নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে কিছু বলা যাবে না। আমার মূল্যায়ন হবে আমার লেখায় আর তা করবে আমার চারপাশের মানুষ

৭ ১ নিশান

দেখি আমি অন্ধ চোখে জগতটাকে

৭ ১ নিশান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশী জাতীয়তাবাদ

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৪

বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সবাইকে আজ এক হতে হবে । আমি জানি অনেক মানুষ আছেন যারা মনের ভিতর বাংলাদেশী জাতীয়তাবাদ বিয়ে বসে থাকেন কিন্তু আজ জামাত –জংগী-তেতুল –ছাগু ইত্যাদি শিরোনাম পাবার ভয়ে সামনে আসেন না। কিন্তু প্রশ্ন হল আর কতকাল লুকিয়ে থাকতে হবে? সব থেকে ভাল হয় যারা বাংলাদেশী জাতীয়তাবাদের বিশ্বাসী তাদের সবার একটা কমন জায়গায় দাঁড়ানো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫১

পাঠক১৯৭১ বলেছেন: জাতীয়তাবাদী ছিল '৭১ এর লোকেরা।

বিএনপি'র লোকেরা ছিল স্বাধীনটা বিরোধী বা তার কাছাকাছি!

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৪

উপপাদ্য বলেছেন: এক গাড়িয়া বেটা উপরে এসে হাজিরা দিয়ে গেলো। গাধাটা নিজেকে খুব জ্ঞানী মনে করে।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৪

চলতি নিয়ম বলেছেন: ঠাকুর ঘরে কে রে?
আমি কলা খাই না। । ;) ;)

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

৭ ১ নিশান বলেছেন: আমি যদি ঠাকুর ঘরে বসে কথা খাই তাহলে বেবাকে কথা গিলে ফেলছে
আর এটা আজ লুকাবার কোন দরকার নেই যে লীগ কেবল ই মার্কেটিং করে বেড়াচ্ছি মুক্তি যুদ্ধের চেতনা, কে পক্ষে বা বিপক্ষে তা বিচার করবে বাংলার মানুষ লীগ /বিনপি/জামাত/ জাতীয় পার্টি/ সিপিবি/বসদ না। লেবু কচলালে তিতা হয়ে যায় এভাবে চেতনা ফেরি করে বেড়ালে এক সময় এটা খুবই সস্তা হয়ে যাবে আর তা আমাদের জাতির জন্য লজ্জাজক হবে আর তার জন্যন দায়ী হবে লীগ। বিম্পি যদি কিছু করে লীগের এ মার্কেটিং কমাতে পারে তাহলে অন্তত চেতনা বাচবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.