![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়ন রত আছি।
বাংলা ভাষার ব্যবহারে বিকৃতি আজ চোখে পড়ার মতো এবং এ নিয়ে আমরা বেশ উদ্বিগ্নও বটে । কিন্তু এই উদ্বিগ্ন আবার শুধু ফ্রেব্রুয়ারী মাস উপলক্ষে নয় তো??? যা হােক এখন এই বিকৃতি গুলো যেমন শব্দ চয়নের ক্ষেত্রে হচ্ছে ঠিক তেমনি আবার বানানের ক্ষেত্রেও তা লক্ষ্য করা যায়। এটাকে অনেকে আধুনিকতার অংশ হিসেবে দেখেন। এভাবে এই বিকৃতি হতে থাকলে আমরা আমাদের ভাষার ঐতিয্যকে বাঁচিয়ে রাখতে পারবো কি??
একটু ফ্লাশ ব্যাকে ফিরে দেখি কেন এই ভাষার বিকৃতি ।। কয়কে শাে বছর পূর্বে আমাদের দেশে সাধু ভাষা প্রচলিত ছিল। আমরা নিজেরাই বাংলা ব্যকারণের জটিলতা বাদ দিতে গিয়ে চলিত ভাষায় অভ্যস্ত হয়ে পড়েছি। আর আমরা খুব ভাল করেই জানি চলিত ভাষার অন্যতম প্রধান বৈশিষ্ট হলো তা ক্রমে ক্রমে বিকৃতি হতে থাকবে। তা হলে কেন আমরা এখন বিকৃতি নিয়ে এতাে চিন্তিত হচ্ছি !!!!! আমরাই তো আমাদের ভাষাকে বিকৃতি করার সিদ্ধান্ত গ্রহন করেছি। তাহলে আবার সেই ভাষার বিকৃতি নিয়ে কেন জানি আবার উদ্বিগ্ন হয়ে পড়েছি ??? ব্যপারটা কেমন যেন হাস্যকর হয়ে দাড়াচ্ছে। তারপরও দিন দিন যেভাবে ভাষার কুরুচি পূর্ন বিকৃতি ঘটছে তা সত্যিই উদ্বিগ্ন হবার মতই। আসুন আমরা সবাই মিলে শুদ্ধ , সুন্দর এবং শ্রুতিমধুর বাংলা ভাষায় ব্যবহারে সচেষ্ট হই। যে দেশ শুধুমাত্র ভাষার জন্য ১৯৫২ সালে আন্দোলন করলো। যে দেশে শুধু নিজের ভাষায় কথা বলার জন্য স্বাধীনতার সংগ্রামে অংশ নিলো, আসুন আমরা সেই ভাষাকে আবারও সুন্দর করে গড়ে তোলার জন্য নিজ নিজ অবস্থান থেকে আবারও একটি সংগ্রামে অংশ গ্রহন করি। "শুদ্ধ,সুন্দর,শ্রুতিমধুর বাংলা ভাষা ছাড়া আর একটি কথাও বলবো না" আধুনিকতার নামে আমাদের ভাষাকে আর বিকৃতি হতে দেব না। আমরা নিজে এই ভাষা রক্ষার সংগ্রাম অংশ গ্রহণ করব এবং অন্যকে শুদ্ধ,সুন্দর,শ্রুতিমধুর বাংলা ভাষার জন্য উৎসাহিত করব।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
ইএনজি মাসুদ বলেছেন: কি ভাল ছিল ?
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
রাজ বিদ বলেছেন: যা হােক এখন এই বিকৃতি গুলো যেমন শব্দ চয়নের ক্ষেত্রে হচ্ছে ঠিক তেমনি আবার বানানের ক্ষেত্রেও তা লক্ষ্য করা যায়।"-- ভায়া "উদ্দিগ্ন" বানানটা ঠিক করবেন, "উদ্বিগ্ন" হবে বেশ কয়েকবার ভুল লিখলেন। শুধরে দিতাম না যদি না এটা ভাষা সতর্কতামূলক পোস্ট হত।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
ইএনজি মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই্। ভুল হয়ে বটে। তবে , "দ্ব " তে দ এর দুই বার উচ্চারণ হয়, ব্যকরণ গত ভুল। আসলে এরকম ছোট খাটো বিষয়ে একটু সচেতন হলে কিন্তু হয়।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
জুলিয়া সুলতানা ছোঁয়া বলেছেন: Valo chilo