটবলকে আরো বেশী জনপ্রিয়তার তুঙ্গে নিতে প্রতিটি দেশের পাড়া মহল্লা কোনায় কোনায় ছড়িয়ে দিতে। আইসিসি যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে মিলে টাকা কামানোর সুযোগ নিতে বা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার আজ্ঞা পালনে ব্যস্ত,ফিফা তখন নিরন্তর কাজ করছে কোটি কোটি ডলার সাহায্য দিয়ে যাচ্ছে অনুন্নত দেশগুলোকে ফুটবলের উনুয়নের স্বার্থে। আশ্চর্যের ব্যাপার কি দেখুন অস্ট্রেলিয়া,গ্রীস,বলিভিয়া,জাপান,কোরিয়া বা ভেনেজুয়েলা কিন্তু ফুটবলে আগে খুব বেশি দুর্বল দল ছিলো ,আবার বিশ্বকাপে যখন খেলতে নামত আর্জেন্টিনা বা ব্রাজিলের দ্বিতীয় সারির দলও তাদের বলে কয়ে নাস্তানাবুদ করে হারাতো বিশাল ব্যবধানে কিন্তু কখনো ওইসব ফুটবল পরাশক্তির দেশগুলোকে বা ম্যারডোনা,পেলে,ম্যাসি,রোনালদোদের বলতে শুনিনি ওরা বিশ্বকাপে খেলা উচিত না বা এদের মত দুর্বল দলের সাথে খেলতে চাই না ইত্যাদি, আবার বড় বড় শুক্তিশালীদলগুলো দিনের পর দিন এই ছোট দলগুলর সাথে খেলে গেছে বিভিন্ন প্রদর্শনী ম্যাচে বা টুর্নামেন্টে বিনা দ্বিধায়,যা কি না ক্রিকেটে আশা করা একটু কষ্ট।ক্রিকেটে বড় দুলগুলো ছোটদের সাথে মাঝে মাঝে খেলে তবে অনেক অবজ্ঞার সাথে,একটু শক্তিশালী দলগুলোর নাকসিঁটকানি দেখলে মনে হয় একটু ভালো খেলে ও ক্রিকেট রেটিংয়ে কিছু পয়েন্ট পেয়ে তারা যেন বিশ্ব উদ্ধার করে ফেলেছে। ক্রিকেটের মত ফুটবলে এই হীনমন্যতা নেই বলেই গ্রীস,দক্ষিন কোরিয়া,জাপান,ভেনেজুয়েলা আজ ভালো দল বলে পরিচিতি পেয়েছে, খ্যাতি পেয়েছে জানান্ট কিলার হিসেবে যেকারনে যখন এরা বড় দলগুলোর সাথে খেলে দর্শক উঁপচে পড়ে সেই খেলা দেখতে,কি হয় শেষ পর্যন্ত তা উপভোগ করতে। আর এইখানেই ফিফার সফলতা,যেখানে আইসিসি ব্যর্থ। আর আইসিসি তাদের ব্যর্থতাকে আড়াল করতে বিনা কারনে প্রিতিনিয়ত চাপে রাখে আমদের মত নবীন দেশগুলোকে,অহেতুক সুবিধা দিয়ে যায় ভারত বা ইংল্যান্ডের মত পুরানো বা শক্তিশালী দলগুলোকে বা ভারতের আইপিএলকে বাড়তি সুযোগ দিয়ে যায় বেআইনীভাবে। এই বৈষম্যের ফিরিস্তি লিখতে গেলে লিখা শেষ হবে না দুই বা পাঁচ ঘন্টায় তাই আপাতত সেই দিকে আর গেলাম না।
পরিশেষে একটা কথাই বলতে চাই আসুন বিপিএল’কে সফল করি,সবাই মাঠে গিইয়ে খেলা দেখি। খুব খারাপ লাগে যখন দেখি স্টেডিয়ামের সিটগুলো খাঁ খা করছে দর্শকের অভাবে। বিপিএল হতে পারে আইসিসি,আমাদের সমালোচক বা ষড়যন্ত্রকারীদের জবাব দেয়ার যোগ্য হাতিয়ার,বিপিএল হতে পারে খেলোয়াড় বানানোর প্লাটফর্ম বা বিসিবিকে ও আমাদের ঘরোয়া খেলোয়ারদের আর্থিকভাবে স্বাবলম্বি করার ক্ষেত্র। বিপিএল ব্যর্থ হলে অনেক খারাপ সময় আসতে পারে বাংলাদেশের ক্রিকেটে।
সুতরাং একটি টিকেট এক্ষুনি কিনে ফেলুন বিপিএল দেখুন ক্রিকেটের উন্নয়নে এগিয়ে আসুন।
# পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি#
২|
২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: sylhet a khela nai
200tk khoroch korar jar sahos nai, tago fan manina
halar paikka go khela hoile tiki douraito
৩|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
মেংগো পিপোল বলেছেন: আশিক মাসুম বলেছেন: আসুন বিপিএল’কে সফল করি
৪|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
ধান শালিক বলেছেন: ক্রিকেট আমাদের ব্যবসা না , প্যাশন । এটা কেউ না জানুক , আমরা তো জানি ।।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
আশিক মাসুম বলেছেন: আসুন বিপিএল’কে সফল করি