নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে কিছু বলা যাবে না। আমার মূল্যায়ন হবে আমার লেখায় আর তা করবে আমার চারপাশের মানুষ

৭ ১ নিশান

দেখি আমি অন্ধ চোখে জগতটাকে

৭ ১ নিশান › বিস্তারিত পোস্টঃ

একটি মানবিক সাহায্যের আবেদন

১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৫





মৌরী ইসলাম,(খুলনা করোনেশন

বালিকা বিদ্যালয় - ০৫ ব্যাচ; খুলনা সিটি কলেজ- ০৭ ব্যাচ); বর্তমানে, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের মাস্টার্সে অধ্যয়নরত একজন মেধাবী ছাত্রী। মিষ্টি কন্ঠী ও সদা হাস্য এই মেয়েটির জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত। তাঁর দু’টি কিডনিই অকেজো হয়ে গেছে। বর্তমানে তিনি ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে আছেন। ডাক্তার তাঁর দুটি কিডনি জরুরী ভিত্তিতে প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছে যাতে প্রায় ১৫লক্ষ টাকার প্রয়োজন। অন্যথায় অকালে ঝরে যাবে মৌরীর প্রাণ। এত ব্যয়বহুল চিকিৎসা সম্পন্ন করা তার পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এই অবস্থায় মৌরীর মা পরিবারের মেধাবী প্রিয় সন্তানের চিকিৎসার জন্য দেশের সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। সর্বস্তরের মানুষের একটু সহযোগিতাই পারে জাতির ভবিষ্যৎ নাগরিক এক মেধাবী মেয়ের জীবন বাঁচাতে।

একটিবার ছবির মানুষটির দিকে তাকিয়ে দেখুন কি সুন্দর হাসি-খুশি একটা মানুশ; যেন সে তার হাসি দিয়েই ভুলিয়ে দিতে পারে তার চারপাশে থাকা সকল দুঃখী মানুষকেও।



মৌরীকে সাহায্য পাঠানোর ঠিকানাঃ

একাউন্ট নেমঃ মৌরী ইসলাম (Mouri Islam)

ব্যাংক একাউন্ট নাম্বারঃ সঞ্চয়ী হিসাব

নং-১২০১৫১০০৪৫৯৯৪(1201510045994), ডাচবাংলা ব্যাংক লিমিটেড, খুলনা।

বিকাশ একাউন্টঃ ০১৯২১-১০৬৫০৯

প্রয়োজনে যোগাযোগ করুনঃ

পাপ্পু- ০১৭১৭২৬৮৩২৯

মামুন- ০১৭২৯৮৩৮৩৩১

পিটল-০১৬৭৩৪৮৯৮২০

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৭

আমিনুর রহমান বলেছেন:




আরো বিস্তারিত লিখুন। সাথে চিকিৎসার কাগজপত্র এড করে দিতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.