নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে কিছু বলা যাবে না। আমার মূল্যায়ন হবে আমার লেখায় আর তা করবে আমার চারপাশের মানুষ

৭ ১ নিশান

দেখি আমি অন্ধ চোখে জগতটাকে

৭ ১ নিশান › বিস্তারিত পোস্টঃ

ভিনি ভিডি ভিসি সেলুকাস ও বাংলাদেশ

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

ভিনি ভিডি ভিসি এর মানে এলাম দেখলাম জয় করলাম. এবার আমাদের প্রধানমন্ত্রী ছেলে জয় এর ব্যাপারে সেটাই সত্য. ভিনদেশি পাসপোর্ট নিয়ে এদেশে রাজনীতি এর থেকে দেশপ্রেমিক আছে নাকি?

কে কোন পাসপোর্ট রাখবে সেটা তার ব্যাপার কিন্তুু এবার জয় সাহেবের সামনে ছিল অপার সম্ভাবনা. তিনি সবাইকে গনতন্ত্রের পথে আনতে পারতেন উদারতা দেখাতে, তিনি সে পথে হাঁটলেন না তিনি পচা রাজনীতির পাকে ডুবে বিরোধীদল দল এর দুর্নাম ও বিষোধগার এ ব্যস্ত ....

এই যদি হয় বাইরে থেকে পড়াশোনার দোউড় তাহলে বলার কিছু নেই.

আমরা জাতি হিসাবে দুর্ভাগা ও সেই সাথে অপদার্থ আমরা নেতা নির্বাচন করতে পারি না. সুদুর প্রবাসের মানিক কে বরন করে নিতে প্রস্তুত যারা আমাদের বাংলাদেশের মাটিতে বড় হয় নাই তারা আজ নেতা হয়ে যাবে, পাকিস্তানের মত দেশে বিদেশী নাগরিকত্ব থাকলে কেউ প্রধানমন্ত্রী এমন কি কিছু ক্ষেত্রে সাংসদ হতে পারে না, ভারতের তো খাটি ভারতীয় না হলে হবেই না.

আমরা এমন অভাগা জাতি যে এখন ও তারেক জিয়া এর মত মানুষ কে পীরের আসনে বসিয়ে রেখেছি. আদালতে প্রমানিত হলেই কি জনগণ এর মনে প্রবিত্র হয়ে গেছে?

আজ আমরা এতটাই দুর্ভাগা যে আমাদের 53% মানুষের নাগরিক অধিকার হরন করা হয়েছে তার পরো আমরা কিছু বলতে পারি না. কারন আমরা আসলে বংশদবধ দাস. 200 বছর ব্রিটিশদের দাস খেটে আমাদের জিনের দাসত্ব ঢুকে গেছে. এখন আমরা হাসিনা খালেদার দাসের পরিনত হোয়েছি. কিছুদিন পর সারা দেশ হাসিনার দাসে পরিনত হবে .....ইতমধ্যে অনেক প্রতিষ্ঠান যে দাসের পরিনত হয়েছে তার প্রমান দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে. আর যায় হোক প্রতিষ্ঠান যখন দাসের রুপ নেই তারা জনগণের জন্য কাজ করে না. আজ পুলিশ থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী দাসের মত আজ্ঞাবহ হয়ে উঠেছে যা লীগের জন্য বর্তমানে ভাল হলেও দেশের জন্য শনি বয়ে আনবে. আমলীগ নিজেদের যতটা উদার হিসাবে বলে তারা অসলে উদার না , আম্লীগের চরিত্র হলো ক্ষনে ক্ষনে জনগণ কে মিথ্যা বলে বিভ্রান্ত করা ও সকল ব্যাপারে ডাবল স্ট্যান্ড নেওয়া যদিও তারা স্বীকার করে না. প্রধানমন্ত্রী প্রতিদিন মিথ্যা বলে চলেছেন তিনি বলেন আমি ক্ষমতা চাই না আমার প্রধানমন্ত্রী পদ লাগবে না সেই তিনিই আবার গদি ছাড়েন না. আজকের রাজাকার এর সর্দার গোলাম আজমের কাছে তিনিই দোয়া চেয়েছিলেন আজ তাকে ফাসি দেবেন? আমাদের সমস্যা হল আমরা ইতিহাস পড়তে চাই না. এক্টা দেশের প্রধানমন্ত্রী এত মিথ্যাচার করেন কিভাবে? এই ইতিহাস আজকের না. আজ বিনপি যা করছে তা তার পাপের ফসল 96 তে একদলীয় নির্বাচন হোয়েছিল,লীগ বুঝেছিল কেমন লাগে. এবার লীগ করতেছে বিনপি বুঝ ন, আজ হাসিেমন, আজ হাসিনা বিরোধী দলকে সিট ধরিয়ে দিতে চাই. এর শুরু করেছিল শেখ মুজিব নিজে. তিনি হায়দার আকবার খান রনো কে বলেছিলেন বিরোধী দল কয়েকটা সিট পাবে তা আমি জানি. এর মাধ্যমে প্রমানিত হয় এই বাংলায় নির্বাচনে কারচুপি হয়ে আসছে অনেক আগে থেকেই।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

৭ ১ নিশান বলেছেন: আমি জানি না লেখাটা ঠিক হয়েছে কিনা। আমি লিগের পক্ষে লেখিনি বলে কেউ রাজাকার বলে গাল দিয়েন না

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮

অনন্ত জীবন বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ কিন্তু আমাদের এরকম সময় নষ্ট করে মতামত প্রকাশ করা অনেকটাই অর্থহীন। কে কর্ণপাত করবে আমাদের এসব কথায়? আমরা দু'একজন হয়তো মন্তব্য লিখব।
শুক্রবারে ব্যাংক খোলা রাখার হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে ফেসবুকের এক স্টেটাসের জের ধরে এক সহকর্মীকে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো বাংলাদেশ ব্যাংকের নির্দেশে, যদিও সে চাকরি করে একটি ব্যক্তি মালিকানাধীন ব্যাংকে। তাহলে আমরা এখন কোথায় কি বলব বলুন?
আমি হতাশ। এ থেকে মুক্তির কোন উপায় দেখি না।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

৭ ১ নিশান বলেছেন: আমাদের সবাইকে লিখতে হবে অনেক ব্যক্তি আছে যারা কেবল পড়ে যায় কিন্তু লেখে না লিখলে কিছু না হলে চিন্তা ভাবনার বিকাশ ঘটে না। যেদিন সবাই লিখবে সেদিন পরিবর্তন হবে বলে আশা রাখি

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০

পদ্মা_েমঘনা বলেছেন: লেখা ভাল হয়েছে ভাই।যা বিশ্বাস করেন, সেটাই লিখুন।কে কি বলল, তাতে কি এসে যায়!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

৭ ১ নিশান বলেছেন: লিখতে চাইরে ভাই কিন্তু লেখার উপায় কি আছে ? সবাই আজ বিভক্ত । বিভক্ত জাতি বেশী দূর যেতে আরে না । গাড়ির চাকা ছোট বড় হলে যেমন গাড়ি জায়গায় ঘোরে বা খাদে পড়ে তেমনি বিভক্ত সমাজ নিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৩

রাজীব বলেছেন: অনন্ত জীবন, ডিটেইন জানাবেন কি??

আর লেখক তো অলরেডি রাজাকারের খাতায় নাম লিখিয়ে ফেলেছেন।

বিদেশী নাগরিকত্ব থাকলে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যায় না।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫

৭ ১ নিশান বলেছেন: ভাই দেশকে ভালবাসতে হলে দেশের নাগরিক হতে হবে। বিদেশী নাগরিকত্ব তাহলে দায়বদ্ধতা থাকে না এটা আপনি আমি সবাই বুঝি। আর আমি জানি আজকাল অন্য রকম চিন্তা পোষন করলেই রাজাকার হয়ে যায় ;যেমন হয়েছেন স্যার আব্দুল্লা আবু সাইয়িদ, কিছুদিন আগে, আর আমি তো কোন স্যার। একবার অন্যকে রাজাকার বলার আগে নিজেকে প্রশ্ন করে দেখেন? আর আমরা ভুলে যায় যে সুর্য উঠবেই টা যত মেঘ ই থাকুক না কেন।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৭

মতিউর রহমান মিঠু বলেছেন: সত্য কথন সবার কাছে মিঠা লাগে না...লিখে যান...

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৩

বাঁশ আর বাঁশ বলেছেন: ভাই, আপনি তো রাজাকারের খাতায় নাম লেখালেন।।। পোষ্টে প্লাস।।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৬

৭ ১ নিশান বলেছেন: হুম আমরা সবাই রাজকার আর আপ্নারা সবাই মুক্তিযোদ্ধা , কথায় কথায় রাজাকার বলা কিন্তূ ভাল না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.